![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতোক্ষন বসে বসে জি-সিনেমায় অনিল কাপুরের 'নায়ক' মুভিটা দেখলাম। মুভিটা যতবারই দেখি 'সিবাজি রাও' এর ক্যারেক্টারটা দেখলে রোমাঞ্চিত হই। একজন প্রধানমন্ত্রী কিভাবে পুরো সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে দেয়। জানি এটা কেবল একটা সিনেমাতেই সম্ভব, বাস্তবে তা কখনোই সম্ভব নয়। তারপরও মাঝে মাঝে কল্পনা করি- যদি কখনো সত্যিই এমন কেউ এসে আমাদের দেশটাকে পরিবর্তন করে দিত, তবেই হয়তো এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যেত।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
বিদ্রোহী বীর বলেছেন: ঠিকই বলেছেন, আসল দোষটা আমাদের নিজেদেরই...। আমরা এই দুই নেত্রীর জাল থেকে বেডিয়েই আসতে পারছি না...
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: অপেক্ষায় থাকুন পেলে পেতেও পারি।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
বিদ্রোহী বীর বলেছেন: অপেক্ষায় থাকলাম, কিন্তু এই অপেক্ষা কোনদিন শেষ হবে তো?
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
রাজীব বলেছেন: নমটা অরবিন্দ কেজরিওয়াল হবে। আসলে নেতৃত্ব আসে পাবলিকের চাহিদা অনুযায়ী।আমরা সাধানর পাবলিক তো নতুন কেউকে চাই না। আমরা কি এখনো খালেদা-হাসিনা থেকে বের হতে পেরেছি???
গত বার না ভোট কয়টি পড়েছিল?
বিএনপি আওয়ামী জোটের বাহিরে কয়টি ছিট পেয়েছে? তার চেয়েও বড় কথা বড় ২ জোটের বাহিরে ১ % ভোটও কি পরেছে??
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
বিদ্রোহী বীর বলেছেন: ঠিকই বলেছেন, আসল দোষটা আমাদের নিজেদেরই...। আমরা এই দুই নেত্রীর জাল থেকে বেডিয়েই আসতে পারছি না...
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
ভোরের সূর্য বলেছেন: সিবাজি রাওতো সিনেমার একটি চরিত্র। আমাদের দরকার কেজি আগারওয়ালের মতন একজন রাজনীতিক।ভবিষ্যতে কি করতে পারবে তারা সেটা পরের ব্যাপার কিন্তু তাঁরা চেস্টা করেতো একটা প্লাটফর্মে আসতে পেরেছে।তারা তৃতীয় শক্তি কিন্তু সম্পূর্ণ আলাদা চেতনা থেকে এসেছেন।
ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার যার ব্যাংকে মাত্রে কয়েক হাজার টাকা রয়েছে, এমন মানুষ আমাদের দরকার।ভারতের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত রাজ্য হচ্ছে ত্রিপুরা।