নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

ইউটিউবে আমার প্রথম ভিডিও আপলোড করলাম

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

জাপানি ভাষা যারা শিখতে চান, তাদের জন্য এই ভিডিও।

জাপানে পড়াশুনার জন্য আপনাকে জাপানি ভাষা জানতে হবে।

যারা JLPT N5 পরীক্ষায় অংশগ্রহন করতে চান তাদেরকে, ৮০০টি শব্দ জানতে হবে। JLPT N5 এর জন্য প্রয়োজনীয় শব্দসমূহের প্রথম কয়টি ভিডিওটিতে প্রদর্শন করা হয়েছে।
JLPT N5 পরীক্ষা জন্য প্রয়োজনীয় কানজিগুলোতে রং যুক্ত করা হয়েছে।

JLPT N5 এর জন্য প্রয়োজনীয় শব্দসমূহ



ভিডিওটি পাওয়ার পয়েন্টে তৈরি করে শব্দ যোগ করা হয়েছে। পরে পাওয়ার পয়েন্ট ডকুমেন্টটিকে ভিডিওতে কনভার্ট করেছি

জাপান সরকারের বৃত্তি (স্কলারশীপ) কর্মসূচি


日本語能力試験 বা নিহোংগো নোরিয়োকু শিকেন বা JLPT


জাপানি ভাষার জন্য আমার সাইটের ঠিকানা:

জাপানি শিখুন

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

Nok Naim বলেছেন: আমি কিছুদিন থেকে ট্রাই করছি জাপানি ভাষার কমন ওয়ার্ড গুলো। জাপানি ভাষায় আপনার স্কিল কেমন???

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

মাহিরাহি বলেছেন: নিহোংগো নোরিউকো শিকেনের লেভেল ১ (Japanese Language Proficiency Test ( JLPT), Level 1) পাস করেছি।

http://www.banguradeshu.com/tajju.html

জাপানি ভাষার অনুবাদক হিসাবে কাজ করছি ১০ বছরেরও বেশি সময় ধরে।

২| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: গুড।

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

মাহিরাহি বলেছেন: ありがとうございました

আরিগাতোগোজাইমাশিতা
ধন্যবাদ

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: 나 는 일본 초하요, কোরিয়ান শিখার চেস্টায় আছি। কিন্তু কোন উন্নতি নাই, আর জাপানিজ অক্ষর দেখলেই মাথা ঘুরায়।

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

মাহিরাহি বলেছেন: কোরিয়ান ভাষা জাপানিজের চাইতে সহজ হওয়ার কথা। কানজি বোধহয় নাই।

তবে কোন কোরিয়ানের সাথে মাঝে মাঝে কথা বলতে পারলে, উন্নতি করতে পারবেন সহজেই।

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: হ্যা। কোরিয়ান ভাষা তুলনামূলক সোজা। সারাদিন তো কোরিয়ানদের সাথে ই থাকি, তারপর ও উন্নতি হচ্ছে নাহ, আসলে অন্য ভাষার শিখার আগ্রহ পাচ্ছি নাহ।

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

মাহিরাহি বলেছেন: ২য় একটি ভাষা জানাটা আপনার মস্তিস্কের জন্য ভাল।

Speaking Two Languages Delays Dementia - Alzheimers.net

http://www.telegraph.co.uk/news/science/science-news/12156709/Students-should-learn-second-language-to-prevent-dementia-in-later-life.html

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

অবনি মণি বলেছেন: ভালো।

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

মলাসইলমুইনা বলেছেন: @ অবনি মণি: জাপানীজে বাংলাদেশকে banguradeshu বলছে (http://www.banguradeshu.com/tajju.html)! তাহলে জাপানীজি শিখবো না |এতো কঠিন ভাষা -সোজা সাপ্টা বাংলাদেশকে এতো কঠিন করে উচ্চারণ, মাই গড ! সায়োনারা !

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মাহিরাহি বলেছেন: ছায়োনারা

৭| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

শামচুল হক বলেছেন: কোরিয়ান ভাষা কিছুই বুঝি না।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

মরুসিংহ বলেছেন: আপনার বাড়ী আখাউড়া জেনে ভাল লাগলো। আমার প্রাইমারী জীবন ওখানেই কাটিয়েছি। কিশলয় কিন্ডারগার্টেন। এখনও আছে কিনা জানি না। আমাদের বাসা ছিল অফিসার্স কোয়াটারে, মালদার পাড়া নাকি রাধানগরের পাশে এখন ঠিক মনে নেই। আমার ভাইয়া আবার রেলওয়ে স্কুলেই পড়েছেন। আপনিও একই স্কুলের তাই বললাম। ভালো থাকবেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

মাহিরাহি বলেছেন: শুনে ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.