![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
নিচের সমস্যাগুলো সমগ্র বাংলাদেশের মানুষের সমস্যা।
বাংলাদেশে কয়েক কোটি মানুষ পেট পুরে খেতে পায় না। বাংলাদেশের পথশিশুর সংখ্যা ৪০ লক্ষ। ঢাকার ১ কোটি ৩০ লক্ষ লোকের মধ্যে সত্তর-আশি লক্ষ মানুষ বস্তিতে অথবা সেমি-বস্তিতে বাস করে।
বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রোগে রোগাক্রান্ত। আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় তিন কোটি।
বাংলাদেশে এখনো ৩ কোটি ৮৫ লাখ দরিদ্র মানুষ রয়েছে, যা মোট জনগোষ্ঠীর ২৪ দশমিক ৪৭ শতাংশ। দেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা ১ কোটি ৫৭ লাখ, যা মোট জনগোষ্ঠীর ১০ দশমিক ৬৪ শতাংশ।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলাবদ্ধতা, নদী ভাঙন, নদীর নাব্য হ্রাস, টর্নেডো ও ফসলি জমিতে লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। বিশ্বের সবচাইতে দূষিত শহরের তালিকায় আছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।। সেই সঙ্গে আছে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও গাজীপুরও।
বড় একটা ভুমিকম্পের ঝুকিতে আছে ঢাকা।
থেমেসিসের মুর্তি নিয়ে কারো কারো আহাজারি শুনে মনে হয়, এরা বাংলাদেশে জন্মগ্রহণ করেনি। ধনাঢ্য পিতামাতা এদেরকে বড় করেছে, পাশ্চাত্যের কোন দেশে। যার ফলে এরা মোটেও জানে না বাংলাদেশের আসল সমস্যা কোনটি।
২| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
সমস্যাগুলোর সাথে যোগ হচ্ছে, থেমেসিসের মুর্তি; আরেকটা সমস্যা বাড়লো।
হেফাজত সরকারের অবস্হা বুঝার চেস্টা করছে।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
মাহিরাহি বলেছেন: এটাকে সমস্যা বানানোর পায়তারা চলছে।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০০
সচেতনহ্যাপী বলেছেন: শ্রেফ ইস্যু।। আর প্রতিটাই নিয়ে আসছে আরেকটাকে ঢাকতে।। কারন আমরা ইস্যুভিত্তিক নাগরিক
।।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
মাহিরাহি বলেছেন: এক একটা ইস্যু তৈরি করে ফায়দা লোটা।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২১
ডঃ এম এ আলী বলেছেন:
গুগলে থাকা গ্রীক বিচারের দেবী থেমেসির একটি ইমেজ ( যদিও থেমেসির রয়েছে বহুবিদ ইমেজ )
উপরের ইমেজটিকেই দেখা যাচ্ছে কপি করে শাড়ী পরিয়ে সুপ্রিম কোর্ট বিল্ডিংএর সামনে স্থাপন করা হয়েছে । এটা কতটুকু নৈতিক বা শিল্প সমৃদ্ধ ও বাংগালী সংস্কৃতির ধারক তা মুল্যায়ন করে দেখুক সকলেই ।
নকল করা এমন একটি আংশিক বিকৃত শিল্পকর্ম দেশের সর্বোচ্চ আদালতের সামনে মাথা উচু করে দাঁড়িয়ে থাকে কেমনে? হেফাজতিদের কথা বাদ দিয়ে শুধু এ প্রসঙ্গে দেশের শিল্প বোদ্ধাদের কাছেই এখানে আপনার পোষ্টের মন্তব্যের ঘরে প্রসঙ্গক্রমে প্রশ্ন রেখে গেলাম দেশের সর্বোচ্চ আদালতের সামনে এমন একটি নকল করা দৃশ্য দেখতে কেমন লাগে, এটাই কি দেশের ন্যয় বিচারের মানদন্ড ? নাকি এটাই বিচারের গ্রীক দেবী থেমেসী হতে অনুকরনীয় নীতি ?!!!!
ধন্যবাদ পোষ্টের সুন্দর লিখনীর জন্য ।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৩
৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
অতঃপর হৃদয় বলেছেন: কি আর বলি!!
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১২
মাহিরাহি বলেছেন: বলে কোন লাভ নেই!
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
মাহিরাহি বলেছেন: মজার বিষয় হল এই যে, উপরে বর্ণিত সমস্যায় জর্জরিত বাংলাদেশের সিংহভাগ মানুষের যে বিশ্বাস, তার বিরুদ্ধেই অবস্থান এই থেমেসিসের মুর্তি, আর এই মুর্তি নিয়েই মায়াকান্না সংখ্যালঘু কিছু সুবিধাভোগি মানুষের। যাদেরকে বাংলাদেশের কোন সমস্যাই ষ্পর্শ করেনা।