নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

বাংলার দাবাং (পর্ব তিন) এবং ২০১৪ খ্রিস্টাব্দে বাংলার মসনদে হাসমী পরিবারের আগমন....

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

গত কিছু দিন আগে কোন এক নিউজ পোর্টালে দেখেছিলাম 'দাবাং' নামে একটি বাংলা মুভির সহকারী নায়কের নাম লিটন হাসমী। আজ পর্যন্ত বাংলাদেশে আর কোন মানুষের নাম এর সাথে ইতিপূর্বে হাসমী দেখেছি বলে অন্তত আমার মনে হয় না। এতোদিন শুধু দেখতাম চলচিত্রের নায়করা নামের সাথে খান লাগানোর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। সেটা না হয় মানে নেয়া নিলাম, কারন বাংলার ইতিহাসে খান বংশের লোকদের তথ্য রয়েছে। কিন্তু কোন হাসমী পরিবার ইতিপূর্বে এই বাংলায় এসেছিলেন বলে কোন তথ্য ইতিহাসে নেই। তাই, আমার মনে হয় এই বাংলার ইতিহাসে এই বত্‍সরেই হাসমী পরিবারের আগমন ঘটেছে। তাই ইতিহাসের প্রথম হাসমী পরিবারের মানুষটিকে জাতীয় জাদুঘরে রাখা প্রয়োজন।



এতোদিন পর্যন্ত অনেক কিছুই নকল হতে দেখেছি। সিনেমা নকল হয়েছে, গান এর সুর নকল হয়েছে কিন্তু এমন হুলিস্থুল ভাবে নায়ক নায়িকার নাম নকল হওয়ার এটাই মনে হয় প্রথম নজির। জায়েদ খান, লিটন হাসমী, রাভিনা বৃষ্টি এই মানুষ গুলির মা-বাবার দেয়া নাম কি সেইটা ভালোভাবে প্রমান করা দরকার। না হলে ভবিষ্যতে এই রকম আচরন আরো ভয়াভহ আকার ধারন করতে পারে। মানুষের রুচিবোধ কতটা নিচে নামলে এমন পরিস্থিতি হতে পারে সেটা চিন্তার বিষয়। হয়তো এমন ও হতে পারে অদুর ভবিষ্যতে আমাদের দেশের সিনেমার নাম হবে- জিসম, আশিক বানায়া আপনে। এখনই এই মহামারি বন্ধ না হলে, বাংলা সিনেমার ভবিষ্যত খুবই খারাপ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.