![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা আমাদের মাফ করে দিও, আমরা তোমাদের ফিরিয়ে আনতে পারিনি। আজ যদি তোমরা বিমানে চড়তে তবে মাসের পর মাস আমরা তোমাদের খুজতাম। পৃথিবীর সকল দেশের নৌ বাহিনী, সেনা বাহিনী, বিমান বাহীনির ব্যর্থতার পর প্রয়োজনে স্যাটেলাইট দিয়ে তোমাদের খুজে বের করতাম। কিন্তু তোমরা সেটা করোনি, তোমরা একটা বস্তা পঁচা সস্তা লঞ্চে চড়েছ। কে তোমাদের মতো সস্তা লোকের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপচয় করবে? দেশের ফায়ার সার্ভিস, নৌ বহিনী কেন তোমাদের আবর্জনার পিছনে এতো সময় ব্যয় করবে? তার চেয়ে তোমাদের নাড়ী-ভূড়ি মাছের খাদ্য হলে দেশ মাছের অভয়াশ্রম হবে, প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আসবে দেশে। তোমরা কি এতদিন দেখনি ২৩৯ জন মানুষ নিয়ে সেই মালয়শিয়ার হারিয়ে যাওয়া বিমানটি আমাদের নৌবাহিনী কিভাবে খুজেছে? আমরা কেন পৃথিবীর সকল বাহিনীই এই খোঁজায় অংশ নিয়েছে, সকল সমুদ্রের যত পলিথিনের ঠোঙ্গা আছে সব পরিষ্কার করে ফেলা হয়েছে এই তন্ন তন্ন খোঁজ কার্যক্রমে। আর তোমাদের খোঁজার জন্য আমাদের নৌ বাহিনীর সময় সংকুলান হচ্ছে না, তোমাদের খুজতে তাদের ইচ্ছা করছে না... পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেইটুকু উদ্ধার কার্যক্রম হয়েছে সেইটাও তোমাদের ভাগ্য। তোমাদের ভাগ্য ভাল যে লঞ্চটি পানি থেকে টেনে তুলতে ৪০ ঘন্টা সময় লেগেছিল, যদি আরো কম সময়ে লঞ্চটি উদ্ধার হয়ে যেত তবে আরো আগেই উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা হতো। কারন সেখানে জাহাজটি তোমাদের উদ্ধার করার জন্য যায়নি, জাহাজটি গিয়েছিল কোটি টাকা দামের লঞ্চটি উদ্ধার করতে। তাই লঞ্চ উদ্ধার শেষ, খবরও শেষ, খোদা হাফেজ...
©somewhere in net ltd.