নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

রাতের মধ্যেই লাশের হিসাবে এতো তফাৎ কেন?

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩

গত কাল রাত ৮:৩০এর সময় কমলাপুর টিটি পাড়ায় বাসের সাথে ট্রেন এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রাত ১১টার সময় ‘সময় টিভি’তে জানানো হয়- রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া হিসাব মোতাবেক ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এর মধ্যে ৫ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। তারা লাইভও দেখিয়েছে দূর্ঘটনার ঘটনা ও ঢাকা মেডিকেলের চিত্র। তাহলে সকাল বেলা একই চ্যানেলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩ দেখানো হচ্ছে কিভাবে? রাতের মধ্যে হতাহতের সংখ্যা এতোটা পরিবর্তন হয় কিভাবে? যদি রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য ভূলও হয়ে থাকে তবুও যে লাশগুলি হস্তান্তর করা হয়েছে সেগুলির হিসাব কোথায়? যারা গতকাল রাতের খবর ও লাইভ দেখেছেন তারা সবাই নিশ্চয় আমার মতো অবাক হয়েছেন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৫

পাইলট ভয়েচ বলেছেন: নগদে পল্টি নেয়া কেও সময় টিভি এর কাছ থেকে শিখেন!!!
ব্রেকিং নিউজ কমলাপুরে বাস ট্রেন সংঘর্ষে নিহত ১২ জন
৩০ মিনিট পরে
ব্রেকিং নিউজ কমলাপুরে বাস ট্রেন সংঘর্ষে নিহত কমপক্ষে ৫ জন

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

বিদ্রোহী বীর বলেছেন: সকাল হইতে হইতে সেই সংখ্যা ৩ জনে এসে দাড়িয়েছে.... শালারা তাহলে এই রাতের সংবাদ কোথায় থেকে এনেছে?

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০

ঢাকাবাসী বলেছেন: যেভাবে ভিনু বলবে সেভাবেই টিভি পাঠক পড়বে! তেরি বেরি করলেই ...!

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

বিদ্রোহী বীর বলেছেন: ছিল্লা লবন লাগাই দেয়া উচিত....

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪

ম্যাংগো পিপল বলেছেন: জয় বাবা বাকশাল।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

বিদ্রোহী বীর বলেছেন: এইহানে আবার এইডা হান্দাই দিলেন ক্যা?

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

বাংলার নেতা বলেছেন: লাশ নিয়ে রাজনীতি, হায়রে বাংলাদেশ!!!

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

বিদ্রোহী বীর বলেছেন: আসলেই কি কোন রাজনীতি হয়েছে কিনা বুঝতে পারছি না। নাকি মিডিয়ার ভূল সেটাও বুঝতে পারছি না। প্রত্যক্ষদর্শী একজন লাইন টেলিকাষ্ট এ বলেছেন ৭/৮ জন স্পটেই মারা গেছেন, তাহলে কোনটা সত্য? আর যদি মিডিয়া বাড়তি কাটতির জন্য এমন মিথ্যা তথ্য দিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত..

৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫

ডার্ক ম্যান বলেছেন: আসলে একটা ঘটনা ঘটনার পর প্রথমদিকে অনেক কথাই শোনা যায়।পরবর্তীতে যার কোন অস্তিত্ব থাকে না।আর সাংবাদিকের কথা কি বলবো? কিছু কইতে ডর লাগে।কোন দিক দিয়ে এসে আমারে আবার শিরোনাম বানিয়ে দেই।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

বিদ্রোহী বীর বলেছেন: হা ঠিকই বলেছেন। কাল রাতে দেখলাম এক লোকের স্ত্রী মারা গেছে আধাঘন্টা আগে, আর তার মুখের সামনে মাইক্রোফোন ধরে আছে। তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনতে চাইছে। এই মুহুর্তেতো মানুষের হুশই থাকে না। আসলে এই সাংবাদিকদের ইমোশন বলতে কিছুই নাই....

৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১

অস্তিত্বহীন বলেছেন: রাতে মনে হয় ঠিক ছিলো, সকালে হয়তোবা তথ্য পাল্টানোর আদেশ দেয়া হইছে।
.য় ব. বা..শাল।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

বিদ্রোহী বীর বলেছেন: আমার কাছেও সেটাই মনে হচ্ছে ....

৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১

বাংলার নেতা বলেছেন: আর যদি মিডিয়া বাড়তি কাটতির জন্য এমন মিথ্যা তথ্য দিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত..



সহমত+ +

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

বিদ্রোহী বীর বলেছেন: ধন্যবাদ

৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২

বাংলার নেতা বলেছেন: তাই বলি, ব্যাবস্থা টা কে নেবে, যেখানে রক্ষকই ভক্ষক হয়ে গদীনসীন!!

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২

বিদ্রোহী বীর বলেছেন: ব্যাবস্থা নেয়ার আশা করে বসে থেকে লাভ নেই... তার চেয়ে এইসবের সাথেই এডজাস্ট হয়ে যেতে হবে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.