নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমা বিশ্বে কর্মক্ষেত্রে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

২০১৮ সালের জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রে ২৭% মহিলা কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের ১০ জনের মধ্যে ৬ জন কর্মক্ষেত্রে যৌন হয়রানি বা সহিংসতার শিকার হয়েছেন।

প্রায় ৯ শতাংশ ইউরোপীয় মহিলা দাবি করেছেন, চাকরী বা পদোন্নতির বিনিময়ে যৌন প্রকৃতির কোনও কাজের জন্য তারা কমপক্ষে একবার চাপে পড়েছিলেন।

এসব বিষয়ে নারীরা রিপোর্ট করার চাইতে পদত্যাগ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে।

অস্ট্রেলিয়ার চিত্র আরো ভয়াবহ ৭২% অস্ট্রেলিয়ান যৌন হয়রানির শিকার হয়েছেন।

পশ্চিমা বিশ্বে প্রায়ই সকলেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। সম্ভবত নৈতিকতাও শেখানো হয় ছোটকাল থেকে।



https://www.edisonresearch.com/sexualharassmentworkplace/

https://www.theparliamentmagazine.eu/news/article/six-in-ten-women-in-eu-hit-by-workplace-sexual-harassment-or-violence

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পশ্চিমা বিশ্ব নিয়ে না ভেবে নিজেদের কথা ভাবুন তাতে আখেরে লাভ হবে।

২| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



এজন্য কি বাংগালীরা ইতালী ও গ্রীক যেতে চায়?

৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



দেখি, পশ্চিমের মেয়েদের রক্ষা করার জন্য বাংলাদেশে নিয়ে আসা যায় কিনা!

৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১০

রাােসল বলেছেন: Stupid people make stupid comment. Example of the same in serial 2 and serial 3.

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২১

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: নারী নির্যাতন সব দেশেই হয়, তবে মুসলিম দেশ গুলোতে বেশী হয়।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যৌন হয়রানি বা সহিংসতার শিকার সবদেশেই কম বেশী হয়।
..............................................................................................
মিডিয়ার কল্যাণে মন হচ্ছে এখন বাংলাদেশে তা বেড়ে গেছে ।
বাস্তবে তা কিন্ত নয় , অনেক দেশে সবকিছু মিডিয়ায় আসতে পারেনা ।
তবে, কিছু দেশ আছে , এই আবেগীয় বিষয়টা ১৮ সরের পূর্বেই মিটমাট করে নেয়
ফলে সেখানে যৌন হয়রানি বলতে কিছু নেই ।

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯

মাহিরাহি বলেছেন: মিডিয়ার কল্যাণে বেড়ে গেছে । ঠিক তাই।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৯

অনল চৌধুরী বলেছেন: পশ্চিমের দেশগুলিতে এক অন্যদেশ আক্রমণ দখল লুটপাট আর নারী নির্যাতন ছাড়া সব ক্ষেত্রে নীতি-নৈতিকতা মেনে চলা হয়।
এই ব্লগে এ্যামেরিকার বিরাট ভক্ত আছে।তারা এখন মিথ্যাচারের মাধ্যমে এসব অস্বীকার করুক।

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।  

১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০২

মাহিরাহি বলেছেন: প্রতি বছর কয়েক হাজার শিশু আমেরিকায় পাচার হয় যাদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়া।

এসকল শিশুদের দিয়ে আয় করা ১০ বিলিয়ন ডলার।

হায়রে সভ্যতা।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২২

কবিতা ক্থ্য বলেছেন: আমার মনে হয় পশ্চিমাদের উচিত বাংলাদেশে শিখা- কিভাবে - নারী অধিকার রক্ষা করতে হয়।
অন্তত এই বিষয়টা আমরা ওদের শিখাইতে পারি।

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

মাহিরাহি বলেছেন: এখন অব্দি আমাদের দেশ ভাল আছে। তবে নৈতিকতার স্খলন ঘটছে।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৬

নতুন বলেছেন: পুরুষ তান্ত্রিক সমাজে নারীর উপরে সুবিধা নিতে চেস্টা করে অনেক পুরুষ।

আমাদের দেশে যৌন হয়রানি বা সহিংসতার শিকার হলে নারীরা খুবই কম রিপোট করে। কিন্তু পশ্চিমা দেশে নারীরা চুপ থাকে না রিপোট করে।

আরেকটা জিনিস পশ্চিমা দেশে বিচার হয়। আমাদের দেশে বিচার হয় না।

বড় বড় সকল কপোরেসনেই সিক্সুয়াল হ্যারেসমেন্টকে জিরো টলারেন্স হিসেবে দেখে। এবং বাইরের দেশে এটার বিচার হয়।

আমাদের দেশে এই বিষয়গুলির বিচার নিশ্চিত করা দরকার।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

আমি সাজিদ বলেছেন: নয় নম্বর কমেন্টেই সব বলে দেওয়া হয়েছে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমেরিকার নারী সৈনিকদের ৮০% যৌন হয়রানির স্বীকার হয় এবং ২৫% যৌন নির্যাতনের স্বীকার হয়। এদের অধিকাংশই হয়রানির ভয়ে রিপোর্ট করতে সাহস পায় না। যেগুলি রিপোর্ট হয় সেগুলির কোনও কোনওটার বিচার হয়। বাকিগুলি চাপা পরে যায়। যুদ্ধে মারা যাওয়ার সম্ভাবনার চেয়ে সহকর্মীর দ্বারা যৌন নির্যাতনের শিকারে পরিনত হওয়ার সম্ভাবনা বেশী থাকে। তবে বাংলাদেশের আর্মিতে মেয়েদের অবস্থা অনেক ভালো।

আমেরিকার আর্মিতে অনেক পুরুষ পর্যন্ত যৌন নির্যাতনের স্বীকার হয় অন্য পুরুষ সহকর্মীর দ্বারা। সেই হিসাবে আমাদের এই রকম কোনও রেকর্ড নাই।

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯

মাহিরাহি বলেছেন: Female Soldiers More Likely to Be Raped than Killed in Action, Says Rep.

https://abcnews.go.com/Blotter/story?id=5760295&page=1

১২| ১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে আবার পোষ্টে এলাম।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪১

স্প্যানকড বলেছেন: সব দেশেই নারী মানে নরম মাংস! সাধু কেউ না। কেউ সরাসরি খায় কেউ ঘুরাইয়া এই ফারাক। তবে সামনে আরও বাড়বে মানুষের চিন্তা ভাবনায় এখন শুধুই সেক্স ভরে দেয়া হচ্ছে। তাই বললাম আর কি। দোয়া করি নইরাপদ হোক নারী জাতি, সুস্থ হোক পুরুষ জাতি। ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৩

স্প্যানকড বলেছেন: দুঃখিত পূর্বের কমেন্টস এ বানান ভুল হয়েছে। ক্ষমা আশা করছি। ধন্যবাদ।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: নারী নির্যাতন সব দেশেই কম বেশি আছে তবে বাংলাদেশের মেয়েরা সহ্য করে নেয় লুকিয়ে রাখে।

এই লজ্জা ভয় আর ভীতি কাটিয়ে উঠলেই এই নির্যাতন কমে যাবে বলে আমি মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.