নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

আপনাদের প্রতি পক্ষ কারা?

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩১

এইটা কোন ধরনের বলদামি? প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার মারার যুক্তিটা কি? ওরা কি আওয়ামিলীগ? নাকি অন্য কোন দল? আরে ভাই ওরাতো সরকারের গোলাম, ওইখানে কি বিএনপি নাই? পিএনপি/জামাতের কেউ কি সরকারী চাকুরী করে না? সরকারীভাবে অর্ডার দিলে ওরা কি না গিয়ে পারবে? চাকুরী বাচাতে হলে সবাইকেই যেতে হবে। আপনাদের প্রতিপক্ষ সরকার, সরকারী চাকুরীজিবী না...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: যারা সরকারী কর্মচারীকে হত্যা করছে, তাদের মৃত্যুদন্ড হবে।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:(

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০২

েফরারী এই মনটা আমার বলেছেন: কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্‌ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।
Click This Link

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ ে ফরারী এই মনটা আমার,

সব জায়গায় নিজের পোষ্টের কপি পেস্ট করা বন্ধ করেন।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

আলাদীন বলেছেন: ৭১ এর সময় পাকিস্তানি সেনাবাহিনীর সবাই তো আর অপরাধ করেনি, অনেকে চাকরির খাতিরে পুর্বপাকিস্তানে এসেছিল, সরকারি নির্দেশ পালন করেছিলমাত্র। তবুও মুক্তিবাহিনীর কেন তাদের উপর গুলিবর্ষন করতে হবে?

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

বিদ্রোহী বীর বলেছেন: ও এরা তাইলে হানাদার বাহিনী, আর আপনারা মুক্তিবাহিনী... যাদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ এতোটা সাধারন হতে পারে, তার কাছ থেকে এর থেকে ভালো আর কি কমেন্ট আশা করা যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.