নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ২০০১ সাল থেকে মধ্য প্রাচ্য ও এশিয়ার যুদ্ধগুলিতে $৬.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে,

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৮

যুদ্ধের রত্যক্ষ ফলাফল হিসাবে ৮০১,০০০ মানুষ মারা গেছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের ক্ষুধার অবসান ঘটাতে $ ৩৩০ বিলিয়ন ডলার প্রয়োজন পড়বে। $৬.৪ ট্রিলিয়ন সমান ৬ হাজার ৪০০ বিলিয়ন ডলার। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সাড়ে তিন কোটি মানুষ ক্ষুধার সাথে লড়াই করেছে। গত নভেম্বর মাসে টেক্সাসে ২৫ হাজার লোক হাজার হাজার গাড়ি নিয়ে লাইনে দাড়িয়েছিল ত্রান সাহায্য নেয়ার। জন্য। সাহায্য পেয়ে অনেকে কান্নায় ভেংগে পড়েন। বিজ্ঞান আর তথাকথিত সভ্যতার মাপকাঠিতে যারা দেশটিকে মডেল হিসাবে নেয়ার কথা বলে, মুসলমান এবং তাদের ধর্মকে পশ্চাদপদতা বলে অভিহিত করে, অহর্নিশি পাশ্চাত্যকে অনুসরণ করার তাগিদ দেয়, তাদের মিথ্যাচারিতাকে অনেকে অবলীলায় হজম করে নেন, নিন্দিত হওয়ার ভয়ে। এর চাইতে লজ্জার কিছু আছে কি?


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৯

মাহিরাহি বলেছেন: এ বছর ৫ কোটি আমেরিকান খাদ্যাভাবে ভুগেছে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬

জনৈক অভদ্রলোক বলেছেন: আপনার লেখাটা পড়ে চমৎকার কিছু বিষয় মাথায় আসছে। আমরা কথায় কথায় সভ্য সভ্য বলে মুখে ফেনা তুলে ফেলি। অথচ তাদের থেকে আমাদের অর্জন ও জীবনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলি না। কেন তুলি না জানেন? আমরা শুধু শিখেছি নেই নেই নেই নেই।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০

মাহিরাহি বলেছেন: আরেকটু পরিষ্কার করে বললে ভাত হত।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯

মাহিরাহি বলেছেন: আপনি বলতে চাইছেন,
We have all the resources we need to succeed,

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬

অধীতি বলেছেন: আগেও শুনেছি যুদ্ধের ব্যাপারটা।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০২

মাহিরাহি বলেছেন: আমেরিকানদের এটাকাগুলো ট্যাক্স হিসাবে দিতে হয়েছে। কিসের লাভে? ২ থেকে ৩ কোটি আমেরিকানের কোন চাকরি নেই।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: বিপুল অপচয়।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যতবেশি যুদ্ধ হবে ততবেশী আমেরিকার লাভ।পরবর্তী যুদ্ধটা হবে দক্ষিন চীন সাগরের পাশের দেশ গুলিতে।একদিকে চীন ও তার বন্ধু রাষ্ট্রগুলো অন্য দিকে আমেরিকা ও তার বন্ধু রাষ্ট্রগুলো।প্রস্তুতি চলছে।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:




তাই তো আপনার পকেটে টাকা নেই!

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: এবার কি সেই খরচ কমবে । কি মনে হয় আপনার

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১০

মাহিরাহি বলেছেন: জানি না তবে মানবজাতির জন্য এর চাইতে বেশি লজ্জার কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.