নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার যত কান্না কোরবানির গরু ছাগলের জন্য, নেই কোন বিকার মুসলিম নিধনে!

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

হিটলার নিরামিষভোজী ছিলেন। পশুপাখিকে খুবই ভালবাসতেন। তার সাথে অতিথিরা যখন ভোজসভায় অংশগ্রহন করতেন তখন তিনি তাদেরকে শুনাতেন কি নৃশংসভাবে পশুগুলোকে জবাই করা হয় কসাইখানাতে। ফলে অভ্যাগতরা লজ্জায় মাংস খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতেন। হিটলার সৈন্যদের জন্য খাদ্য হিসাবে ফলমূল আর শাকসব্জিকে প্রাধান্য দিতেন। পশুপ্রেমি হিটলারের পশু মারতে গিয়ে কলজে কেপে উঠলেও লক্ষ কোটি মানুষ মারতে তার মন একটু কাপেনি।

মাঝখানে বলে রাখি অনেকে মনে করেন হিটলার নাস্তিক ছিলেন। যদিও ধরা হয়ে থাকে তিনি নামে মাত্র ক্যাথলিক ছিলেন। কখনো কোন ধর্মীয় কার্যকলাপে তার অংশগ্রহন ছিল না। আরো মজার ব্যপার তিনি চেয়ে ছিলেন রাইখ (জার্মান, অস্ট্রিয়া?) থেকে খ্রীষ্ট ধর্মকে সমুলে উৎপাটন করে দিতে।

প্রায়শ:ই না জেনে এটি বলা হয়ে থাকে মুসলমানেরা গো হত্যায় সবচাইতে এগিয়ে।

অথচ পরিসংখ্যানে দেখা যায় পার কেপিটা মিট কনজাম্পসনের তালিকার প্রথম ৫০ টি দেশের ৩টি কি ৪টি মুসলিম দেশ। কাজাখাস্তান, সৌদি আরব, তুরস্ক।

অথচ প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে (১০) চেক প্রজাতন্ত্র, ইউরোপের সবচাইতে নাস্তিকদের বাস যে দেশটিতে। আজ সবচাইতে বেশি শুয়োর খায় যে ডেনমার্ক সেখানে নাস্তিকেরা আনুপাতিক হারে পৃথিবীর ৩য় স্থান দখল করে আছে।২য় স্থানে আছে চেকরা। ১৯ নাম্বারে আছে চীন

পৃথিবীতে মাংস গ্রহনের (মাথাপিছু কেজি) তালিকা দেখুন।

kg/প্রতিজন (২০০৯)
বাংলাদেশ 4 ইসলাম ধর্ম

অস্ট্রেলিয়া ১১১.৫

যুক্তরাজ্য ৮৪.২

মার্কিন যুক্তরাষ্ট্র ১২০.২

ভারত ৪.৪ হিন্দু ধর্ম

থাইল্যান্ড ২৫.৮ বৌদ্ধ ধর্ম ৯৩.২০% (বৌদ্ধ ধর্মে প্রানী হত্যা মহাপাপ)

জাপান ৪৫.৯ শিনতো ধর্ম ৬৭%

শ্রীলঙ্কা ৬.৩ বৌদ্ধ ধর্ম ৭০.২%


থ্যাংকস গিভিং ডের প্রধান মেনু হল টারকি। থ্যাংকস গিভিং ডে, যা কানাডাতে ঘটা করে পালন করা হয়, শ্রষ্টাকে ধন্যবাদ জানানোর জন্য, ভাল ফসলের জন্য। তাহলে এটাও কি উতসব করে একটি প্রানি হত্যা নয়কি।
প্রায় সাড়ে চার কোটি টারকি খাওয়া হয় এই দিনটিতে।

About 45 million Turkeys (15% of population of Turkeys) are eaten for Thanksgiving each year and another 35% of the population is killed the rest of the year. About 50% of the turkey population is killed each year. I think.


তারপরও মুসলমানের পশুদের সাথে দয়াহীন আচরন করে থাকে।


আজকে পশুপ্রেমিরা খুব সচেতন।এরা খুবই মানবতাবাদি । মানুষের চাইতে অনেক অনেক কম অনুভুতি সম্পন্ন গরুর সাথে আমাদের মুসলমানদের আচরনের ব্যপারে (বিশেষ করে কোরবানির গরুর ক্ষেত্রে)অনেক ব্লগার সোচ্চার হয়েছেন। সভ্য দেশের মানুষগুলো নাকি এব্যাপারে প্রচন্ড সহানুভুতিশীল(গরুদের প্রতি)। কিন্তু সভ্য দেশের মানুষগুলো একই প্রজাতির মানুষের (কিন্তু মুসলমান) প্রতি মাঝে মাঝে কেন এত নির্দয় আচরন করে থাকে তা অনেকসময় বোধগম্য নয়।

ভারতে গরুর দাম এখন মুসলমানদের চাইতে বেশি। গরুর জন্য মুসলমান মারতে দ্বীধা হয় না।

তাই ব্লগে যারা গরুর জন্য কান্নাকাটি করছেন, তাদের প্রচ্ছন্ন সমর্থন থাকছে, গরুর জন্য মুসলমান নিধনে।

মিয়ানমারে মুসলিম নিধন, ইরাক আফগানিস্তানে মার্কিন বাহিনী কর্তৃক মুসলিম নিধন, ইসরায়েল কর্তৃক ফিলিস্থিনি নিধন, ভারত কর্তৃক কাশ্মিরী নিধন - মানব সভ্যতা বিকারহীন।
মুসলমান কর্তৃ গরু নিধন - মানব সভ্যতা সোচ্চার।



তাই একটি কার্টুনচি্ত্র দিয়ে শেষ করছি আজকের আলোচনা।
নদীর একপারে তৃত্বীয় দুনিয়ার একলোক কয়টা লাকড়ি জ্বেলে তার প্রয়োজন মিটাচ্ছিল যখন তখন প্রথম দুনিয়ার একলোক নদীর ওপার থেকে হম্বিতম্বি করে বলছিল, তুমি মিয়া পরিবেশ নষ্ট করছ গাছ কেটে আর ধুয়া উড়িয়ে।
অথচ তার পেছনেই বড় বড় সব কারখানার চিমনি থেকে গলগল করে কালো ধোয়া বেরিয়ে সমগ্র আকাশকে অন্ধকার করে দিচ্ছিল

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

মাহিরাহি বলেছেন: পৃথিবীর যে দেশটির মানুষ সবচাইতে কম মাংস খায়।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

যাযাবর চখা বলেছেন: সভ্যতার সংগারই কোন ঠিক নাই, গরীব দেশের কাছে একরকম, বড়লোক দেশের কাছে আর একরকম। সুতরাং সভ্যতার কান্নারও কোন দাম নাই।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

মাহিরাহি বলেছেন: পৃথিবীর মানুষ এখনো সভ্য হতে পারেনি।

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

চেংকু প্যাঁক বলেছেন: নাস্তিক মুরতাদরা এখনো ল্যাদাইতে আসে নাই?

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মাহিরাহি বলেছেন: ওদের টার্গেট শুধুমাত্র মুসলমানেরাই।

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




লজিক্যালি বলেছেন। ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মাহিরাহি বলেছেন: অনেকদিন পরে মন্তব্য পেয়ে ভাল লাগল।

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুসলমানরা মুসলমান হতে পারেনি বলেই আজ এই অবস্থা!

হিপোক্রেটরা হিপোক্রেসি করবেই। আমার মোকাবেলার অবস্থানটা কত মজবুত ???

মুসলিম শিরোমনি দেশই ভ্রাতৃঘাতি যুদ্ধে জড়িত! পাড়া-পড়শীতো আমাদের মারবেই!

গলদ যে গোড়াতেই...

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মাহিরাহি বলেছেন: আমাদের অসহায়ত্বের জন্য আমরাই দায়ী।

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২০

বারিধারা বলেছেন: ভাই, একটা ভুল জেনে বসে আসেন। কেউ গরু ছাগলের প্রতি মায়া মহব্বত দেখায়না। কুরবানী সম্পর্কে যারা লিখতে আসে, তারা প্রকাশ্যে রাস্তাঘাট নোংরা করে কোরবানী করা নিয়ে বলতে আসে - কেউ মানবতা দেখাতে আসেনা।

সরকার চেষ্টা করছে কোরবানির পরে বাতাসে যে বর্জ্যের গন্ধ ভেসে বেড়ায়, তা থেকে নগরবাসীকে একটু স্বস্তি দিতে - এটিকেই অনেকে উলটাপালটা ভেবে বসে আছেন

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: শরিয়তের কোন হুকুম আহকাম নিয়ে ঠাট্টা মশকরা করার কোন অবকাশ নেই। অতিরঞ্জিত যিনি করবেন, যিনি শরিয়তের কোন হুকুম আহকাম নিয়ে বির্তক সৃষ্টি করবেন, মশকরা করবেন তিনি শরিয়তের গন্ডি হতে খরিজ হয়ে যাবেন। এটাই সর্বগ্রহণযোগ্য মাসআলা। সুতরাং কথা বলতে গিয়ে সাবধান আমার কথায় না মূলে আঘাত আসে।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মাহিরাহি বলেছেন: ঠিক বলেছেন।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০

টারজান০০০০৭ বলেছেন: বারিধারা কি মলম লাগাইতে আইছে নাকি নুনের ছিটা দিতে আইছে !

বর্জ ব্যাবস্থাপনার উন্নতির কথায় কে সমর্থন দিবে না ? গত কয়েক বছরে লক্ষণীয় উন্নতিও হইছে সত্যি ! পাঁঠাদের টার্গেট তো কুরবানী বন্ধ করা ! একারণেই ইনিয়ে বিনিয়ে তাহাদের পশুপ্রেম মানব প্রেমের চাইতেও ফেনিয়ে উঠতাছে ! শালাগো শুয়োরের সাথেই বিয়া দেওনের দরকার !

আরেক বিচিহীন দল সব দোষ মুসলমানদেরই দেখে ! আত্মসমালোচনা দরকার নিজেদের সংশোধনের জন্য , যেন যে ভুল হইয়াছে তাহা ভবিষ্যতে আর না হয় ! তাই বলিয়া আত্মসমালোচনা করিতে করিতে নিজের গোয়ায় বাশ নেওয়াটা বুদ্ধিমানের কাজ নহে ! বিভক্তি কাহাদের মধ্যে নাই, দলাদলি গলাগলি কাহাদের মধ্যে নাই ? সবার মধ্যেই আছে ! বাকিরা নিজেদের স্বার্থে এক হইতে পারতাছে, মুসলমান পারতাছে না ! ইহাতেই পার্থক্য। তাই বলিয়া সারা দুনিয়ায় মুসলমান নিধনের জন্য মুসলমানদের অনৈক্যই দায়ী , মুসলমান নিজেরাই দায়ী, ইহা বলা তাহাদের বিচিহীন চরিত্রেরই বহিঃপ্রকাশ ! সাধিয়া নিজের গোয়ায় বাশ নেওয়াতে তাহারা কি আনন্দ পায় বুঝি না ! আরে শালা জাগিয়া দেখ, তুই কি গাধার পিঠে চড়িয়া আছিস নাকি ঘোড়ার পিঠে !

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: নাস্তিকরা কোনো পশু মায়া বা অন্য কোনো দোয়া নয়। মুসলমানরা কুরবানী দেয় কেন এই জন্য তাদের চুলকানি।
দোজখের আগুন বাড়ানোর জন্য এদের কাজে আসবে।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

মাহিরাহি বলেছেন: মুসলমানরা কুরবানী দেয় কেন এই জন্য তাদের চুলকানি।

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মুসলিমরাই সারা বিশ্বে এখন বেশি নির্যাতিত। দেখার কেউ নেই। নেই সমাধান, নেই প্রতিকার।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭

প্রত্যুশ্যা বলেছেন: Click This Link
please check....

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

মানিজার বলেছেন: আত্মসমালোচনা করিতে করিতে নিজের গোয়ায় বাশ নেওয়াটা বুদ্ধিমানের কাজ নহে ! :-P
বানী দিয়াছেন টারজান সাব ।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিয়ানমারে মুসলিম নিধন, ইরাক আফগানিস্তানে মার্কিন বাহিনী কর্তৃক মুসলিম নিধন, ইসরায়েল কর্তৃক ফিলিস্থিনি নিধন, ভারত কর্তৃক কাশ্মিরী নিধন - মানব সভ্যতা বিকারহীন।
মুসলমান কর্তৃ গরু নিধন - মানব সভ্যতা সোচ্চার।
হায়রে মানব সভ্যতা!!!

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে
পশু হত্যার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারী।
নির্বোধ মানবতা !

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

সচেতনহ্যাপী বলেছেন: আসলে প্রেম-ট্রেম কিছু না।। বিতর্কটা একটু উস্কে দেয়া!! আর এখন রাজনৈতিক কারসাজীতে দোষী তো মুসলিমরাই।। সুযোগতো এখনই।।
যুক্তিপূর্ন লেখাটি আসলেই ভাল লেগেছে।।

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.