নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিশ্রুত কবি মাওলানা রুমী (র) কিছু বিখ্যাত উক্তি

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

নিঃশব্দতা আল্লাহর ভাষা, আর বাকি সবকিছুই খুবই বাজে অনুবাদ

Silence is the language of God, all else is poor translation

যেখানে দেখিবে ছাই, ওড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পার রত্ন
Where There Is Ruin, There Is Hope For A Treasure

গলা বাড়িয়ো না তোমার বাক্যগুলোকে বড় করে তোলো, বৃষ্টিতে ফুল ফোটে, মেঘের গর্জনে নয়।
Raise your words, not your voice. It is rain that grows flowers, not thunder.

শুধুমাত্র হৃদয়ের সৌন্দর্যই হল চিরস্থায়ী সৌন্দর্য'
'The only lasting beauty is the beauty of the heart'

আমি জানলাম প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি এও জানি খুব কম মানুষই জীবনের স্বাদ নিতে পারে।

"I learned that every mortal will taste death. But only some will taste life."

ভালবাসা হল তোমার এবং আর সব কিছুর মধ্যে সেতুবন্ধন

love is the bridge between you and everything

হৃদয়ের যে ক্ষত, সেখান দিয়েই আলো প্রবেশ করে।

''The wound is the place where the light enters you'',

দুঃখ করো না। যা কিছু হারিয়েছো আজ তা আবার ফিরে আসবে তোমার কাছে অন্য এক রুপে।

'Don't grieve. Anything you lose comes round in another form.'

দু:চিন্তা কোরোনা,
চিন্তা কর কে চিন্তাকে সৃষ্টি করেছেন।

কেন নিজেকে কারাগারে আটকে রাখবে
যখন দরজাটি খোলা তোমার সামনে।

Be empty of worrying.
Think of who created thought!

Why do you stay in prison
when the door is so wide open?


তোমার জন্ম ডানা নিয়ে, তাহলে কেন জীবনভর হামাগুড়ি দিয়ে চলা
You were born with wings, why prefer to crawl through life


প্রতিটি ঘষাই যদি বিরক্ত ঘটায়, তাহলে তোমার অন্তর পরিষ্কার হবে কিভাবে?
If you are irritated by every rub, how will you be polished?


যা তুমি ডালপালার মধ্যে খুজে বেড়াচ্ছ তা হয়ত শিকড়েই আছে

“Maybe you are searching among the branches, for what only appears in the roots

বুদ্ধি যেখানে ডুবে মরার ভয়ে পালিয়ে বেড়ায়, সেখানে ভালবাসার কাজই হল সাগরের জলে ডুবে মরা।

The intellectual runs away, afraid of drowning; the whole business of love is to drown in the sea.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩২

ইসফানদিয়র বলেছেন: এত ভালো ভালো কথা

২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.