নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

অলৌকিক ঘটনার মতই নয়কি!

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

লরা ম্যাগি মিলিটারি ইন্টেলিজেন্সে ১২ বছর কাজ করার পর ছয় সপ্তাহের চ্যাপলেন্সি কোর্সে যোগ দেন, কারণ তিনি চ্যাপলাইন সহকারী হিসেবে নতুন সামরিক কর্মজীবনে প্রবেশ করতে চেয়েছিলেন। ফোর্ট জ্যাকসনে প্রশিক্ষণের সময় ইসলামের সাথে পরিচয় ঘটে এবং তিনি তার স্বামী মার্ক ম্যাগিকে ইসলামের ব্যপারে অবহিত করেন।
ক্যাপ্টেন রাফায়েল লান্তিগুয়া, টেক্সাসের যৌথ বেস সান আন্তোনিওতে 502nd এয়ার বেস উইংয়ের সাথে একজন মুসলিম চ্যাপলাইন। রাফায়েল ক্যাথলিক বাবা এবং সাউদার্ন ব্যাপটিস্ট মায়ের পুত্র, কিশোর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রশিক্ষণের সময় রাফায়েল লান্তিগুয়া ২০১৪ সালে ইসলাম সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। এসময় লরা ম্যাগি এবং আরো কিছু সার্ভিস মেম্বাররা তার কাছে ইসলাম ধর্ম সম্পর্কে আরো জানতে চান।

লান্তিগুয়া কুরআনের একটি ইংরেজি অনুবাদ লরাকে দেন এবং তারা প্রায়শ:ই কোরানের আয়াত নিয়ে আলোচনা করতেন।

লান্তিগুয়া লরার কাছ থেকে যে সকল প্রশ্নের সম্মূখীন হতেন, তা বেশ উচ্চমানের ছিল এবং সেটি তার ব্যক্তিগত বিশ্বাসের পরিবর্তনের ইঙ্গিত বহন করছিল।

লরার স্বামী মার্ক, নেভাদা এয়ার ন্যাশনাল গার্ডের একজন মাস্টার সার্জেন্ট। লরা স্বামীকে যখন বার্তা পাঠিয়ে বললেন, তুমি কি শুনলে অবাক হবে যে আমি কোরান শরীফ পড়ছি। মার্কের জন্য তখন এটি একটি ধাক্কা ছিল। কিন্তু বাড়িতে ফিরে মার্কের নিকট তার নতুন বিশ্বাস তুলে ধরলে মার্কের ইসলাম সম্পর্কে ধারনা পাল্টে যেতে থাকে। মার্ক পুরো কোরান দুবার পাঠ করেন। গ্রহন করেন ইসলামকে উন্মুক্ত মনে।

তাদের নতুন বিশ্বাস বিমান বাহিনী এবং এয়ার ন্যাশনাল গার্ডের সদস্যরা কিভাবে গ্রহন করবে দুজনাই এব্যপারে চিন্তিত ছিলেন। কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। সবাই উতসুক হয়ে দুটি প্রশ্নই করতে, কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলে। সবাই তোমাদের সাথে কেমন ব্যবহার করছে।

লরাকে বিমান বাহিনী ইউনিফর্মের সাথে হিজাব পরিধান করার অনুমতি দেওয়া হয়।


লরা "ফর দ্য লভ অফ দীন" শিরোনামে ইসলাম ধর্মে ধর্মান্তরের অভিজ্ঞতার উপরএকটি ব্লগ লিখেছেন।

লরা বলেন, আমি মানুষকে জানাতে চাই ইসলাম ধর্ম মন্দ নয়। বেশিরভাগ মুসলমানরাই ভাল মানুষ। "


মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

মাহিরাহি বলেছেন: https://www.152aw.ang.af.mil/News/Article-Display/Article/1180077/nevada-air-guard-chaplain-i-want-people-to-know-islam-is-not-evil/

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লরা বলেন, আমি মানুষকে জানাতে চাই ইসলাম ধর্ম মন্দ নয়। বেশিরভাগ মুসলমানরাই ভাল মানুষ। "

লরার এই বিশ্বাস অটুট থাকুক অনন্ত কাল। আমিন

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

মাহিরাহি বলেছেন: আমিন

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

নতুন নকিব বলেছেন:



চমৎকার ঘটনাটি শেয়ারের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ মুসলিমই ভন্ড। কারন যারা মানবতাটাকে বড় মনে করে না। তারা ভালো হয় কি করে?

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

বাংলার মেলা বলেছেন: @রাজীব নূর, মানবতাকে বড় মনে করার কোন কারণ নেই। আইনের চেয়ে মানবতা অবশ্যই বড় নয় - আইন ভঙ্গ করেছে এরকম কারো ক্ষেত্রে কোন ধরণের মানবিক আচরণ একেবারেই কাম্য নয় - তাতে বিচারকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ওঠে।

লরা ও রাফায়েলের আমলকে আল্লাহ কবুল করুন, আমীন!

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

মাহিরাহি বলেছেন: আমীন

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

টারজান০০০০৭ বলেছেন: হেদায়েত আল্লাহ পাকের বিশেষ দান ! আমাদের মধ্যে যাহাদের ঈমান আছে তাহাও আল্লাহ্পাকের দান !নিজেদের কোন যোগ্যতার কারণে আমরা ইহা গ্রহণ ও ধারণ করিতে পারিনা !

ইহা আল্লাহ্পাকের অপার করুণা ! আবু তালিব হুজুর পাক স. এর সাথে থাকিয়াও হেদায়েত পান নাই ! আর কি পরিবেশে থাকিয়া তাহারা হেদায়েতের মতন দৌলত পাইলেন !

"আপনি যাহাকে ইচ্ছা তাহাকে হেদায়েত দিতে পারেন না , বরং আল্লাহ যাহাকে চাহেন !"

মানবতার সংজ্ঞা জানিতে মুন চায় !

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

মাহিরাহি বলেছেন: কিছু মানুষের জন্য মানবতা হল

গরু মারিয়া জুতা দান।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ পোস্ট।

ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

তারেক ফাহিম বলেছেন: চমৎকার পোষ্ট, শেয়ারের জন্য ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

কানিজ রিনা বলেছেন: অনেক সুন্দর পোষ্ট, যুগে যুগে জ্ঞানীরা
ইসলামের ছায়াতলে অংশ গ্রহন করেছেন।
অনেক ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

মাহিরাহি বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


কোথা থেকে টাকাটুকা পাচ্ছে, মনে হয়, চেহারা দেখে মনে হয় না, ভালো কিছু ঘটছে।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

নষ্টজীবন® বলেছেন: ভালো লাগলো গল্প, আল্লাহ শান্তি দিক তাদের দাম্পত্য জীবনেে

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

মাহিরাহি বলেছেন: গল্প নয় সত্য ঘটনা

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা সত্য সন্ধানী তারা সত্য লভ করবেই!

ইসলাম সত্য, সত্য সুন্দর, সত্য অমলিন।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সম্প্রতি আমি অসাধু বলে চলতে থাকা এরকম সত্যকে অস্বীকার করবো না। তবে বলবো এ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে!


ধন্যবাদ সুন্দর একটি ঘটনা শেয়ারে

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: চাঁদগাজী বলেছেন:


কোথা থেকে টাকাটুকা পাচ্ছে, মনে হয়, চেহারা দেখে মনে হয় না, ভালো কিছু ঘটছে।

চাঁদগাজী সাহেব তো দেখি এখন গণনার (গণকের কাজ) চর্চাও করে #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.