![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মেনে নিলাম সংবিধান অনুযায়ী আপনার বলার অধিকার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাই বলে কি আপনি যা ইচ্ছা বলতে পারবেন? আপনার ঘরে আপনি দরজা বন্ধ করে ল্যাংটা হয়ে শুয়ে থাকলে কেউ কিচ্ছু বলতে পারবে না, কিন্তু তাই বলে কি আপনি সেটা করেন (যদি সুস্থ মানসিকতার হয়ে থাকেন)? আপনার মন রাস্তা দিয়ে যাকেই যেতে দেখে তার সাথেই *** করতে চায়, সংবিধানে বলার স্বাধীনতা রয়েছে এইটা বলে আপনি কি এই কথাটা সবার সামনে বলতে পারবেন? নাকি সেই কাজের বৈধতা চেয়ে আন্দোলন করতে পারবেন? তাহলে কিভাবে আপনি সমকামী হওয়ার মতো একটা কুরুচিপুর্ন কাজের বৈধতা দাবী করেন? লজ্জাবোধ, রুচিবোধ, বিবেক এই সব এর কিছুই কি আপনাকে কখনো স্পর্শ করেনি? আপনি আজ যেই কাজের বৈধতা দাবী করছেন, অদূর ভবিষ্যতে যদি আপনার সন্তানের জন্মগত বৈশিষ্ঠ হয় আপনার সাথে *** করার এবং সেও যদি সংবিধানের ক্ষমতা বলে তা দাবী করে বসে সেদিন আপনি কি করবেন? যারা এই কাজের বৈধতা দাবী করছেন তাদের বলি- আপনাদের পাপের প্রতিফল হিসেবে দেখবেন অদূর ভবিষ্যতে আপনার স্ত্রী/সন্তান/বাবা/মা/ছেলে/মেয়ে একজন অন্যজন এর থেকে নিরাপদ নন... হয়তো সেটাকে আপনারা বৈধতা দিয়ে উপভোগ করবেন কিনা আমি জানিনা... তবে শেষ কথা এটাই যে আপনাদের পাপের ফল আপনারাতো ভোগ করবেনই সাথে অন্যদেরও ভোগ করতে হবে...
রুপবান, সমকামী ও ভবিষ্যত (পর্ব এক)
রুপবান, সমকামী ও ভবিষ্যত (পর্ব দুই)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
বিদ্রোহী বীর বলেছেন: ধন্যবাদ....
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
ফিলিংস বলেছেন: এ পাপের ফল একদিন আমরা সবাই ভোগ করব। মানবিক এবং ইসলামিক মূল্য বোধ থেকে তাই আমাদের সবার উচিৎ চরম প্রতিরোধ করা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
বিদ্রোহী বীর বলেছেন: হ্যা... এটাই মুল কথা... এখনই যদি এদের প্রতিরোধ করা না হায়, এক সময় এটা ভয়ংকর রূপ ধারন করবে...
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ ফিলিংস বলেছেন -:- এ পাপের ফল একদিন আমরা সবাই ভোগ করব। মানবিক এবং ইসলামিক মূল্য বোধ থেকে তাই আমাদের সবার উচিৎ চরম প্রতিরোধ করা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
বিদ্রোহী বীর বলেছেন: হ্যা... এটাই মুল কথা... এখনই যদি এদের প্রতিরোধ করা না হায়, এক সময় এটা ভয়ংকর রূপ ধারন করবে...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
মাঘের নীল আকাশ বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমার কিছু ধারণা আপনার সঙ্গে শেয়ার করলাম।
প্রজনন বিহীন প্রেম