নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

আজান শুনে অন্য ধর্মের লোকদের মন্তব্য

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮


Joshua Kimmich
আল্লাহ সুন্দর। ইসলাম ধর্ম গ্রহণ করার এক বছর পর, আমি বিশুদ্ধ বোধ করি। সর্বকালের সেরা অনুভূতি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
Aditya Rudra
আমি একজন হিন্দু। আযানের "আল্লাহ" শব্দটু শুনে খুব ভালো লাগে। আমি খুব আরামদায়ক বোধ করি এবং এই প্রার্থনা শোনার আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ইসলামী প্রার্থনার মধ্যে শান্তি খুঁজে পাই .. আমি যখনই আযান শুনি তখন মনে শান্তি পাই এবং মন খুশি হয়, মনে হয় আযান যেন আমায় ডাকছে।
Rajesh Kumar
আমি হিন্দু কিন্তু আমি মসজিদ থেকে এই আযান শুনে খুব ভাল এবং এনার্জেটিক বোধ করি।
jugraj singh
আমি শিখ ধর্মের লোক ...কিন্তু আমি আমার হৃদয়ের গভীর থেকে ইসলাম ধর্মকে সম্মান করি।
pasupathy STR
আমি মুসলমান নই কিন্তু আমি ইসলামকে ভালোবাসি
somya rout
আমি একজন হিন্দু কিন্তু যখনই আমি আল্লাহু আকবর শুনতে পাই তখন আমি খুব ভাল বোধ করি ... আমি এটা শুনতে ভালোবাসি।
Lealani koah
মুসলিম নই, কিন্তু আযানকে খুব শান্তিদায়ক এবং আরামদায়ক মনে হয়।
Gagandeep singh
আমি মুসলিম নই কিন্তু আমি আমার হৃদয়ের গভীর থেকে ইসলাম এবং নবী মুহাম্মদকে (সা:) সম্মান করি
Show Tv. Sanjay
আমি হিন্দু কিন্তু আযান আমার হৃদয় স্পর্শ করে, আমি আজানকে ভালোবাসি।
kalpana bisht
আজান শুনলে সবসময় আমার ভালো লাগে ... খুবই সুন্দর ....
sunil kumar
যখন আমি নামাজের শব্দ শুনতে পাই তখন আমি খুব ভালো অনুভব করি এবং নিশ্চিতভাবেই এটা ঈশ্বরের কাছে পৌছে। হৃদয়গ্রাহী
jugraj singh
আমি পাঞ্জাব রাজ্যের যুগরাজ সিং ..
আপনার ধর্ম সম্পর্কে আমাকে বলুন
Ashish Kumar Das
আমি একজন মুসলমান নই, কিন্তু মুসলিম ভাই বোনদের জন্য খুবই গর্বিত
Rowena Baluyot
আমি মুসলমান নই, তবে আমি মুসলমানদের শ্রদ্ধা করি, সকল মুসলমানদের উপর শান্তুি বর্ষিত হোক।
https://www.youtube.com/watch?v=DCd0oxTM02M

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

মাহিরাহি বলেছেন: Eliazar Sepulveda
আমি কেদে ফেলেছিলাম, কন্ঠটি বিষাদময়, আমার আবেগকে প্রকাশ করার কোন ভাষা নেই। অর্থ বুঝি না, তবে চমতকার
NOOBS JUST DONT KNOW WHEN TO QUIT
মুসলিম নই। আমার মনে হয় একমাত্র ইসলামের মাধ্যমেই শান্তি খোজে পাওয়া সম্ভব। আযান শুনে আমি কেদেছিলাম।
ALLAHU AKBAR MEANS GOD IS THE GREATEST
ভিডিওটি দেখে ইসলাম ধর্ম গ্রহন করেছিলাম। Alhamdulila....
Audrey Hamilton
ভাষাটি বুঝিনা, বোঝার প্রয়োজন নেই। আমার অন্তর বুঝতে পারছে, যা আমি শুনছি। এবং বলছে এটি সত্য। আযান শুনার সময় ঠিক এইভাবেই আমি আমার অনুভুতিকে প্রকাশ করতে পারি। আমি খুব উষ্ণতার অনুভূতি অনুভব করি যা উদ্বেগকে হ্রাস করে।

২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

শিখণ্ডী বলেছেন: এই হিন্দুরা আজানের প্রশংসা করেছে বলে কত আনন্দ তাই না? কোনো মুসলিম যদি বলে হিন্দু দের ওঁ শান্তি শব্দ শুনতে তার ভাল লাগে,আর তখন ভাল লাগবে না।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

মাহিরাহি বলেছেন: শুধু হিন্দু না, শিখ, খ্রিষ্টান, নাস্তিক সবাই প্রশংসা করেছে

৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

মাহিরাহি বলেছেন: মনোজ মিশ্র
আযান শাশ্বত অনুভূতিকে উদ্দীপিত করতে পারে যা আত্মাকে বিশুদ্ধ করে।


Manoj Mishra
Something that can stimulate the eternal feeling. It doesn't matter what religion it is. The only thing matters is purity of soul.

Gary Bates
অত্যাশ্চর্য। এমনকি খৃস্টান হিসাবেও আমি বিশ্বাস করি এটা ঈশ্বরের একটি সত্য পথ। কি সুন্দর কণ্ঠস্বর!!

Stunning. Even as a Christian, I believe this is a true path to God. What a voice!!

mika svelia
এটা সত্যিই আমার বিষণ্নতা এবং মাথা ব্যাথা দুর করে
পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ
যারা এটা ঘৃণা এখনও তারাও এটা শুনতে পছন্দ করে

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

মাহিরাহি বলেছেন: Chris Tiad
ধর্ম পরিবর্তন করা আমার জন্য কঠিন, যদিও আমি মুসলিম হতে চাই। আমি জানিনা কিভাবে আরবী ভাষা বুঝতে পারব।

Abel Garcia
আমি খৃস্টান, তবুও আযান ভালবাসি
im a Christian.. yet i admire the Other ways to God and i just loved this Azan

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

সিগন্যাস বলেছেন: আমার মনে হয় এইসব বানানো কথা।এক ধর্মের লোক কখনো আরেক ধর্মের প্রশংসা করে নিজ ধর্মের কটাক্ষ করবে না।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

মাহিরাহি বলেছেন: আপনি যদি আইডির উপর ক্লিক করেন, তাহলে ওদের পরিচয় বুঝতে পারবেন। আমি চেক করেই পোস্ট দিয়েছি।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

সিগন্যাস বলেছেন: শিখন্ডীর সাথে সহমত B-)

৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

এ আর ১৫ বলেছেন: আনেক মুসলমানের তো পুজার ঢাক শুনতে ভালো লাগে এবং মুসলমান , বৌদ্ধ, খৃষ্ঠান ইত্যাদি পুজার অনুষ্ঠান দেখতে পছন্দ করে ---
এই ধরনের ইসুকে ব্যতিক্রম ধর্মী কিছু ভাবার কোন অবকাশ নেই । আমি অনেক মুসলমানকে চিনি যারা মাইকে বা লাউড স্পিকারে আজান দেওয়াকে পছন্দ করে না এবং মাইকে আজান শুনলে বিরক্ত হয় ।
মালোয়েশিয়ার মতো দেশে মসজিদ থেকে লাউড স্পিকারে আজান দেওয়া যায় না । মাইক আবিষ্কারের আগে বিশ্বের সব মসজিদ মাইক ছাড়া আজান দিয়েছে । মাত্র ৫০ বৎসর আগে ও বাংলাদেশে ৯৯ % মসজিদে মাইক ছিল না ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

মাহিরাহি বলেছেন: For me, it all started when I heard the call to prayer from a local mosque while on a beach holiday in Turkey. It woke something up inside me, and inspired me to begin a spiritual quest.

তুরস্কে মসজিদ থেকে আযান শুনার পর, আমার ভিতরে কিছু জেগে উঠে এবং আমি আমার ইসলামের পথে যাত্রা শুরু করি।

I'm a middle-aged, white Scottish man who converted to Islam without ever meeting a Muslim. This is how

৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: যারা এই মন্তব্য গুলো করেছেন- তারা সবাই গ্রেট।
কিন্তু সমাজে এরকম গ্রেট লোকদের সংখ্যা খুব কম।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: ভাইজান, ক্লাশ থ্রী থেকে আজানের সবটুকু আমার মুখস্থ। অনেক ইমামসাহেব বা হুজুরের থেকে আমি ভাল আজান দিতে পারি। তারপর ক্লাশ সেভেন না এইটে আমাদের "আজানের ধ্বনি" কবিতাটি পড়তে হয়েছে। আজান যদি মিষ্টি সুরে দেওয়া আছে তো খারাপ লাগার কিছু নেই। আর ভোরে আজানের ধ্বনি আসলেই মধুর লাগে, মন পবিত্র হয়।

প্রার্থনার আবার ভাষা কি?
প্রার্থনার আবার হিন্দু-মুসলিম-শিখ-খৃষ্টান-বৌদ্ধ কি?
যে জন্মসূত্রে যে ভাষা পেয়েছে সে সেই ভাষাতে প্রার্থনা করলে আমার কোন সমস্যা নেই।

শুভকামনা রইল।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের আশেপাশে এমন অনেক মানুষইই আছেন। যারা অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ মাহিরাহি- আহ্ ! আজ কি আনন্দ আকাশে বাতাসে !
অজ্ঞাতনামা হিন্দু, খৃস্টান, শিখরা আজানের প্রশংসা করেছে ! আশাকরি শীঘ্রই ইহুদি,বৌদ্ধ,শিন্টো,বাহাইদের দেয়া সার্টিফিকেট-ও দেখাবেন।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: অথচ তাদের বেশীরভাগই এখনো অমুসলিম। এরা এতটাই ভদ্র যে জুলুদেরকেও মুখে ভালো বলে। আসলে অন্তরে জানে তারা কি!

তারপরও এটা দেখে ভালো লাগলো বাংলাদেশের প্রতিটা খুতবা ওয়াজ মাদ্রাসাতে যেখানে তাগুদী ইহুদী নাছারাদের বিরুদ্ধে জিহাদ করে হত্যা, তাদেরকে যুদ্ধবন্দী বানিয়ে ধর্ষন করতে বলে, তারা তারপরও এই জঙ্গি ধর্মটাকে ভালো বলছে। এটা কিন্তু মুসলমানদের নৈতিক পরাজয়

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

পুকু বলেছেন: যারা বলেছেন তারা অমায়িক ও ভদ্রলোক।আসলে তারা এই ব্লগে অন্য ধর্মের প্রতি বিভিন্ন তি্র্যক মন্তব্যগুলো পড়ে নি।পড়লে তাদের মন্তব্য হয়তো অন্যরকম হোতো।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

মাহিরাহি বলেছেন: এ ব্লগে বেশিরভাগই ইসলাম ধর্মের বিরুদ্ধে মন্তব্য করা হয়।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



আযান আমার কাছে মধুর আর পবিত্র ।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব কথা অনেকটা ফরমায়েশী টাইপ মনে হয়। ভাল লাগা, মন্দ লাগা দিয়ে ইসলামের বিচার করা ঠিক হবে না। যার যার ধর্ম, তার তার কাছে। এখন অন্য ধর্মের কিছু যদি মুসলমান বলে ভাল, তাহলে তো আমাদের খারাপ লাগবে। তাহলে উল্টা চিন্তা করে খুশীতে বগল বাজানোর কী আছে?

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:০২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
তাদের মন কত বড়। আর আমরা কেবল তাদের মন্দটাই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.