![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
কিছুক্ষণ আগে মাইকে ঘোষনাটি শুনে মন খারাপ হয়ে গেল। আল্লাহ কাছে দোয়া করি যেন, ছেলে দুটি মায়ের কোলে ফেরে যায়। দোয়া করি এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে প্রতিটি শিশু নিরাপদে জীবন যাপন করতে পারবে। শিশুদের জন্য বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি সুন্দর দেশ হয়।
১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৮
মাহিরাহি বলেছেন: জানিনা।
২| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছেলে দুটির সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারতেন???
১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৯
মাহিরাহি বলেছেন: সেলুনে বসেছিলাম, ঘোষনা দিতে দিতে রিকসা (চলন্ত) চলে গেল, ভালমত শুনতে পাইনি।
৩| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: আহারে----
আমার নিজের কথা মনে পড়ে গেল।
আমি হারিয়ে গিয়েছিলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাচ্চাদের পাওয়া গেছে?