![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে রবি'র প্রতারণা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, আজ তার দ্বিতীয় পর্ব লিখছি। আমার রবি সিমটি ২০০৬ সালে কেনা, তখনকার প্যাকেট ক্রয়ের কাগজ, রেজিষ্ট্রেশন এর কাগজ, সিম রিপ্লেসমেন্ট এর কাগজ সবই আমার কাছে শালারা কিভাবে সিমটা অন্যজনকে দিয়ে দিল বুঝতে পারলাম না। কিন্তু গতকাল বাস স্ট্যান্ডে এসে আমার ভুল ভেঙ্গে গেছে, দেখি একলোক সিম এর ব্যাপার নিয়ে চিল্লাচিল্লি করছে। পরে শুনতে পারলাম, ওনার সিম এইভাবে অন্যজন কে দিয়ে দেয়া হয়েছে। পাশে দারানো এক ভদ্রলোকের বিকাশ সিম এইভাবে দিয়ে দেয়া হয়েছে। আজ গ্রামে এসে শুনলাম আমার এক ফ্রেন্ড এর চাচার সিম অন্যজন কে দিয়ে দেয়া হয়েছে। কুত্তার বাচ্চারা যে আসলে কি করতে চাইতেছে সেইটাই বুঝতেছিনা। আমি অভিযোগ করার পর বলছে কাস্টমার কেয়ারে গেলে সিম দিয়ে দেয়া হবে, আমি ডাইরেক্ট বলে দিছি দরকার হয় বিটিআরসি, তথ্য মন্ত্রণালয় পর্যন্ত যাব তার পরও ওদের কাছে যাব। মাদার*** ব্যবসার নামে ধান্দাবাজি শুরু করে দিছে। সিম জানিয়াতির পেছনে সব থেকে বেশী দায়ী রবি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী বীর বলেছেন: রানিং সিম, কিন্তু সেট নস্ট হই যাওয়াতে অন্য নম্বরে ডাইভার্ট করে রাখছিলাম প্রয়োজনীয় কল আসলে রিসিভ করি....
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
আমি হনুমান বলেছেন: রানিং সিম না অপশনাল সিম???
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
বিদ্রোহী বীর বলেছেন: হেই বিহাল থেইক্কা দ্যাকতাছি দুইডা কমেন্ট শো করতাছে, কিন্তু কমেন্ট তো দেহি না....
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী বীর বলেছেন: হেই বিহাল থেইক্কা দ্যাকতাছি দুইডা কমেন্ট শো করতাছে, কিন্তু কমেন্ট তো দেহি না....
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
আমি হনুমান বলেছেন: রানিঙ সিম?? মানে ইউজ করতেছিলেন???