![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের নিউজে দেখলাম ঢাকা মহানগর পুলিশ চিন্তা ভাবনা করছে নিরাপত্তা পর্যবেক্ষনে স্বদেশি তৈরী চালক বিহীন বিমান (ড্রোন) কেনার। এইটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু এখন আমার কথা হচ্ছে - আমাদের নাকের উপর বসে থাকা নানা ধরনের সমস্যা অন্যায়/অবিচার/সন্ত্রাস এর সমাধান করা যাচ্ছে না। তাহলে ড্রোন আমাদের কোন উপকারে আসবে? পরে দেখা যাবে ওই ড্রোন উডাইয়া উডাইয়া পুলিশ সদস্য ভাইয়েরা অথবা তাদের ছেলে-মেয়েরা রিমোট চালিত খেলনা হেলিকপ্টার নিয়া খেলা করবেন অথবা আমাদের বীর বাঙালী সুযোগ পাইলে দুই একটা ড্রোন আকাশ থেকে বাঁশ দিয়ে বাইরাইয়া নামাই চোরাবাজারে বেইচা দিতে পারে। অন্যথায় এই ড্রোনের নিরাপত্তার জন্যে ড্রোন এর সাথে আর একটা বিমান নিয়ে দুইজন অস্ত্রধারীকে যেতে হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
বিদ্রোহী বীর বলেছেন:
২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
স্বল্প দামে তৈরি চালক বিহীন ভাল মানের ছবি তুলতে সক্ষম পর্যবেক্ষনকারি ড্রন বিমান খুবই ভাল কাজে আসবে।
রিমোট এলাকায় যেখানে পুলিশ তাৎক্ষনিক ভাবে যেতে পারেনা সেখানে খুবই কার্যকর হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬
বিদ্রোহী বীর বলেছেন: উদ্যোগটা তো ভাল, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দেশেতো ড্রোন পাহারা দেওয়ার জন্যে ড্রোন এর সাথে একজন যেতে হবে। নাইলে পোলাপাইনে বাঁশ দিয়া বাইরাইয়া ফালাই দিব.... তাছাডা যেই সমস্যা গুলি খালি চোখে আমাদের নাকের উপর বসে আছে সেগুলির বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়? শুধু সমস্যা খুজে বেড করে কি হবে, যদি সমাধান করা না হয়?
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
বিষন্ন পথিক বলেছেন:
ব্যাপক হাসাইলেন ড্রোনের ভবিষ্যত কল্পনা করে
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
বিদ্রোহী বীর বলেছেন: এইডা কি কইলেন? একটা কথাও কি মিছা কইছি? দেখা যাইব ড্রোন এর মোটর দিয়া আমাদের উদীয়মান ভবিষ্যত ইঞ্জিমিয়ার রা মিনি স্পীডবোড বানাইবো, লোডশেডিং এর সময় ব্যবহারের জন্য মিনি ফ্যান বানাইবো...
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
রায়হান চৌঃ বলেছেন: ভালো বলেছেন....... মজা পাইলাম.....
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
বিদ্রোহী বীর বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন....
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
ইমরান হক সজীব বলেছেন: কন কি! যতদূর জানি ড্রোন যথেস্ট উচুতে থাকবে । আর কেও যদি ছাদে টাদে থেকে এইভাবে ফেলে দেইও তো তার ছবি তো পুলিশ কেন্দ্রে থাকছেই ।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
বিদ্রোহী বীর বলেছেন: ততদুর পর্যন্ত আমিও জানি... আমি মোটেও এইটার বিপক্ষে না। কিন্তু ভাইয়া আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে আমরা অনেক অন্যায়ই সনাক্ত করেছি, এখন কথা হচ্ছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে? ড্রোন ব্যবহার আধুনিক মানেক পদক্ষেপ, কিন্তু ড্রোন পরিচালনা কারীরা কি আধুনিক হবেন?
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
বিদ্রোহী বীর বলেছেন: কি দাদাবাবু খালি হাচছেন দেখি?
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫
ফাহিমাইকরি বলেছেন: