নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

মুসলমানেরা দায়ী নীচের কোন সব অরাজকতার জন্য!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

এক খ্রীষ্টান এক মুসলমানের উপর বেশ খাপ্পা। তার ভাষ্যমতে সারা দুনিয়াতে মুসলমানেরা অরাজকতা সৃষ্টিকারী। মুসলমানেরা দুনিয়ার জন্য ক্যান্সারের মত। কিন্তু একসময় ঐ খ্রীষ্টান মুচকি হেসে বলল, তবে মজার ব্যপার কি জান, একসময় তোমরা নিজেদের মধ্যে মারামারি করেই বিনাশ হবে। বাইরের শত্রুর কিছু করা লাগবে না।
মুসলমানটি কিছুক্ষন চুপ করে থেকে, তারপর খুব উদ্বেগের সাথে বলল, তাহলে রাশিয়ার ৮০০০, আমেরিকার ৭৩০০, যুক্তরাষ্ট্রের ২২৫, ফ্রান্সের ৩০০ নিউক্লিয়ার বোমার কি হবে। ঐগুলান কার মাথায় ফেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন। তার মতে ইসলাম একটি দুষ্ট ক্যান্সার।
মিথ্যাচারের জন্য মাইকেল ফ্লিনকে বরখাস্ত করা হয়েছে। রাশিয়ার ব্যপারে মিথ্যা তথ্য দিয়েছিল এই অবসরপ্রাপ্ত জেনারেল। ঠিক একই ভাবে ইসলামের ব্যপারে মিথ্যে বলতে গলা কাপেনি এই দুষ্ট জেনারেলের। পৃথিবীর সত্যিকারের ক্যান্সার এরাই। সারা দুনিয়ায় যুদ্ধ লাগিয়ে দিয়ে জমজমাট অস্ত্র ব্যবসার ফন্দি আটে এরা। মাঝখান দিয়ে দোষ চাপাতে চায় মুসলমানদের উপর।

২০১৫ সালের একটি সমীক্ষা অনুযায়ী, খ্রিস্টানদের সম্পদের পরিমাণ মোট বিশ্বের সম্পদের ৫৫%, মুসলিমদের ৫.৮%, হিন্দুদের (৩.৩%) এবং ইহুদীদের ১.১%। বাকি সম্পদের মালিক নাস্তিক এবং অন্য ধর্মের লোকেরা যার পরিমাণ ৩৪.৮।

ক্ষুধা বিশ্বের মৃত্যুর ১ নং কারণ. তারপর এইডস, ক্যান্সার ইত্যাদি।

বিশ্বের দীর্ঘকালব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮২ কোটি মানুষ।

আজকের সংবাদ - দক্ষিন সুদানে দূর্ভিক্ষ ঘোষনা করা হয়েছে। সেখানকার একটি বড় অংশ খ্রীষ্টান, মুসলমান নেই বললেই চলে। খ্রিস্টানদের সম্পদের সামান্য একটু অংশ দিলেওত এই দূর্ভিক্ষ থাকার কথা নয়।

ক্ষুধার্তদের এক তৃতিয়াংশের বাস ভারতে।

২০ কোটির উপর ভারতীয়রা আজ রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাবে।


৭০০০ এর চাইতে বেশি ভারতীয় প্রতিদিন ক্ষুধায় মারা যায়। ২৫ লাখ মারা যায় সারা বছরে।

ভারতে মুসলমানদের সন্ত্রাসী হামলায় মারা যায় বছরে কত জন!

ওপরের সব অরাজকতার জন্য মুসলমানদের দায়ী করতে চায় যারা, তাদের কি বলবেন!

যারা ভারতীয় হিন্দি সিনেমা আর নাচগানে মজে আছেন, তাদের কাছে, আমাদের দেশে এই সংষ্কৃতি আমদানী করার মতলব কি, জানতে চাই। জাতির বড় একটা অংশ নাচ গানে ভুলিয়ে রেখে পকেট ভারী করা?






মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

মাহিরাহি বলেছেন: http://www.bhookh.com/hunger_facts.php

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


"৭০০০ এর চাইতে বেশি ভারতীয় প্রতিদিন ক্ষুধায় মারা যায়। ২৫ লাখ মারা যায় সারা বছরে।
ভারতে মুসলমানদের সন্ত্রাসী হামলায় মারা যায় বছরে কত জন! "

মনে হয়, ভারতে মুসলমানদের সন্ত্রাসী হামলায় তেমন মরছে না, হামলা বাড়ানোর দরকার?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

মাহিরাহি বলেছেন: Click This Link

Maoists fourth deadliest terror outfit after Taliban, IS, Boko Haram: Report

data also said that between 2010 and 2015, 2,162 civilians and 802 security personnel were killed by Naxals.

মাওবাদীদের মতে ক্ষুধার্ত মানুষদের জন্য তাদের এই সংগ্রাম।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

মাহিরাহি বলেছেন: Wealth and religion

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের সমস্যা হলো, শিয়া ও কুর্দীরা সুন্নী হত্যা করছে; সুন্নী ও ওয়াহবী মিলে শিয়া ও কুর্দীদের হত্যা করছে; নিজেদের দেশ ও সম্পদ বিনস্ট করছে।

মুসলমানেরা আধুনিক শিক্ষাকে "কুফরী শিক্ষা" নাম দিয়ে মানুষকে শিক্ষিত হতে বাধা দিয়ে আসছে। মুসলমানেরা শিক্ষার থেকে বেশী টাকা ব্যয় করে অস্ত্র কিনে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০

মাহিরাহি বলেছেন: মুসলমানদের সমস্যা.......
ঠিক আছে।

সারা পৃথিবীর সমস্যাটা কি?

আমার পোষ্টে তা বলা হয়েছে, বোঝার চেষ্টা করুন।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

মাহিরাহি বলেছেন: বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ
যুক্তরাষ্ট্র
রাশিয়া
জার্মানি
ফ্রান্স
যুক্তরাজ্য
চীন
ইতালি
স্পেন
ইসরাইল
নেদারল্যান্ডস
ইউক্রেইন্
সুইডেন
সুইজারল্যান্ড
কানাডা
দক্ষিণ কোরিয়া

বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ
ভারত
সৌদি আরব
চীন
ইন্দোনেশিয়া
ভিয়েতনাম
তাইওয়ান
সংযুক্ত আরব আমিরাত
অস্ট্রেলিয়া
ওমান
সিঙ্গাপুর
পাকিস্তান
আজেরবাইজান
ইরাক

https://en.wikipedia.org/wiki/Arms_industry

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


মুসলমান দেশ ও আরব দেশ সমুহের মাঝে আলজিরিয়ার দোষ কেহ দিচ্ছে না কেন?

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি ধর্ম-কর্মে তেমন আচারি না তবুও কট্ করে চোখে বেঁধে।।
আজ বিশ্ব এই একটা গোলকধাধায় ঘুরছে।। পথ খুজে পাচ্ছে না।। উদাহরনঃ আগে ছিল স্বাধীনতার সংগ্রাম এখন সেটাই দাড়িয়েছে মৌল বা মুসলিম জঙ্গী!! আর কত অবাক হবো।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০৪

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

আলোর দলে বলেছেন: আজ অনেক কিছুই জানতে পারলাম। আসলে কেও যদি আপনার মন্দ কাজগুলো খুজেবেরায় তা হলে তার চোখে আপনার ভাল কাজগুলো কখনই পরবে না।

১০| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫০

মিঃ আতিক বলেছেন: বর্তমানে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান অন্য যে কোন সময়ের চেয়ে ভালো।

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:০১

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আগামীতে শীর্য ২০ অর্থনৈতিক শক্তির অনেকগুলোই হবে মুসলিম দেশ।

১১| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: আমার মনে হয় মুসলিমরা তাদের ধর্মীয় রীতি- নীতি থেকে আজ অনেক দূরে।
এরকম হওয়ার অনেক কারণ আছে।
একটি হলো কম লেখাপড়া করা।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬

এম. সাইফ বলেছেন: মাহিরাহি ভাই চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। আর সবার কথার জবাব দিতে নেই কারণ অনেকেই জানতে আসে না বরং খোঁচাতেই পছন্দ করে। যতই দলিল প্রমান কিংবা চোখে আঙ্গুল দিয়ে বোঝান না কেন দিন শেষে তালগাছটা তাদেরই চাই ;) বেহুদা প্রশ্নের উত্তর না দিয়ে বরং সুন্দর আরেকটি পোস্ট করুন, আমরা উপকৃত হই। আগাম শুভেচ্ছা।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

‍সাদ্দাম বলেছেন: অসাধারণ

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.