![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি উত্সাহী কিছু দেশ প্রেমিকের আগমন হইছে দেশে, যারা ভালা জায়গা খাউজ্জাই ঘাঁ করার পাল্লায় নামছে। এরা চাইতেছে বিশ্বকাপের সময় দেশে অন্য দেশের পতাকা প্রদর্শন করা যাবে না। আরে ভাই, কালকে যখন পাকিস্থানে/ইন্ডিয়ায় বাংলাদেশের খেলায় পতাকা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করবে তখন তো আপনারাই প্যাচের প্যাচের শুরু কইরা দিবেন। হুদাই একটা সাধারন জিনিসরে ইস্যু বাইয়া গন্ধ বাইর করার চেষ্টা করতেছেন কেন? সত্যিই দেশ কে ভাল বাসেন? তাইলে স্যামসং গ্যালাক্সী ইউজ না কইরা ওয়ালটন করেন, জিপি/রবি/বাংলালিঙ্ক ইউজ না কইরা টেলিটক করেন, লাক্স/ফেয়ার এন্ড লাভলী/ফেয়ার এন্ড হ্যান্ডসাম ইউজ না কইরা দেশীডা ইউজ করেন, ট্যাক্স ফাঁকির জন্যে ইনকাম ট্যাক্স অফিসে চপ্পল ক্ষয় না কইরা সকল সম্পদের উপর সঠিক হারে ট্যাক্স দেন, এসির বাতাসে ইও ইও ডেশ প্রেম না গাইয়া এনার্জি লাইট ইউজ করেন, হলিউড / বলিউড এর মুভি দেখা বাদ দিয়া দেন.... এই সবগুলা করেন তখন দেখা যাইপে দেশ প্রেম কোন খানে। মিডিয়ায় একটু পাবলিসিটি পাওনের লাইগা দেশ প্রেমিক হইয়া লাভ নাই। আগে সত্যি কারের দেশ প্রেমিক হোন।
২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৫
বিদ্রোহী বীর বলেছেন: আমি আবার এতো গভীরে যাইতে চাইনা, খালি সত্য কথাটা বললাম।
২| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
মদন বলেছেন: যে দেশে আবুল হোসেন সবচেয়ে বড় দেশপ্রেমিক, সেদেশে দেশদ্রোহী থাকাই ভালো।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৮
বিদ্রোহী বীর বলেছেন: ভাইয়ে তো এমন এক কথা কইছেন, পুরাই গন্ধ বাহির কইরা ফালাইছেন..
৩| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ঢাকাবাসী বলেছেন: মদন বলেছেন: যে দেশে আবুল হোসেন সবচেয়ে বড় দেশপ্রেমিক, সেদেশে দেশদ্রোহী থাকাই ভালো।
সহমত।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮
বিদ্রোহী বীর বলেছেন: ভাইয়ে তো এমন এক কথা কইছেন, পুরাই গন্ধ বাহির কইরা ফালাইছেন..
৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবালরা সব জানে-জেনে শুনেই খাউজায়
বাংলাদেশ > যে কোন দেশের খেলা =পতাকা বাংলাদেশের ১০০%
পাকিস্তান > ভারত =পতাকা ১০%: ৩০% বাকীরা শুধু সমর্থক
পাকিস্তান > যে কোন দেশ = উপমহাদেশ রেশিওতে ৬০:৪০
ভারত > যে কোন দেশ = উপমহাদেশ রেশিওতে ৬০:৪০
অন্য দেশ > অন্য দেশ = রেশীও ২০:২০
এতেতো রাজাকারী পয়সার গান গাইয়া দেশপ্রেম দেখানো উজবুকরা ছাড়া বাকী সবাই স্বাভাবিক ভাবেই নেবার কথা!!!!!!!
২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৪
বিদ্রোহী বীর বলেছেন: ভাই, আমিতো কিছুই বুঝি নাই...
৫| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৩
পথহারা নাবিক বলেছেন: পাক-ভারত নিপাক যাক কিন্তু বাসায় যাইয়া দেখবো সানি লিওন, ক্যাট্রিনার নাচ। বিরয়ানীর মশলা কিন্তু ইন্ডিয়ার হতে হবে। দাদা আপনি যে ভাবে সত্য কথা লিখছেন আপনাকে না আবার ভাদা পাদা ট্যাগ দিয়ে দেয়!!
২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
বিদ্রোহী বীর বলেছেন: দিলেও কি করার আছে? তাই বলে যেইটা সত্য সেইটা বলতে হবে না? পৃথিবীর অন্যান্য দেশ গুলির মধ্যে কি দেশ প্রেম নাই? তাদের দেশে কি আমাদের খেলা হলে আমরা পতাকা উডাবো না?
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
উড়োজাহাজ বলেছেন: গিয়া দেখেন এইগুলা সবকয়টাই একেকটা চোর, হারাম কামায়, হারাম খায়। এই জন্যই আজাইরা সময় পায় আর আজাইরা দেশপ্রেম দেখায়।
যে অন্যদেশের পতাকাকে সম্মান করতে জানে না সে নিজ দেশের পতাকার সম্মান প্রতিষ্ঠা করবে কেমনে?