নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সর্বকালের সেরা দশ মানব

১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫০

The 100

১৯৭৮ সালে মাইকেল এইচ হার্ট রচিত একটি বই যাতে দুনিয়ার মহামানবদের মানব ইতিহাসে তাদের প্রভাবের কথা বিবেচনা করে র‌্যাংকিং করা হয়েছে।



প্রথম ব্যক্তিটি হলেন হযরত মোহাম্মদ সা:। হার্ট বলেন তিনি ছিলেন চুড়ান্তভাবে সফল, ধর্মীয় এবং সেক্যুলার দুটি জায়গাতেই।

The first person on Hart's list is Muhammad. Hart asserted that Muhammad was "supremely successful" in both the religious and secular realms.



১৯৯২ সালে বইটির যে দ্বিতীয় রিভিশন বার হয় তাতে লেলিন আর মাও সেতুংকেও জায়গা করে দেয়া হয়।



১৯৯২ সালে বইটির যে দ্বিতীয় রিভিশন বার হয় তার প্রথম দশ জন:



1 হযরত মোহাম্মদ সা: (c.570–632) ইসলাম ধর্মের প্রান পুরুষ। মুসলমানদের কাছে আল্লাহর প্রেরিত পুরুষ। শেষ নবী। সমাজ সংস্কারক, ডিপ্লোমেট, ব্যবসায়ী, দার্শনিক, বক্তা, আইন প্রনেতা, সমরনেতা।

2 আইজ্যাক নিউটন (1643–1727) ইংরেজ পদার্থবিদ, অংকবিদ, জ্যোতির্বিদ, প্রাকৃতিক দার্শনিক। মধ্যাকর্যন শক্তি আর গতির তিনটি সূত্রের আবিস্কারক।

3 যিশু খ্রিষ্ট (7–2 BC – AD 26–36) খ্রিষ্ট ধর্মের প্রান পুরুষ। ইসলাম ধর্মেরও একজন নবী।

4 গওতম বুদ্ধ (563 BC–483 BC) বুদ্ধ ধর্মের প্রনেতা। দার্শনিক এবং একজন শিক্ষক

5 কনফুসিয়াস (551 BC–479 BC) চীনের একজন চিন্তাবিদ, দার্শিনক। তার শিক্ষা এবং দর্শনের বিশাল প্রভাব রয়েছে, চীন, জাপান, কোরিয়া এবং ভিয়েতনামে।

6 সেন্ট পল (5–67) খ্রীষ্ট ধর্মের সবচাইতে বিখ্যাত মিশনারী।

7 কাই লুন (50–121) পেপারের আবিস্কারক

8 জোহানেস গুটেনবার্গ (1398–1468) জার্মান প্রিন্টার যিনি কিনা মেকানিকাল প্রিন্টিং প্রেস আবিস্কার করেছিলেন।

9 খ্রিষ্টফার কলোম্বাস (1451–1506) আমেরিমা মহাদেশের আবিস্কারক

10 আলবার্ট আইনষ্টাইন (1879–1955) জার্মান পদার্থবিদ। থিওরি অব রিলেটিভিটির জন্য বিখ্যাত।

তার বিখ্যাত আর একটি সূত্র হল E = mc2.





http://en.wikipedia.org/wiki/The_100

মন্তব্য ৫ টি রেটিং +৮/-৬

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৬

আজম আলী বলেছেন: গাজাখুরি তালিকা। কনফুসিয়াস আছেন পাঁচ নম্বরে অথচ প্লেটো কিংবা এরিস্টেটলের নাম নাই। আইনস্টাইনের নাম আছে দশ নম্বরে। পৃথিবীতে খৃস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে মুহম্ম কিভাবে ধর্ম প্রবর্তক হিসেবে যিশুর উপরে ওঠে?

মুহম্মদরে জীবন তো ব্যাভিচারে ভরা। তিনি পালিত পুত্রের সুন্দরী স্ত্রীকেও ভোগ করার জন্য তাকে বিয়ে করেছেন। তিনি বন্ধু কন্যা নাবালিকা আয়েশাকে বিয়ে করেছেন। তিনি ছিলেন একজন ডাকাত সর্দার। তিনি নিজ হাতে লুটের মাল তার সঙ্গী ডাকাতদের মাঝে বিতরণ করতেন।

২| ১৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

নিশাচর ছেলে বলেছেন: @আজম আলী

:D :D :D :P :P :P


আপনার কথা শুইনা হাসতেই আছি আছি । আর কি কি জানেন কইনচাইন দেহি

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৩

জিন্নাহ্ বলেছেন: তুই আযম আলী একটা কুত্তার বাচ্চা।

৪| ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫৫

আজম আলী বলেছেন: @ জিন্নাহ আপনি ব্যাভিচারী ডাকাত সর্দার মুহম্মদের খাস উম্মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.