নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

বিপরীত শব্দ : সুন্দর - কালো

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

আমাদের দেশে পাত্র/পাত্রী দেখার ক্ষেত্রে সর্ব প্রথমেই যে শব্দট আসে সেটা হচ্ছে সুন্দর না কালো? কেউ পাত্র পাত্রী দেখে আসলেই আমরা প্রথমেই তাকে জিজ্ঞাসা করি- দেখতে কেমন, সুন্দর নাকি কালো? তখন সেই ছেলে/মেয়েটিকে সুন্দর অথবা কালো বলে আখ্যায়িত করা হয়। একটা মানুষের গায়ের রং দিয়েই আমরা সব বিচার করে ফেলি। গায়ের রং সাদা ফকফকা না হলেই আমরা তাকে কালো, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, গাঢ় শ্যামলা, লালচে, বাদামী, তামাটে... ব্লা.. ব্লা.. উপাধি দিয়ে দিই। যদি জিজ্ঞাসা করা হতো যে, গায়ের রং কেমন? তাহলে উজ্জ্বল অথবা কালো বলে আখ্যায়িত করা যায়। কিন্তু সুন্দর এর সাথে কালো শব্দটার এমন ব্যবহার সত্যিই বেমানান এবং অপমানজনক। একটা মানুষের গায়ের রং ফকফকা সাদা না হলে কি সে সুন্দর হতে পারবে না? কারো চোখ সুন্দর, কারো মুখ সুন্দর, কারো গঠন সুন্দর... তাহলে ফর্সা না হলেই কাউকে অসুন্দর বলতে হবে? যদি সুন্দর প্রশ্নের বিপরীতে কালো বলে উত্তর দেওয়া হয় তাহলে শেষ পর্যন্ত কি দাড়ালো? কালো মানেই অসুন্দর? কালো অসুন্দর এর সমার্থক শব্দ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.