নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

বেত এবং মাষ্টার সাহেব

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

স্কুল জীবনের সেই দিনগুলো কখনো ভূলার মতো নয়, আজো খুব বেশী মিস করি স্কুল জীবনের সেই দিনগুলিকে। বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কতটা নিরাপদ একবার ভাবছেন? এখন আমাদের ছাত্রদের পড়া না শিখলেও স্কুলে আসতে ভয় করেনা, কারণ তারা জানে মাষ্টার সাহেবের বেত- ই নাই মারবে কিভাবে। যদি ভুল করে মারেনও তাহলে মাষ্টার সাহেব কে চৌদ্দ শিখের ভিতরে ঢুকা লাগতে পারে। তাই তারা নির্ভয়ে স্কুলে আসতে পারে। ভেবে দেখুন আমরা কতটা অনিরাপদ ছিলাম। পড়া না শিখলেই হয়তো বেত, নয়তো কান ধরা। জীবনে পড়া লেখাই করতে পারলাম না বেতের ভয়ে। যেদিন পড়া শিখতাম না সেদিন হয়তো স্কুলেই আসি নাই, নাহলে আসলেও অই কাস ফাকি দিছি। তাই আজ পর্যন্ত সেই পড়াটা না শিখাই রয়ে গেল। স্কুল পালানের অভিজ্ঞতা কার কার আছে আওয়াজ দিয়েন। আর মাইর খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।



বিঃ দ্রঃ অদূর ভবিষ্যতে আপনার সন্তানদের এই অভিজ্ঞতার কথা জানানো হবে না, তাই আপনি নিরাপদ থাকতে পারেন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

কবীর হুমায়ূন বলেছেন: আমি জীবনে একবার হেড মৌলুভী হুজুরের হাতে পিঠে থাপ্পর খেয়েছিলাম। থাপ্পর নয়; যেন বজ্রাঘাত। পরেরদিন জ্বর। ভীষণ জ্বর। হুজুর এ কথা শুনে আমাদের বাড়ী এসে আমাকে জড়ায়ে ধরে কেঁদেছিলেন। আমার পিঠে তাঁর পাঁচটি আঙ্গুলের স্পষ্ট ছাপ পড়ে গিয়েছিলো।

এর পর থেকেই ইসলামিয়াতে ভালো নম্বর পেতাম।

স্কুল জীবনরে স্মরণীয় মাইর খাওয়া।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

বিদ্রোহী বীর বলেছেন: অনেক ভাল অভিজ্ঞতা...

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি একবার অ্যাসেম্বলিতে যাইনাই। না গিয়ে আবার প্রাউডলি স্পর্টস টিচার সামনে দিয়ে ঘুরাঘুরি করছি। পরে সে আমাকে ডাকল, বলল, যাই নি কেন। আমার উত্তর, এমনি। প্রচন্ড রাগি টিচার। হাতে বেত =p~ অনেক রাগ হয়ে আমাকে মারার প্রস্তুতি নিচ্ছে। অনেক মারবে। এমন সময় আমার প্রাণপ্রিয় স্যাররা এসে উনাকে থামালেন :!>

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

বিদ্রোহী বীর বলেছেন: যাই হোক ইজ্জত গেলেও অন্তত বেইজ্জত হইতে হয় নাই....

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইসলাম শিক্ষার টিচার পড়া জিজ্ঞেস করলে কিছুই উত্তর দিতে পারতাম না, কিন্তু পরীক্ষায় ১০০ =p~ টিচার তাই বকা দিতে পারত না :#>

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

বিদ্রোহী বীর বলেছেন: হুম... ব্যাফক মেধা...

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: স্কুলে বেত খাওয়ার অভিজ্ঞতা থেকে আমি বঞ্চিত তবে কানে ধরে দাঁড়িয়ে থাকা ছিল কমন শাস্তি। :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

বিদ্রোহী বীর বলেছেন: আপনিতো খালি কান ধরছেন... আমরাতো পায়ের চিপা দিয়া কান ধরছি... বেজায় যন্ত্রনা...

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমার ত ইংরেজির স্যার, জনাব নাজিমুদ্দীন স্যার এমন বেত্রাঘাত করেছিলেন, টানা ৭দিন বিছানাগত ছিলাম । আমার জিবনে ছাত্রজীবনাটা ছিল বেস্ট সময়।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

বিদ্রোহী বীর বলেছেন: ভাইরে, আমার দুই স্যার এর ব্যাধি ছিল- পায়ের চিপা দিয়ে কান ধরাই রাখা... অন্য একজন এর ব্যাধি ছিল নিরানব্বই পেলেও মাইর দেওয়া...

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: বেতের বারী খাওয়ার অভিজ্ঞতা নাই। তবে আমাদে হাই স্কুল ছিল পিটাপিটি আর কড়াকড়ির স্বর্গরাজ্য । প্রধান শিক্ষক সফদার আলীএক বারিতে বেত ভেঙে ফেললেন ।তারপর সিরাজ স্যার ইয়াদুল হক স্যার দারুণ বেত চালালেন । মনে পরছে বছরের শুরুটা মনিপুর স্কুলেএমন ভাবেই হতো । প্রথমএসেম্বলীতে দোষীদের সামনেএনেএভাবে পিটানো হয়েছিল। এই পিটানো দেখে সবাই হয়তো বাকী বছর ভদ্র থাকতো ভয়ে । :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

বিদ্রোহী বীর বলেছেন: তাইলেতো আপনি এমন একটা সুস্বাদু খাবারের টেষ্ট ই পান নাই... খালি অন্যজন খাওয়ার সময় দেখেই গেছেন...

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

বিদ্রোহী বীর বলেছেন: এই রকম একটা ইসলামী পোষ্টের সাথে এমন ডায়লগ মানায় না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.