নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

রুপবান, সমকামী ও ভবিষ্যত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

মানুষের রূচিবোধ কতটা নিচে নেমে গেলে এই দেশে রূপবান এর মতো একটা ম্যাগাজিন প্রকাশ পায়? মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের দাবি নিয়ে সামনে এসে দাড়াতে পারে? এমন একটা ধরনা সবার সামনে বলার পূর্বে কেন তাঁদের বিবেক বাধা দেয় না? ধরে নিলাম তারা ধর্মীয় অনুভূতিহীন, তাই বলে কিভাবে সমকামীকে বৈধতা দেয়ার দাবী জানাতে পারে? যারা এমন একটা প্রকাশনাকে পশ্রয় দিবে, অদূর ভবিষ্যতে তারা যে সমকামী বিয়ে কে বৈধতা দিবে না এর গ্যারান্টি কি? আর এই সম্পর্ক যদি বৈধতা পায় তাহলে দেশের ভবিষ্যত কোথায় গিয়ে দাড়াবে সেটা ভাবতেও শরীর শিউরে উঠে। তাই সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানাচ্ছি সময় থাকতে সমস্যা সমাধান করুন, অন্যথায় এই সমস্যা বিষফোঁড়া হয়ে দাড়াতে পারে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

মহসিন৭১ বলেছেন: http://primenews.com.bd/bangla/details/52969

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

বিদ্রোহী বীর বলেছেন: বাংলার মানুষ এখন সচেতন, তারপরও এসব ছোটখাট জিনিস কে পশ্রয় দিলে এক সময় সেটা মাথা ব্যাথার কারন হয়ে দাডায়...

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

জেডআসাদস্‌ বলেছেন: R8

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

বিদ্রোহী বীর বলেছেন: TNQ

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: রুচি তৈরী করবে কে ??
সে রকম রুচি তৈরী করার কারিগর ১৪ কোটি লোকের ভীড়ে নাই !!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

বিদ্রোহী বীর বলেছেন: রুচি তৈরী করার কেউ না থাকুক, নিজের বিবেক তো আছে তাইনা?

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

আদম_ বলেছেন: ওদের ধইরা ধইরা ড্রেনের পানি খাওয়ানো উচিত.............তাতে যদি বিবেক /রুচি কিছুটা হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী বীর বলেছেন: চিন্তা কইরা কুল পাইনা, শালারা এমন কুরুচিপুর্ন কাজ করছে আবার তার বৈধতাও দাবী করছে...

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

নিষ্‌কর্মা বলেছেন: ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা, যা বাঙলাদেশের সংবিধানে স্বীকৃত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

বিদ্রোহী বীর বলেছেন: মত প্রকাশ করার মধ্যেও একটা লিমিট থাকে... বলতে অনেক খারাপ লাগছে, তার পরও বলতে হয়- কারো যদি তার মায়ের সাথে *** ইচ্ছা হয় তবে সেটা তার ব্যাক্তিগত মতামত, সেইটাকে যদি মত প্রকাশের স্বাধীনতা বলে সবার সামনে বৈধতা চায় সেটা কেমন হবে তাহলে?

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

পথহারা নাবিক বলেছেন: যেখানে দেশের মন্ত্রী এদের পক্ষে কথা বলে সেখানে এরা সাহস দেখানো স্বাভাবিক!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

বিদ্রোহী বীর বলেছেন: মনে কিছু নিয়েন না.. এখন কোন মন্ত্রীর যদি এমন সাধ থাকে তাহলে সেওতো ওই কাতারে.... তাকেও আমাদের একই দৃষ্টিতে দেখা উচিত.. তার মতো মানুষের কথায় তো আর এমন একটা কাজকে বৈধতা দিয়ে দেয়া যায় না...

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

নতুন বলেছেন: সমকামীতা নিয়ে বিভিন্ন যায়গায় যতদুর পড়েছি তাতে মনে হয়েছেন যে এটা জন্মগত বৈশিস্ট ...

যেমন মানুষ বা হাতি হয়...

এই সমস্যা সব চেয়ে প্রকট ফিলিপিনে.... ওদের ছেলেরা বেশির ভাগই মেয়েদের মতন কোমল শারিরিক বৈশিস্টের.... অনেক ছেলেই গে আর অনেক মেয়েই লেসবিয়ান ...

ওদের দেশে অনেক ছোট ছোট ছেলেরা মেয়েদের মতন মেকাপ করে সাজে...

আমার কলিগদের জিঙ্গাসা করেছি ওরাও বলে যে এটা ওদের দেশের এক সমস্যা কিন্তু কেন এমন হয় ওরাও জানে না...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

বিদ্রোহী বীর বলেছেন: বুঝলাম এইটা একটা সমস্যা তাই বলে ওদের এই নোংরামিকে বৈধতা দিতে হবে? এখন ওদের মত কোন একটা গোষ্ঠির কাছে যদি জন্মগত ভাবে মা-বোন্ এর সাধ জাগে তাহলে সেইটাও কি তাদের জন্মগত সমস্যা বলে মেনে নিতে হবে?

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

নতুন বলেছেন: আমি বলছিনা যে এটা সত্যই সমস্যা কিনা.....


কিন্তু যদি এটা প্রকৃতি গতই হয় তবে তাদের কে ছোট করার অধিকার আপনার আমার নাই....

কিছু মানুষ বাহাতি হয়..>>>

এখন আমরা সবাই ডান হাতে কাজ করি বলে কি বাহাতি দের খারাপ বলবো???

আপনার আমার কাছে গে/লেসবিয়ান নোংরামী কিন্তু তাদের কাছে স্ট্রেট সেক্সটাই নোংরামী... ওদের দৃস্টিভঙ্গী আলাদা.... আমাদের যুক্তি দিয়ে ওদের পছন্দ আপনি বুঝতে পারবেন না...

একটা ডকুমেন্টারী>> ওদের মনের কথা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

বিদ্রোহী বীর বলেছেন: যতই ডকুমেন্টারী দেখান জাস্ট একটা জিনিস কল্পনা করবেন- পৃথিবীতে সব কিছুকেই বৈধতা দেয়া যায় না... কিছু দিন আগে পাকিস্থানে এক লোক মৃত মানুষের সাথে সেক্স করে তৃপ্তি পেত্, সেটাই তার জন্মগত বৈশিষ্ঠ তাই বলে কি সেইটা বৈধ/করা সম্ভব?

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

নতুন বলেছেন: কিছু দিন আগে পাকিস্থানে এক লোক

এক লোক আর অনেক মানুষের মধ্যে পাথ`ক্য আছৈ...

সমস্যার দিকে চোখ বন্ধ করে থাকলেই সমাধান হয়না...
এটা যদি প্রকৃতিক বৈশিস্ট হয় হবে আজ না হলে কাল অথবা পরশু সমাজ মেনে নেবে....

আমি গে/লেসবিয়ানদের কাজের সমথ`ন করিনা... ঐ রকমের চিন্তা আমরা করতে পারিনা..

কিন্তু যৌনতার ভিন্নতার ভিক্তিতে কিছু মানুষ খারাপ এই ধরনা ঠিকনা...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

বিদ্রোহী বীর বলেছেন: হ্যা, ওই রকম মানুষটির মতো এরাও এক সময় সমাজে সংখ্যালঘু ছিল। কিন্তু আমাদের পশ্রয় এর কারনেই এরা আজ অনেক মানুষে রূপ নিয়েছে।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

বিক্ষত বলেছেন: তাও ভালো । ব্যাবসায়ীরা এখন চায়না থেকে বিভিন্ন খেলনা ইম্পোর্ট করতে পারবে। :P :P :P দেশের অর্থনীতি উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। :P :P :P B-)) B-)) চুচিল সমাজ এর জন্য মনে হয় এই জঘন্যতা কে বৈধতা দিতে উঠে পড়ে লাগসে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

বিদ্রোহী বীর বলেছেন: হ বাইয়া... এইখানেও অনেক চুচিল ভাই দেখে ওনাদের সাপোর্ট নিয়ে কথা বলছেন....

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

মেহেরুন বলেছেন: আপনার লেখাটা খুব ভালো লাগলো। ++++++++

এই বিষয়ে আরেকটা লেখা পড়লাম। আপনি পড়ে দেখতে পারেন।
Click This Link

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

বিদ্রোহী বীর বলেছেন: ধন্যবাদ আপনাকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.