নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি

বরুণা

দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি বরষ ফুরায়ে যাবে , ভুলে যাবে জানি!! তবুতো ফালগুন রাতে এ গানের বেদনাতেআঁখি তব ছলোছলো এই বহু মানি।চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলাতখনি চলিয়া যাবো, শেষ হলে খেলা।আসিবে ফাল্গুন পুনো, তখন আবার শুনোনব পথিকেরি গানে মিলনের বাণী।দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি !!

বরুণা › বিস্তারিত পোস্টঃ

বসন্তদিন ও তারপর........

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮



পড়ছে মনে অনেক কথা অনেক বছর পর

মন চঞ্চল এমন দিনে বৃষ্টি ঝরো ঝর!

রঙ-মহুয়ার ফুল-ফাগুনের বিকেল বেলার সাঝে

তোর আর আমার প্রথম দেখা অনেক দ্বিধার মাঝে।



তোর দুচোখের সাগর পরে দৃষ্টিখানি রেখে

দেখেছিলাম সেদিন ভুবন অনেক স্বপন মেখে।

হাতখানি তুই ছুঁইয়েছিলি ফেলে সকল লাজ

অনেক দিনের পরে হঠাৎ পড়ছে মনে আজ।



তোর সে পরশ সুধায় বাঁধা ভালোবাসার রাখী,

স্পর্শে আজও হাতের মুঠোয়, ভরায় সজল আঁখি

স্মৃ্তির পাতায় জ্বাজল্যমান, এ্যলবামে সেই ছবি

জানতে বড় ইচ্ছে করে, কেমন আছিস কবি?





বসন্তদিন আজও আসে, কোকিল ডাকে দূরে

যোজন দূরে তুই যে আছিস আমার দুঃখপুরে।







বসন্তদিন



কৃতজ্ঞতা-স্বপ্নজয় ভাইয়া







মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর হইছে।

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫২

বরুণা বলেছেন: থ্যাংক ইউ মাছ আপুনি।

২| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতার এই লাইনটার ভাল লেগেছে অনেক

"তোর আর আমার প্রথম দেখা অনেক দ্বিধার মাঝে।"

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৬

বরুণা বলেছেন: হুম !! সত্যিই তো ভাইয়া।


সেই প্রথম সেই শেষ!!:(


যাইহোক অনেক অনেক শুভকামনা!!! অনেক ভালো থেকো।:)

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

ক্লান্ত তীর্থ বলেছেন: ফিরে এলেন তবে???



পাঠক ছিলাম আপনার এবং প্রতিফলনের।সে বহুদিন আগের কথা

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৬

বরুণা বলেছেন: ভাইয়া আমি তো ফিরে ফিরেই আসি।:)


কেমন আছো? কেমন ছিলে???


অনেক অনেক শুভকামনা।:)

৪| ১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২০

প্রতিফলন বলেছেন: দু:খপুরে বসন্ত কই? গায় না কোকিল গান;
মানুষগুলো কষ্ট ঢাকে, সুখী সাজার ভান।
যদিও আকাশ অনেকটা নীল, অনেকটুকুই ফাঁকা;
গতির মাঝে ক্লান্তি নিয়ে, একলাপনে থাকা।
বসন্ত যায় চোখের আড়াল, সফেদ কাঁথামুড়ি;
যোজন দুরে উড়ছে তখন, আমার ইচ্ছেঘুড়ি।

অস্থির সেই সময়গুলি, তুই যে ছিলি কাছে;
তোর কবিতা আদর হয়ে, বুকে আমার আছে।
কতশত শব্দগাঁথা, পড়ে কি তোর মনে?
কথা তো নয়, সুরের ছোঁয়া; স্মৃতির অনুরনে।
ধুলি ধুসর লেখার পাতায়, নেই কলমের টান;
কন্ঠ হারা তোর সে কবি, ফুরিয়ে গেছে গান।

কত্তো কথা জমছে জানিস? কত্তোগুলো আদর?
শব্দ দিয়েই বুনবো বুঝি- ভালবাসার চাদর।
তবুও যখন নীল জানালায়, ইচ্ছেরা দেয় উঁকি;
পাইনা খুঁজে কন্যা তোরে, বৃথাই আঁকিবুকি।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৫

বরুণা বলেছেন: বসন্তরা আজও আসে আজও কোকিল গায়
শুধু তোর আর আমার দুঃখপুরে বসন্ত আজ নাই......


সে যাই হোক বসন্তদিন এডিট করে, একটু ঠিকঠাক করে বই বানাতে হবেনা বলো????

তুমি দেখছি সবই ভুলে যাচ্ছো প্রতিফলন......:(

৫| ১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৮

রাজিব বলেছেন: কবিতা ভাল হয়েছে এবং পড়তে খুব ভাল লেগেছে। ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১২

বরুণা বলেছেন: থ্যাংক ইউ রাজীবভাইয়া। অনেক অনেক শুভকামনা।:)

৬| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সানজিদা হোসেন বলেছেন: কদিন ব্লগে আসিনি আর সেই ফাঁকে চুপি চুপি কবিতা লেখে যাওয়া হচ্ছে না? :)

কবিতা অনেক সুন্দর হয়েছে।

৭| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সানজিদা হোসেন বলেছেন: কদিন ব্লগে আসিনি আর সেই ফাঁকে চুপি চুপি কবিতা লেখে যাওয়া হচ্ছে না? :)

কবিতা অনেক সুন্দর হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১১

বরুণা বলেছেন: আপুনি


আমি তো কত্তদিন আসিনা আর তুমি তো মোটে কটাদিন আসোনি।:(


যাইহোক তবুও তো এলে......:)


আর তাই অনেক অনেক ভালোবাসা।

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৪

প্রতিফলন বলেছেন: শুভ জন্মদিন নিশুয়া

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৩

বরুণা বলেছেন: ভেবেছিলাম লগই করবোনা। তোমাকে দেখে আসলাম প্রতিফলন।


তোমার না বাংলাদেশে আসার কথা ছিলো।

নাকি এখনও তুমি ওপার বাংলায়?:(



তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে ......

থ্যাংক ইউ কষ্ট করে আজকের দিনে ব্লগে আসার জন্য.....:)

অনেক অনেক থ্যাংকস কল্পলোকের রাজকুমার ..........

৯| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: এই নামে কেনু এলে.
জন্মদিনে ভাসিয়েছি
তোমায় শুভকামনা বানে । :)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১০

বরুণা বলেছেন: সেলিম ভাইয়া

আমার অনেক নাম
কখনও আমি বনলতা কখনও সর্বনাম
কখনও আমি সর্বনাশী কখনও রাক্ষুসী
তবুও আমি বহুরুপেই থাকতে ভালোবাসি।

থ্যাংক ইউ তোমাকেও। এখন তো আর কেউ ব্লগীয় জনমদিন সেলিব্রেট করেনা ফেসবুক সব কেড়ে নিলো।:(

সে যাই হোক তারপরও অনেক অনেক শুভকামনা তোমার জন্যও।

সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। তোমার শুভবুদ্ধির বিকাশ হোক। তোমার কবি প্রতিভা আরও বাড়ুক। তুমি বিশাল বড় কবি হও ।রোজ রোজ কাব্য চর্চা করো । চর্চায় আর কিছউ না হোক কবি যে হওয়া যায় তা আমি ছাড়া কেউ জানেনা।:)


ভালো থেকো......:):):)

১০| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: তোমাকে দেয়া আমার অনেকগুলি নামের ব্যাপারে তো এখনো তুমি জানো না ।

তোমার জন্য একটি নাম ঠিক করেছি ধূলিকনা........
আরেকটি মহাকাশ
এবার তুমি বুঝো
বিন্দু থেকে সিন্ধু........
এমন অনেক নাম দিয়েছি কোনটাই নয় মন্দ। :)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৪

বরুণা বলেছেন: আমি সিংহী, আমি বরুণা, আমি আকাশলীনা । আকাশে বাতাসে জলে অন্তরীক্ষে থাকি ধুলি মুলিতে থাকার জন্য আমি নহি ভাইয়া।


কে বলেছে এইসব নাম কোনোটাই মন্দ নয়?
তোমার এইসব নাম পছন্দ হলোনা।
জানারও দরকার নেই আমার।


তুমি নিজেই জানো, নিজেই বসে বসে কাব্য চর্চা করো। এ্যাটলিস্ট চর্চায় কাব্য প্রতিভা বাড়ে । আগেই বলেছি।:)

১১| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কি হলো আমিও মিথুন। আমি সিংহপুরুষ। আমি রাজা। এক বর্ণ মিথ্যে বলছিনা।
আকাশলীনা ,
সত্যি বলছি আমি.......আমার প্রেমে তুমি অনন্যা জানেন অন্তর্যামী।

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

বরুণা বলেছেন: অন্তর্যামীকে শুনে আসছি!!! ওয়েট!!! :)

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

প্রতিফলন বলেছেন: নিশুয়া :)

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

বরুণা বলেছেন: কিয়া? :)

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: Khub shundor kobita....
Mugdho, obhibhooto, sporshito!
Nirontor shubhokamona...

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

অপ্‌সরা বলেছেন: হা হা খায়রুলভাইয়া!!!!!
থ্যাংকস আ লট!!!!!!!!!

১৫| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০১

শায়মা বলেছেন: ফেরার আর কোনো পথ নেই বিজনভাইয়া..... :(

১৭| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১২

বরুণা বলেছেন: ফেরার পথ ফিরে পেয়েছি! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.