নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

পারবেন ফিরিয়ে দিতে...?

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

হ্যাঁ... আপনারা দু'জনই আজ গণতন্ত্র আর সংবিধান রক্ষার যুদ্ধে নেমেছেন। হয়তো কোন একদিন আপনাদের মধ্যে কেউ না কেউ এই যুদ্ধে জয়লাভ করে সিংহাসনে বসবেন। হয়তো সেদিন আর সংবিধান আর গণতন্ত্রের মধ্যকার মনমালিণ্য থাকবে না। সবকিছুই সাংবিধানিক ভাবে বৈধ হয়ে যাবে, অথবা করে নিবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সেদিন কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন সেই সব মানুষগুলিকে? যারা আজ আপনাদের সহিংসতার বলি হচ্ছেন? ফিরিয়ে দিতে পারবেন তাদের পরিবারের নিকট হারিয়ে যাওয়া মানুষটিকে? হয়তো আপনারা সেদিন অনেক কিছুই পাবেন, কিন্তু তারা কি পাবে? একজন সাধারন দলীয় নেতা-কর্মী মারা গেলে সর্বোচ্চ দুই একটা মিলাদ-মাহফিল, শোক দিবস হবে। এরপর তাদের পরিবারের কথা কি আপনারা কেউ মনে রাখবেন? মিডিয়া আজ তাদের তাজা রক্তকে নিয়ে প্রতিবেদন তৈরীতে ব্যস্ত, সেই মিডিয়া কি শুকিয়ে যাওয়া রক্তের দাগ নিয়ে কোন রিপোর্ট করবেন? তাদের পরিবার কি অবস্থায় রয়েছে সেইটা নিয়ে কোন রিপোর্ট করবেন? জানি, সেটা কখনোই হবে না। সেই সব পরিবার ভিক্ষা করে খেলেও আপনারা খোঁজ রাখবেন না। হয়তো সর্বোচ্চ আপনারা ক্ষমতায় গেলে তার বৃদ্ধ মা অথবা বাবা কে একটা বয়স্ক ভাতা কার্ড দিবেন, হয়তো প্রতি ঈদের সময তার বিধবা স্ত্রী'কে একটা যাকাতের কাপড দিয়ে দায় মুক্ত হবেন। এতেই কি তার পারিবার সুখী হয়ে যাবে? আসলেই- যার যায় সেই বুঝে, যন্ত্রনাটা কী? আপনারা কোন দিন সেই যন্ত্রনা উপলব্ধি করতে পারেন নি, পারবেনও না। কারন এই মানুষ গুলি আপনাদের রাজনীতি নামক শিল্প কারখানার টাটকা কাঁচামাল। যদি কোনদিন আপনাদের বিবেক (যদি থাকে) জেগে উঠে, যেদি কোনদিন এদের কাঁচামাল মনে না করে আপনার মতোই একজন মানুষ মনে করতে পারেন, তবে অনুরোধ থাকল- এদের রক্ষা করুন। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.