নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির সম্মুখীন - এবার তৃতীয় বিশ্বের পালা গণতন্ত্র পুনরূদ্ধারে ওয়াসিংটনে সৈন্য পাঠানো

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১১

সারা বিশ্বে গণতন্ত্র হুমকির সম্মুখীন হলেই মার্কিন যুক্তরাষ্ট্র উদার চিত্তে তার সৈন্য পাঠিয়েছে তৃতীয় বিশ্বের একনায়কদের হঠিয়ে গণতন্ত্র পুনরূদ্ধারের জন্য। একনায়কদের হঠিয়ে গণতন্ত্র পুনরূদ্ধারের নামে $৬.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে । মারা হয়েছে ৮০১,০০০ জন নিরীহ মানুষকে। তথাকথিত জ্ঞান বিজ্ঞানে অগ্রসর পশ্চিমারা পৈশাচিক আক্রোশে ঝাপিয়ে পড়েছে নিরস্ত্র ধর্মপ্রাণ জনগোষ্ঠির উপর, কখনও বা জঙ্গি দমন, কখনও বা weapon of mass destruction (WMD) খোজার নামে। তৃতীয় বিশ্বের পুতুল সরকার বা গণমাধ্যমকে ব্যবহার করে, ইসলামি জঙ্গি, ধর্মান্ধতা ইত্যাদি শব্দগুলোকে জনপ্রিয় করে তোলা হয়েছে, তৃতীয় বিশ্বের তথাকথিত শিক্ষিত সুশীল সমাজের মাঝে, সেই সমাজেরই কম শিক্ষিত বা শিক্ষা বঞ্চিত ধর্মপ্রাণ জনগোষ্ঠিকে দমিয়ে রাখার জন্য। শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের বুলি কপচিয়ে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠির উপর নিজের মতবাদ চাপিয়ে দেয়ার সময় হয়ত ফুরিয়ে এসেছে, জ্ঞান বিজ্ঞানে অগ্রসর পশ্চিমাদের আসল ফ্যাসিবাদী চরিত্র এখন অনেকটাই প্রকাশ্য। শিক্ষা, জ্ঞান বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে, সারা বিশ্বের সম্পদ হাতিয়ে নেয়ার উদ্দ্যেশে। ধর্মীয় নৈতিক শিক্ষার গুরুত্বকে খাটো করে, পশ্চিমাদের উৎকট সংস্কৃতি সভ্যতার চাপিয়ে দেয়ায় ফলস্বরুপ সম্ভাবনাময় তৃতীয় বিশ্বের ভবিষ্যৎ সংকটাপন্ন।

কিছু তথ্য শেয়ার করি।

শীর্ষস্থানে থাকা 1% মানুষ সমস্ত বৈশ্বিক ব্যক্তিগত সম্পদের 45% এর মালিক ; 10% মানুষ 82% সম্পদের মালিক; নীচের 50% মানুষ 1% এর কম সম্পদের এর মালিক।

The top 1% own 45% of all global personal wealth; 10% own 82%; the bottom 50% own less than 1%

পৃথিবীর প্রায় সকল অপকর্মের জন্য দায়ী এই শীর্ষস্থানে থাকা তথাকথিত উচ্চশিক্ষিত মানুষেরা (যারা দেশে দেশে ক্ষমতা ও টাকা দুটোই উপভোগ করে) এবং ভাদের তল্পিবাহকেরা দেশে দেশে জ্ঞান বিজ্ঞানের ফেরি করে বেড়ায়, গরীব দেশের জনগোষ্ঠিকে পশ্চিমা কুশিক্ষায় শিক্ষিত করে তোলার অপচেষ্টায়, প্রকৃত শিক্ষা থেকে দূরে রাখার জন্য, যাতে করে তথাকথিত শিক্ষিত সুশীল সমাজের লোকেরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠিকে আরো ভালোভাবে শোষণ করতে পারে, প্রাকারান্তে পৃথীবীর শীর্ষস্থানে থাকা মানুষগুলো সারা বিশ্বব্যাপি তাদের কর্তৃত্ব বজায় রাখতে পারে। এই তথাকথিত শিক্ষিত সুশীল সমাজেরা বিশ্ব মোড়লের লোকাল এজেন্টের মত।




https://www.cadtm.org/The-top-1-own-45-of-all-global-personal-wealth-10-own-82-the-bottom-50-own-less

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



জ্বি, আমেরিকা শেষ; পাকিস্তান, ইয়েমেন ও আফগানিস্তান তালেবানী গণতন্ত্র রপ্তানী করবে!

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: কার এত বড় বুকের পাটা!! যে আমেরিকায় সৈন্য পাঠায়?

আমেরিকান রা যা করছে তা হল শুধুমাত্র একটা দূর্ঘটনা । তবে এটাই যদি কোন মুসলিম রাষ্ট্রে হত তাহলে এতক্ষনে মানবতার ধবজাধারীরা অনেক পদক্ষেপই নিত।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৪

মাহিরাহি বলেছেন: ঠিক তাই।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: করোনায় আমেরিকার জনগনের মাথা খারাপ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.