নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

ঠান্ডা মাথায় নৃশংসভাবে একজন নিরাপরাদ ফিলিস্থিনিকে গুলি করার পর

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

https://www.youtube.com/watch?v=EjTkJIPKj80

কিছু ইসরায়েলি সৈন্যেদের উল্লাস প্রমান করে তথাকথিত সভ্য জাতিগুলোর সামনে পৃথিবীর নিরাপরাদ মানুষগুলো কত অসহায়।

কতটা বর্বর হলে একজন মানুষ আরেকজন মানুষের মৃত্যুতে উল্লাস করতে, যার সাথে কোন ব্যক্তিগত শত্রুতা নেই।

অথচ মিডিয়াতে এদের দোসররা বড় গলায় বলে থাকে ইসরাইলী সৈন্যরা নৈতিকতার দিক দিয়ে পৃথিবীর সেরা।

এ ভিডিও প্রমান করে কত কয়েক দশক ধরে কত নির্যাতন সইতে হয়েছে ফিলিস্থিনিদের।

জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা এ জাতিগুলো (ইসরাইল, আমেরিকা) তৃতীয় বিশ্বের মূর্খ মানুষদের মানুষ বলেই গণ্য করে না, উল্টো তাদের নসিহত করে গণতন্ত্র আর জ্ঞান বিজ্ঞানের। জ্ঞান বিজ্ঞানে তাদের মত এগিয়ে থাকলে, মানুষ মারার আধুনিক হাতিয়ারগুলো ব্যবহারে তৃতীয় বিশ্বের মানুষগুলো পারদর্শিতা দেখাতে পারত, নাপাম আর পারমানবিক বোমা মেরে লক্ষ মানুষ মারতে পারত ভিয়েতনাম কিংবা জাপানে।

আমি নিশ্চিত জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকলেও আমরা ওদের চাইতে অনেক মানবিক।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

মাহিরাহি বলেছেন: http://www.bbc.com/news/world-middle-east-43709737

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েলি স্নাইপার যিনি একটি বিতর্কিত ভিডিওতে গাজায় সীমান্তে একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তাকে মেডেল (পদক) প্রদান করা উচিত।

Israel's defence minister has said an Israeli sniper who shot a Palestinian across the border in Gaza in a controversial video "deserves a medal".

২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭

শাহিন বিন রফিক বলেছেন:

ভাই না পড়ে মন্তব্য দিলাম, কারণ আজ আমি শুধু শুভেচ্ছা জানাতে লগইন করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.