নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রীর দিল এতো দূর্বল ক্যারে?

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫

ক্ষমতা আসলে কি জিনিস দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-উন ভাইরে সেইটা শিখানুর জন্য বাংলাদেশের বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবীদ মহোদয়দের নেয়ার দরকার। কোথায় কোন জাহাজ ডুবছে মাত্র ২০০-২৫০ জন মানুষ মারা গেছে, আর তাতেই বেচারা আক্ষেপে পদত্যাগ করছেন। আরে ভাই জাহাজ কি আর আপনার দোষে ডুবছে, আপনি জাহাজ চালাইছেন, নাকি বানাইছেন তাহলে আর আপনার কোন দোষটার কারনে আপনি পদত্যাগ করছেন। দেখেন আমাদের দেখে শিখেন, আমাদের দেশে অবৈধ ভাবে বিল্ডিং নির্মানের ফলে সেটা ধসে পরে প্রায় ২০০০ মানুষ মারা যায়, আর সেই বিল্ডিং নির্মানে তদারকি না করা এবং ঝুকিপূর্ন বিল্ডিংয়ে এতোগুলি মানুষকে আটকে রেখে কাজ করানোর ঘটনা পর্যবেক্ষন না করায় সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের ব্যর্থতা থাকার পরও কাউকে পদত্যাগ করতে শুনিনি। কারণ আমাদের প্রশাসন জানেন বিল্ডিং মানুষের ঠেলায় পরে গেছে। দেখছেন আমাদের দিল কেমন পাথ্থরের মতো শক্ত? আমাদের দেশে গার্মেন্টেসে শ্রমিক দের চিরিয়াখানার মতো তালা দিয়ে কাজ করানো হয়, আর সেখানে আগুন লেগে হাজার হাজার শ্রমিক পুড়ে কয়লা হয়ে গেলেও কেউ পদত্যাগ করে না। আমাদের মতো নিজেকে শক্ত করেন মিয়া ভাই, না পারলে আমাদের দেশের রাজনীতি বিদদের কাছ থেকে ট্রেনিং গ্রহন করুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪

জুময়া ইবনুল আসোয়াদ বলেছেন: উনি পদত্যাগ করে আমাদেরকে বিব্রত করলেন ।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

বিদ্রোহী বীর বলেছেন: আসলেই.... ওনার নামে আন্তর্জাতিক আদালতে মানহানির মামলা করা দরকার...

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

আমাদের ভব্যতা অসভ্যতা বোধ ও একজন চাং হং-ওন!!!!!! আমরা কবে সভ্য হবো?????

আমরা কবে সভ্য হবো?????????????????????????????????

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯

বিদ্রোহী বীর বলেছেন: স্বভাব জায় না মরিলে...

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

তিক্তভাষী বলেছেন: জুময়া ইবনুল আসোয়াদ বলেছেন: উনি পদত্যাগ করে আমাদেরকে বিব্রত করলেন।
লেখক বলেছেন: আসলেই

কথা ঠিক না!

উনি পদত্যাগ করে আমাদেরকে বিব্রত করার ব্যর্থ চেষ্টা করলেন।

/:)

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮

বিদ্রোহী বীর বলেছেন: আপনার কথায় চরম একটা বাস্তবতা উপলব্ধি করলাম। আসলেই যার মানই নাই তারে অপমান কইরা লাভ আছে কোন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.