নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

বাংলার দাবাং

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

বাংলাদেশের দাবাং ছবির পোস্টার। দেখলেই রুচি নষ্ট হইয়া যায়... ব্যবহারে যেমন বংশের পরিচয় তেমনি পোস্টারেও ছবির পরিচয়, এমন একটা যৌন সুরসুড়ি মূলক পোষ্টার দেখে কিভাবে একটা সিনেমা দেখতে মানুষ হলে গিয়ে ছবি দেখার সাহস করবে? কোরবানির গরুর মতো রান দেখলেই তো মানুষের কলিজা নষ্ট হইয়া যাবে ... হিন্দি ছবি নকল করবে বুঝলাম, নামও নকল করলেন বুঝলাম.... কিন্তু হিন্দি দাবাং এ কোথায় এমন দৃশ্য আছে সেইটা এখন দেখার বিষয়...

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

হাসিব০৭ বলেছেন: এই দেশেই আর থাকতে ইচ্ছা করে না। এত কিছু নকল করতে পারে শালার বাংলাদেশীরা মাহাথীর মুহাম্মদের মত দেশপ্রেমটা নকল করতে পারে না?????

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী বীর বলেছেন: ওইটা মনে হয় কপিরাইট আইনে ব্লক করা আছে... :D

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

সুহৃদ আকবর বলেছেন: ভাই এগুলো বইলা লাভটা কি? আপনার চিৎকার কোন বেটাই শুনবে না। তারা শুধু টাকার ধান্ধায় থাকে।
বাংলাদেশের পরিচালকদের মাথায় যে কিছু নেই তা এর আগেও প্রমাণিত হয়েছে।
পরিচালকরা যে, কত বেশি ব্যাক্তিত্বহীন, স্বকীয়তা বিবর্জিত, তাদের মাথা গোবরে ভরা তার স্পষ্ট প্রমাণ পাওয়া দেল এ দাবাং ছবিতে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী বীর বলেছেন: আসলেই, দেখতে দেখতে এখন এসবে আমরা অভ্যস্ত হয়ে গেছি.... কিন্তু তারপরও মাঝে মাঝে সহ্যসীমার বাইরে চলে গেলে বলতে চেষ্টা করি...

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

সাইলেন্স বলেছেন: পোস্টারে নাম দেখে আমারও মেজাজ খারাপ হয়ছিল, নামটা বদলানো উচিত ছিল এ্যাট লিস্ট, সেটাতো করেই নি উল্টা নায়কের নাম ছবিতে (বুলবুল পান্ডে)। সুত্র: বিডি নিউজ।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী বীর বলেছেন: ইস... পোস্ট এ বুলবুল পান্ডের কথা বলতে ভুইলাই গেছি... আসল ইন্টারেষ্টিং বিষয়তো সেইটা... কল্পনা করতেও বিভত্‍স লাগছে...

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

মশিকুর বলেছেন:
টাকার জন্য কিনা করে??? ছবির নামও নকল করতে হয়!!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী বীর বলেছেন: নকলই যখন করবে, অল্প কইরা লাভ কি?

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

গোবর গণেশ বলেছেন: ভালোমতো একটা কাজই তো করতে পারে। কোথায় তার একটু প্রশংসা করবেন, তা.. না কইরা উল্টা দোষ খুঁজছেন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী বীর বলেছেন: স্যরি ভাই.... পোস্টার দেইখা আমার নিজেরও সুনাম করতে ইচ্ছা করছে খুব... তবে ছবিটা এডাল্ট ক্যাটাগরিতে ছাডপত্র পেলে সুনাম করতে পারতাম খুব... সোনাক্ষীকে ইন্ডিয়ান দাবাং ছবিতেও শাডী ছাডা দেখা যায়নি... আর বাংলার দাবাং এ নায়িকার ড্রেস.... :p

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

নানাভাই বলেছেন: আগে তবুও রাখ ঢাক করতো।
যেমন শোলে, সীতা আওর গীতা, আ গলে লাগ যা` র মতো ফিল্ম ও হুবহু নকল করছে; কিন্তু এখন সবাই "এরশাদ"।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

বিদ্রোহী বীর বলেছেন: ওইসব ছাডা আধুনিক প্রযন্মে এসেও 'কেয়ামত থেকে কেয়ামত' 'আমার ঘর, আমার বেহেস্ত' এর মতো আরো অনেক ইন্ডিয়ান ছবি এই দেশে রিলিজ হয়েছে.. প্রসংসাও পেয়েছে প্রচুর... কিন্তু এখনকার আইডিয়া গুলি অনেক নীচু মানের...

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

নীল বরফ বলেছেন: কোরবানির গরুর মতো রান দেখলেই তো মানুষের কলিজা নষ্ট হইয়া যাবে

=p~ =p~ =p~ =p~

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

লুৎফুল ইসলাম বলেছেন: দাবাং নাম না রাইখা ঠাপান রাখা উ িচত িছল।েপাষ্টার একখান।বদমাইশ।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী বীর বলেছেন: সালাম মামু.... কথা কইছেন একখান সেইরাম....

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: দু:খজনক।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

বিদ্রোহী বীর বলেছেন: এধরনের মানসিকতা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যে বিপদজ্জনক...

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টারে এমন অর্ধ নগ্ন হাতির বাচ্চা দেইখা রুচিবান কেউ মনে হয় হলমুখো হবে না।

মেধাহীন পরিচালকগুলা ঠিক মত নকল করাও শিখল না।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১

বিদ্রোহী বীর বলেছেন: ঠিকই কইছেন ভাই... শইল্লের গোস্তের পরিমান খেয়াল কইরা দেখছেন? খালি গোস আর গোস...

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩

বিদ্রোহী বীর বলেছেন: পরিচালকের কথা কইয়া লাভ আছে? সে যেই মানের মুভি দেইখা বড হইছে সেই মানের মুভিইতো বানাইবো,,, মাঝে দুই একদিন হিন্দি মুভি দেইখা সব তালগোল পাকাই ফেলায়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.