![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
২০১১ এবং ২০১২ সালে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাষ্ট্রপতি ওবামা গোপনে একজন মুসলিম ছিলেন। সত্যি হলে দোষটা কোথায় ছিল।
২০১৫ সালে একটি সমাবেশে ট্রাম্প মাথা নেড়ে সায় দিয়েছিলেন যখন একজন সমর্থক তাকে বলেছিলেন, “আমাদের এই দেশে একটি সমস্যা আছে, যাকে বলা হয়।মুসলমান। আমরা কখন এগুলি থেকে মুক্তি পেতে পারি? " ট্রাম্প জবাব দিয়েছিলেন, "আমাদের এই প্রশ্নটি দরকার - আমরা অনেক কিছুই দেখব"
২০১৫ সালে, ট্রাম্প মিথ্যাভাবে দাবি করেছিলেন যে হাজার হাজার মুসলমান 9/11-এর আক্রমণে উল্লসিত হয়েছিলেন।
২০১৫ সালে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সমস্ত মুসলমানকে নিষিদ্ধ করার জন্য ট্রাম্প ডাক দেন। কিছু দিন পরে, তিনি টুইট করেছিলেন যুক্তরাজ্য "তাদের বিশাল মুসলিম সমস্যা ঢাকার চেষ্টা করছে।
২০১৬ সালে ট্রাম্প দাবি করেছিলেন, "ইসলাম আমাদের ঘৃণা করে।"
নিচের অডিও টেপে শুনা যায় ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্ট্যটকে চাপ দিচ্ছে প্রায় ১১ হাজার ৮০০ ভোট খুজে বার করার জন্য, যা পেলে তিনি জিতে যাবেন।
Trump audio tape
২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: দুনিয়াতে বিদ্বেষের শেষ নেই।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩২
কবিতা ক্থ্য বলেছেন: ভাড়ের কর্ম, ভাড়ামি হিসাবে নেয়া উচিত।
সিরিয়াসলি না।
আমেরিকানরা ভাড়ামিকে সিরিয়াসলি নিয়েছিলো- ফল চোখের সামনে।
০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
মাহিরাহি বলেছেন: খুবই দু্খজনক।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হারামীটা জেতার জন্য কিনা করেছে, পতন ঠেকায় কে , মহাতপতন।
০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
মাহিরাহি বলেছেন: মিথ্যার শেষ পরিণতি ভাল হয় না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ট্রাম্পকে নিয়ে সমস্যায় আছে; এই সমস্যার ফলে আমেরিকার অবস্হা কি আফগানিস্তান, বা ইয়েমেনের মতো হয়ে যাবে? নাকি আমেরিকানরা এই সমস্যা সমাধান করতে সমর্থ হবে?