নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমাদের খেয়ে পড়ে যারা পশ্চিমাদের বন্দনায় দিন কাটান

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

আফিম চাষের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাার ফসল ধ্বংস করেছিল, ধান মজুদ করতে দিত না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দায়ী ছিল 'ছিয়াত্তরের মন্বন্তর' ( ইংরেজি: Bengal famine of 1770) ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষের জন্য, পশ্চিম বাংলা, বাংলাদেশ সমেত আশে পাশের এলাকায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ক্ষতিগ্রস্ত অঞ্চলের জনসংখ্যার এক তৃতীয়াংশ মৃত্যুবরণ করেছিল এই দুর্ভিক্ষে। এর পরও এই কর্পোরেটের আয়ে কমতি ঘটেনি, বরং বেড়ে গিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে অর্থ সম্পদ বাগিয়ে নিয়েছিল স্থানীয় কিছু ইংরেজি শিক্ষায় শিক্ষিত দালালদের সহযোগিতায়।

এ দালালেরা এখন পশ্চিমা কোন দেশে হামলায় দু একজন মারা গেলে কান্নাকাটি জুড়ে দেয়। তৃতীয় বিশ্বের মূর্খ মানুষদের চৌদ্দ গোষ্টি উদ্ধার করে। রোহিংগাদের নির্বিচারের মারা হলেও, এদের কোন মায়া হয় না, কেননা এরা মূর্খ, এদের গায়ের রং কালো, উপরন্তু এরা মুসলিম।

মধ্য প্রাচ্যের দেশগুলোতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত দালালদের মসনদে বসিয়ে পশ্চিমারা লুটে নেয়, পৃথিবীর সবচাইতে দামী খনিজ, তার জন্য যুদ্ধ বাধাতেও কার্পণ্য করে না, তখন এই দালালের জিগিড় তুলে, মধ্য প্রাচ্যের মানুষজন অসভ্য, ইসলাম ধর্মের জন্য মানুষে মানুষে হানাহানি।

সুইস একটি কোম্পানি Glencore জাম্বিয়ার কপার খনি থেকে ১০ বিলিয়নের সম্পদ লুটে নিয়েছে, তাই জাম্বিয়া এখনও পৃথিবীর দরিদ্রতম দেশ।

STEALING AFRICA: Why is Africa so rich in resources yet so poor?

দক্ষিন আফ্রিকার ক্রিকেট দলে সাদা চামড়াদের যে আমরা খেলতে দেখে আমোদিত হয়, তাদের পূর্ব পুরুষেরা হল্যান্ড থেকে দক্ষিন আফ্রিকা এসে লুটতরাজ চালিয়ে মসনদে জাকিয়ে বসেছিল (সমুদ্র তীরে তারা লিখে রাখত কুকুর এবং কালো মানুষেরা নিষিদ্ধ)। নেলশন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিন আফ্রিকা মুক্ত হয়। আফ্রিকা খনিজ সম্পদে সমৃদ্ধ হয়েও তার পৃথিবীর সবচাইতে দরিদ্র মহাদেশ।

এমন অনেক উদাহরণ আছে পশ্চিমাদের লুট তরাজের, এখন সেটি করে যাচ্ছে, চতুরতার সাথে।

পৃথিবীর অনাহারি মানুষদের খাদ্য সরবরাহের জন্য, শুধুমাত্র ৩০ বিলিয়ন ডলার দরকার।

প্রতিবছর $ 737 বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষার জন্য ব্যয় করে যুক্তরাষ্ট্র।

অতিরিক্ত মদ্য পানের জন্য আমেরিকানদের প্রায় ২৫০ বিলিয়ন ডলার মেডিক্যাল বিলের জন্য টাকা গুনতে হয়।

জুয়া খেলায় আমেরিকানদের ব্যবসা প্রায় ২৫০ বিলিয়ন ডলারের মত।

আমেরিকানরা বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নেয় অস্ত্র বিক্রি করে, দেশে দেশে যুদ্ধ বাধিয়ে দিয়ে।

— $30 billion per year is needed to end world hunger
— $737 billion per year is the amount Congress spends on Defense

পশ্চিমারা, পূর্ব ইউরোপ (রাশিয়া ইত্যাদি) আর পৃথিবীর অনেক জায়গা থেকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচার করে নিয়ে আসে, নিজেদের লালসা মেটানোর জন্য, আর পশ্চিমাদের দালালেরা পশ্চিমা দেশগুলোতে বসে আমাদের নসিহত করে, নারীদের আরো স্বাধীনতা প্রদানের জন্য।

পৃথিবীর অর্ধেক সম্পদ এখন গুটি কয়েকজন মানুষদের হাতে, পৃথিবীতে ধনী দরিদ্রের ব্যবধান বেড়েই চলেছে। আরে দালালেরা আমাদের নসিহত করে আমাদেরকে আরো বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য, ধর্মীয় মূল্যবোধকে ত্যাগ করে, পশ্চিমাদের সংষ্কৃতিতে গা ভাসিয়ে দিয়ে পশ্চিমাদের বন্দনায় দিন গোজরানের।


মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

পথিক সরদার বলেছেন: অনেক কিছুই অজানা ছিলো যা জেনে নিলাম আপনার পোস্ট থেকে।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমেরিকা অনুদান দেওয়া বন্ধ করে দিলে পৃথিবীর অনেক দেশের মানুষকেই না খেয়ে মরতে হবে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০

আবদুল মমিন বলেছেন:
অনিকেত বৈরাগী তূর্য্য আমেরিকা অনুদান দিতে হবেনা শুধু পৃথিবী জুড়ে তার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুক , কোন মানুষকেই না খেয়ে থাকতে হবেনা ,

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ প্যারায় পুর্ণ সহমত।

মুখোশ ধারী ভন্ড পশ্চিমারা! লেজ কাটা শেয়াল সবার লেজ কাটাতে চায়! আর নিজেদের লুটপাট আড়াল করতে কত পেইড ভন্ড পোষে বিশ্ব জুড়ে ইয়ত্তা নেই!

+++

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

মাহিরাহি বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: প্রথমে ভেবেছিলাম এই লেখাটি চাঁদগাজী লিখেছেন।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: মাহিরাহি ,




সৃষ্টির একদম শুরু থেকেই সম্পদ আর ক্ষমতা দখলের এই লড়াই চলে আসছে । এতে পরাজিত হয় শুধু বুদ্ধিতে কমজোরেরা । সুচতুরেরা এই দখলের সুফলতার উচ্ছিষ্টভোগী ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

মাহিরাহি বলেছেন: তবুও দিন বদলায়।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর লিখেছেন। আসলেই বিশ্বে শান্তি আনা কোন সমস্যাই নয় যদি একটু সদিচ্ছা থাকে বড় দেশগুলোর...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৬

মাহিরাহি বলেছেন: যদি একটু সদিচ্ছা থাকে

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

আবু তালেব শেখ বলেছেন: পশ্চিমাদের মোড়লী এখনো শেষ হয়নি

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

মাহিরাহি বলেছেন: আশাকরি একদিন শেষ হবে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

নতুন বলেছেন: সবাই চায় বেশি সম্পত্তি বানাতে.... তাই যারা এই বিশ্বে এগিয়ে তারা অন্যদের কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেবার চেস্টা করবে এটাই সাভাবিক।

আমাদের সজাগ থাকতে হবে যাতে অন্যরা আমাদের মাথায় কাঠাল ভেঙ্গে খেতে না পারে।

আমাদের লোভ,অহংকার,অলসতা, আভিজ্যাত্য অনেক অংশেই আমাদের দূদশার জন্য দায়ী....

পশ্চিমারা অনেক অংশেই এই সবের উপরে উঠে প্রফেসনাল ভাবে কাজ করে.... তাই তারা অনেক বেশি সম্পদের মালিক...

আরেকটা বিষয় হলো ধম` বিশ্বাস...

আপনি যদি বিশ্বাস করেন যে রিজিকের মালিক সৃস্টিকত`া..... তাই আপনি অল্প আয়েই চলতে থাকবেন....

কিন্তু পশ্চিমারা যেহেতু রিজিকে বিশ্বাসীনা তারা নিজেরাই নিজেদের আয়/সম্পত্তি বাড়াতে চেস্টা করতেই থাকে.... এবং তাতে সফল হবে....

বিশ্বাসীরা পরকালে অনেক শান্তির আশা করে....দুনিয়ার কস্ট সৃস্টিকতার পরিক্ষা মনে করে...
অবিশ্বাসীরা চেস্টা করতে থাকে কিভাবে দুনিয়াতেই ভোগবিলাশিতা করা যায়...

পশ্চিমা আর আমাদের মাঝে আইডিওলজিল এই পাথ`কের জন্যই এরা আমাদের চেয়ে অনেক এগিয়ে....

বড় মাছ ছোট মাছকে কি করে এটা অবশ্যই আপনাকে বুঝাতে হবেনা। এটা দুনিয়ার নিয়ম....



১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৮

জগতারন বলেছেন:
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে অর্থ সম্পদ বাগিয়ে নিয়েছিল স্থানীয় কিছু ইংরেজি শিক্ষায় শিক্ষিত দালালদের সহযোগিতায়।

এই দালালদের একজন ছিলঃ ভারতের কাদিয়ানি (আহমদীয়) ধর্মের প্রবর্তক; কাদিয়ানি।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: ইতিহাসের অনেক অংশ আছে। আপনি যেটাকে নিয়ে সাজাতে চান সাজাতে পারেন।
তবে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো মানুষদের কাজই হচ্ছে আজাইুড়া জিনিস নিয়ে গল্প করা। পাশ্চাত্যের দেশগুলোতেও মানুষ থাকে। তাদের মনুষ্যত্ব আপনার চেয়ে বেশীও হতে পারে। নাইলে আকাইদের ঘটনা, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়ার পরেও এখনো তারা বাঙালীদের ইউরোপ-আমেরিকায় ঢুকতে দিতো না।




গান শোনেন। পাশ্চাত্যের, ওদের সংস্কৃতির ছোঁয়া আছে। আপনার মতো গরু-ছাগলদের একটু গলায় বিধতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.