নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

অত:পর সেরা নাচিয়ে

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

চ্যানেল আইতে 'সেরা নাচিয়ে' প্রোগ্রামটা কেউ দেখেন নাকি ভাই? এখন চলছে... প্রোগ্রামের বিচরকের সাথে সহযোগী হিসেবে যারা আছেন এদের কেউ চিনেন নাকি? চিনলে একটু আওয়াজ মাইরের... মাত্র চ্যানেল টিপাটিপির মাইর প্যাচে খানিকটা দেখলাম. কিন্তু সাত-আট জন হাকিমের মধ্যে দুই একজন কে মোটামুটি চেনা চেনা লাগে... কিন্তু বাকিগুলান কেডা? ওনারা আবার পারফরমেন্সও করেন দেখলাম... পারফরমেন্স দেইখাতো ওনাদের মাষ্টর না ছাত্তর সেইটা বুঝাই যায় না... কপি পেষ্টের যুগে কিছু কিছু কপি খুবই অসহনীয় লাগে... তার মধ্যে এইটাও একটা... কয়দিন লাফালাফি, ঝাপাঝাপি... এরপর কান্দাকাডি আর এসএমএস ব্যাবসা... এরপর পয়দা হবে একবড্ডা ঘোডার ডিম... দেশের রিয়েলিঠি শো এর ইতিহাস এটাই বলে... নোলোক দাদা, সাম্মা আফা, আইঠল মং... অসহ্য...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

গ্রাম্যবালক বলেছেন: চ্যানেল আই এর সেরা কন্ঠের কোকিলেরা কি কেউ এখন আর গান গায় নাকি ঝরে গেছে????? ইমরান শারমিনদের কথা বলছিঃ--

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

বিদ্রোহী বীর বলেছেন: ভাইজান, আসলে এইসব খোঁজ আমার কাছে নাই.... মাধ্যিখানে যদি হেডলাইনে আলোচিত কোন খবর হয়ে আসে তাহলেই চোখে দেখি...

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

মতিউর রহমান মিঠু বলেছেন: তেনারা হইলো গত সেরা নাচিয়ে আসরের সেরা দশের পাবলিক।

সেরাকন্ঠের ১ম আসরের অনেকেই ভাল গান করছেন যেমন-ইমরান,আশিক,রোমেল,ঝিলিক সহ আরো কয়েকজন। বিশেষ করে আশিক অসম্ভব ভাল শিল্পী আর ইমরান গানের পাশাপাশি মোটামুটি ভালই সুর করছে। বাকিদের অবস্থা ঠিক জানা নাই। আমি ১ম সেরাকন্ঠের কথা বললাম, পরের আসর গুলোর ব্যপারে নো মন্তব্য :-P :-P

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

বিদ্রোহী বীর বলেছেন: আমার পোষ্ট দেখলে হয়তো গুনিজন আমকে নিরান্তৈ নিরক্ষর, মুর্খ, গাইয়া পোলা বলিয়া মন্তব্য করিবেন... সত্যি বলতে আমি পোলাডা আসলেই সিরাম... যাহা বলিতে চাই- 'ডান্স' আর 'নৃত্য' এই দুইটা শব্দের মধ্যে কি শুধু ভাষাগত পার্থক্য নাকি আরো কিছু অন্তর্নিহিত পার্থক্য বিদ্যমান রয়েছে সেইটা আমি আজো বুঝিতে পারি নাই। আমি যেখানেই দেখেছি

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

বিদ্রোহী বীর বলেছেন: ধন্যিবাদ বাইয়া, আপনি আজ আমাকে এক বিশাল অজানা জানিয়ে দিয়েছেন... ওনারা তাইলে আগিলা নাছিয়ে আছিলাইন... কিন্তু বাইয়া, তিনাগো এখনো ব্যাফক শিক্কা নেওন বাকি আছে বইলা মনে অয়। আর তিনাগোরে কুন গুনি মানুষ মনে অয়না, লাফাঙ্গা লাফাঙ্গা লাগে...

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

মতিউর রহমান মিঠু বলেছেন: হাহা বাইয়া!! আফনের লগে ২০০% সহমত বাইয়া.. ১ বছরে তিনাগো বিরজু মহারাজ পর্যায়ে উঠাইয়া ফেলছে মনে হয় :-P :-P
সোহেল সহ বেবি আরেকটা নাম ভুলে গেছি :!> :!> এদের পাশে এসব বাচ্চা কাচ্চাদের বসানোইতো অপরাধ...
করতিপক্ষইইইই ভাল বলতে পারবে কেন ও কি কারনে এমন মশকরা B-)) :-* /:)

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

বিদ্রোহী বীর বলেছেন: হে হে.... আর কি বলব বাইয়া, এইডা বাংলাদেশ.... কিছু দিন আগে শুনেন নাই বাংলার মহানায়ক কোন এক খান আর কোন এক হাসমী যৌথ ভাবে কপি পেস্ট করে 'দাবাং' সিনেমা তৈরী করেছেন। কত মজার মুভিরে ভাই, পোস্টার দেইখাই ব্যাফক বিনুদুন পাইছি,,,

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

মতিউর রহমান মিঠু বলেছেন: হাহাহাহা........তেনার নেইম জায়েদ খানখান।

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

বিদ্রোহী বীর বলেছেন: ধন্যবাদ বাইয়া.... সত্যি বলতে কি আমি নিজেই আজ পর্যন্ত দাবাং শব্দের মানে টা শিউর হইতে পারি নাই... জায়েদ বাইয়া জানে কিনা সন্দেহ আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.