নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

বেসরকারী মোবাইল অপারেটর রবি'র প্রতারণা- (পর্ব এক)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

প্রায় দীর্ঘ ৮ বত্সরেরও বেশী সময় ধরে আমি আমার একটেল/রবি সিমটি ব্যবহার করছি। সিমটি আমার নামেই রেজিস্ট্রেশন করা। কিন্তু কয়েকদিন ধরে নাম্বারটা বন্ধ ছিল, তবে ডাইভার্ট একটিভ ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে অনেকেই আমাকে কমপ্লেন করতে লাগলেন আমার সিমটিতে নাকি কল ঢুকলে অন্য কেউ রিসিভ করে। ব্যাপারটা প্রথমে আমলে নেইনি, কিন্তু গতকাল নিজেই কল দিয়ে আশ্চর্য হয়ে গেলাম, দেখি অন্য নাম্বারে রিং হচ্ছে। ভাবলাম সিমটি হারিয়ে গেছে, পরে দেখি আমার সিম আমার কাছেই আছে। পরে ফোন করে জানতে পারলাম উনি নাকি সিমটি দোকান থেকে কিনেছেন। এখন আমার কথা হচ্ছে এই ধরনের নিরপত্তাহীন প্রতিষ্ঠানের সাথে থাকলে আমার মনে হয় যে কোন দিন আমাদের জেল খাটতে হবে। রবির পেজে যোগাযোগ করা হলে তারা বলে ডকুমেন্ট নিয়ে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে, কিন্তু আমার কথা হলো দোষ করলেন আপনারা এখন আমাকে কেন দৌড়াদৌড়ি করতে হবে? আপনারা আজ আমার কাছে ডকুমেন্ট চাইছেন, কিন্তু আমার সিম যে অন্যজনকে দিয়ে দিলেন সেইটার ডকুমেন্ট কোথায় পেলেন? আমার জাতীয় পরিচয়পত্র, ছবি আপনাদের সার্ভারে থাকার পরও কিভাবে অন্যজন আমার সিম নিয়ে যায়? কালকে সে যদি এই সিম দিয়ে কোন খারাপ কাজ করে সেদিন কি আপনার রবি এর দায়ভার গ্রহণ করবে? এই অবস্থা দেখে আমার এক কলিগ মন্তব্য করলেন - ভাই এইসব বলে লাভ নাই, ৫০ টাকা দিলে যেই কোন সিম আপনি দোকান থেকে তুলে নিতে পারবেন। তাহলে এইসব গাঁজাখুরি দোকান গুলি কি রবি তত্ত্বাবধান করে না? ধরে নিলাম তারা নষ্ট সন্তান, তারপরও নস্ট সন্তানের দায়ভার পিতাকেই নিতে হয়। আমি আমার যাবতীয় তথ্য রবির পেজে দিয়েছি, যদি কাস্টমার কেয়ারে যাওয়া ছাড়া তারা আমার সিম এর ব্যালেন্স সহ আমাকে ফেরত না দেন তবে ওয়াদা করলাম আজকের পর আমিতো দুরের কথা আমার চৌদ্দ গুষ্ঠির কেউ এই বালের সিম ইউজ করবে না। ৮-৯ বছরের কাস্টমারেরও যখন কদর নাই, সেইটা কোন বালের কোম্পানি?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

বেনামী বলেছেন: জিপি ব্যবহার করেন তাইলে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

বিদ্রোহী বীর বলেছেন: কারে বিশ্বাস করা যাইপে বলেন?

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

বেকার সব ০০৭ বলেছেন: রবি একটা খাটাস

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

বিদ্রোহী বীর বলেছেন: তদের অনলাইন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভরা বলছেন ডকুমেন্ট নিয়ে কাস্টমার কেয়ারে যেতে... বুঝলাম না তারা অন্যজনকে কোন ডকুমেন্ট এর বলে আমার সিম দিয়ে দিলেন...?

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

লিখেছেন বলেছেন: ??

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

বিদ্রোহী বীর বলেছেন: ؟؟

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

বিদ্রোহী বীর বলেছেন: ؟؟

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.