![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
১ম যুবক: ধর্ম মানুষের উপর অনেক কিছুই চাপিয়ে দেয়, মানুষের স্বাধীনতা লংঘিত হয়।
২য় যুবক: সামাজিক, পারিবারিক জীবনেও মানুষকে অনেক নিয়ম মেনে চলতে হয়, তাতেও কি মানুষের স্বাধীনতা লংঘিত হয়?
১ম যুবক: ধর্মের চাপিয়ে দেয়া বিষয়গুলো বেশি কষ্টদায়ক, মুক্ত বিহংগের মত বাচতে চাওয়াটা কোন অন্যায় নয়। হাটুর নীচে কাপড় পড়তে হবে, নাচ গান করা যাবে না, অতিরিক্ত আমোদ ফুর্তি করা যাবে না, মদ খাওয়া যাবে না, মেয়েদের চাইতে দশ হাত দুরে থাকতে হবে, আরো কত কি! আমার সময় বেধে নামাজও পড়তে হয়।
২য় যুবক: কালকে অফিসটা হাফ প্যান্ট পড়ে করলেই হয়, অফিসে লাউড স্পীকারে হিন্দি চটুল গানের ব্যবস্থা করবেন, সাথে মদের ব্যবস্থা থাকলে ত কথাই নেই। কাজের ফাকে ফাকে মেয়েদের সাথে ইয়ার্কি ঠাট্টা মারতে ভুলবেন না। অফিসে যাবেন খেয়াল খুশিমতে ১০ কিংবা ১১টা যে কোন সময়ে, বসকে বলবেন অফিসে কাজটা ঠিকমত করলেই ত হল, ৯টায় সময় বেধে দিলে চলবে না। তারপর মাস শেষে বেতনটা হাসতে হাসতে নিয়ে আসবেন।
আপনি জীবিকা অর্জনের জন্য যে চাকুরিটা করছেন, তারা কয়টি টাকার বিনিময়ে আপনার জীবনের অনেকগুলো ঘন্টা কিনে নিয়ে অনেক কিছুই চাপিয়ে দেয়। আর মহান আল্লাহর আলো বাতাস গ্রহন ছাড়াও আরো হাজারটা নেয়ামত ভোগ করে কিছুটা কষ্ট স্বীকারে ক্ষতি কি?
দুই যুবকের মধ্যে কথা হচ্ছিল ছুটির দিনে। হঠাৎ করেই ১ম যুবকের মোবাইলটি বেজে উঠে। মোবাইলে কথা শেষ হতেই ১ম যুবক হন্তদন্ত হয়ে রওয়ানা দেয় অফিসে দিকে, বসের জরুরী তলবে। আর ২য় যুবকটি প্রস্তুতি নেয় নামাজ পড়ার।
একজন গেল মহান আল্লাহর গোলামী করতে, আরেকজন গেল মানুষের গোলামী করতে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫
মাহিরাহি বলেছেন: ইসলাম ধর্মের বিরুদ্ধে অনেকে এই অভিযোগ আনেন যে, ইসলাম ধর্ম মানুষের আমোদ ফুর্তিতে বাধ সাধে।
এটি মোটেও সত্যি নয়। যা কিছু বিধি নিষেধ আরোপ করা হয়, তা হল মানুষের মংগলের জন্য।
বৌদ্ধ ধর্মকে পশ্চিমারা সবচাইতে সহনশীল ধর্ম বলে বিবেচনা করে।
বৌদ্ধ ধর্মের নৈতিকতার মৌলিক কোডের কয়েকটি
১। মদ গ্রহণ করা থেকে বিরত থাকা
২। যৌন অসদাচরণ থেকে বিরত থাকা
৩। নাচ গান বাজনা থেকে বিরত থাকা
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সুন্দর লিখেছেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
মাহিরাহি বলেছেন:
"Do not engage in improper sexual conduct.
"Do not drink alcohol."
I undertake to abstain from singing, dancing, playing music, attending entertainment performances, wearing perfume, and using cosmetics and garlands (decorative accessories).
I undertake to abstain from luxurious places for sitting or sleeping
The Five Precepts of Buddhism.
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
বর্ষন হোমস বলেছেন:
খারাপ না।ভালই
তবে ইচ্ছে করলে এখানে হাজারটা প্রশ্ন তোলা সম্ভব।কিন্তু মন চাইছে না।তাই আর করলাম না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
মাহিরাহি বলেছেন: প্রশ্ন করতেই পারেন।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
বর্ষন হোমস বলেছেন:
ঐ যে বললাম মন চাইছে না।অনেক করেছি।
শুভকামনা রইল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৬
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৩
:/ হাসান বলেছেন: ছাগলের বাচ্চা গুলা মানতেই চায় না। গরু ছাগলের দল। সেকুলার বান্দরের বাচ্চা সব।
ভাই সুন্দর কথা বলসেন। যতই বলেন যতই প্রমান দেখান কোন লাভ নাই। যারা মানবেনা তাদের এগুলা বলার কোন দরকার নাই। মানবেনাতো! পিঁপড়ার বাচ্চা গুলা দুর্গা মায়ের পা ধুইয়ে পানি খাইতে যায় কিন্তু জীবনেও নামায পরেনা। যাস্ট ইগ্নোর দেম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৬
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩
লুসিফার ০১ বলেছেন: আমার বুঝে আসে না যে, মানুষ কিছু টাকার জন্য অন্যের গোলামী করতে গিয়ে তার আরাম হারাম করে দেয়! অথচ সে যে এসব গোলামী করছে যার দয়ায় তার কথা বলতেই জ্বলে উঠে। আমার সত্যিই অবাক লাগে ওদের কথা শুনলে। ওরা কি সত্যিই চিরজীবী?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, একটি সুন্দর মন্তব্যের জন্য।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬
ফ্রিটক বলেছেন: +++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬
নাছির উদ্দিন চৌধুরী বলেছেন: চমৎকার হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯
ধানক্ষেতের ইঁদুর বলেছেন: ঠিকই। আল্লাহর এত রহমত পেয়েও মানুষ তার নিজের লাভের জন্যও আল্লাহর হুকুম পালন করে না। আর ২০-২৫ হাজার টাকার জন্য সারামাস গোলামি করে।