|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 বরুণা
বরুণা
	দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি বরষ ফুরায়ে যাবে , ভুলে যাবে জানি!! তবুতো ফালগুন রাতে এ গানের বেদনাতেআঁখি তব ছলোছলো এই বহু মানি।চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলাতখনি চলিয়া যাবো, শেষ হলে খেলা।আসিবে ফাল্গুন পুনো, তখন আবার শুনোনব পথিকেরি গানে মিলনের বাণী।দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি !!
 
  
চমকে গেলাম হঠাৎ দেখে 
বহুদিনের পরে, 
নীল জানালার বদ্ধ কপাট 
উঠলো হঠাৎ নড়ে। 
খুঁজিস না তুই আর খুঁজিনা 
আমিও তোকে আজ, 
আমরা দু'জন দুই মেরুতে
নিয়ে হাজার কাজ।  
পেরিয়ে গেছে অনেক সময়
হারিয়ে গেছে দিন,
তবুও আজও তোর কাছেতে 
খানিক বাকী ঋন। 
ধূসর স্মৃতি মূহুর্তক্ষন 
সলুলয়েড ফিতেয়,
আটকে আছে অমলিনে
বদ্ধ চোখের পাতায়। 
জানিনা ঠিক কেমন আছি
উছল কিবা নিঠুর,
শুধু জানি হারিয়ে গেছে 
কান্নাভরা দুপুর।  
গল্প ফুরোয় গল্প হারায় 
বাঁধে নতুন সূরে,
অজান কোনো অচিনপাখি 
অচিন দুঃখ পুরে।   
দূরেই থাকিস এমনি করে 
আড়াল থেকেই দেখিস,
এমনি করেই আজীবনই
পদচ্ছবি রাখিস।   
প্রতিফলনের এই কবিতার উত্তর
 ২৪ টি
    	২৪ টি    	 +১০/-০
    	+১০/-০  ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:১৭
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:১৭
বরুণা বলেছেন: বেদনাঘন আবহ কারণ বসন্তদিন লেখার দিন শেষ হয়ে গেছে তাই ভাইয়া।
২|  ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৩৩
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৩৩
আজব লিংকন বলেছেন: আহা... 
অনেক গভীর।
ভালো লেগেছে।
"গল্প ফুরোয় গল্প হারায়
বাঁধে নতুন সূরে,
অজান কোনো অচিনপাখি
অচিন দুঃখ পুরে।"
  ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৩৫
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৩৫
বরুণা বলেছেন: এই আহা আরও বেশি আহা আহা হয়ে যেত একটা সময় যখন এই ব্লগে অনেক মানুষ ছিলো, আমাদের বসন্তদিন সিরিজ ছিলো।
৩|  ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৪৭
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৪৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন।
  ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৯
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৯
বরুণা বলেছেন: থ্যাংক ইউ !
৪|  ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০২
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০২
ডার্ক ম্যান বলেছেন: আপনাকে চেনা চেনা লাগছে
  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৮
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৮
বরুণা বলেছেন: চেনা চেনা লাগে তবু অচেনা
আমাকে যারা চেনে তারা ভোলে না!!! 
৫|  ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০৫
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৯
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৯
বরুণা বলেছেন: প্রথম কমেন্ট মুছে দিয়েছি। এবারেরটা মুছলাম না কারণ বলতে চাই ঘৃন্য মানুষদের চেহারা দেখতে চাই না আমার ব্লগে।
৬|  ১২ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:১৩
১২ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: স্মৃতি বেদনার।
  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৯
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৯
বরুণা বলেছেন: তবে পুরাটাই বেদনার নহে।
৭|  ১২ ই অক্টোবর, ২০২৪  ভোর ৬:৪৭
১২ ই অক্টোবর, ২০২৪  ভোর ৬:৪৭
প্রতিফলন বলেছেন: দুবছর পর উত্তর? আচ্ছা, জবাব হালেি দিব। 
  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:২২
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:২২
বরুণা বলেছেন: ও মাই গড!!
হ্যালির ধুমকেতু দেখার পর জবাব দেবে নাকি!!!!!!!!!!! 
যাইহোক দু,বছরেও বেশি সময় ধরে । ২০১৪ থেকে এই আইডিতে ঢুকতে পারছিলাম না সামু এর প্রবলেমের কারনে। 
কিন্তু হঠাৎ তোমার কবিতার গান দেখে মনে হলো ঢুকতেই হবে। তাই এই আইডি লগইনের জন্য মরিয়া হয়ে উঠলাম!!! 
৮|  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ৭:০২
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ৭:০২
মিরোরডডল  বলেছেন: 
খারাপ হয়নি আপু কিন্তু তুমি এর চেয়েও ভালো লেখো।
আই মিন তোমার লেখা আরো ভালো কবিতা আগে পড়েছি।
 
  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:২৩
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:২৩
বরুণা বলেছেন: আমার লেখা মানে বরুণা আমির লেখা!!!
বরুণা আমি তো এমনেই লিখি!!!   
 
ইহাকে বলে ইশটাইল!!! বরুণা ইশটাইল!!!  
৯|  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ৯:০১
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ৯:০১
রাসেল পাটোয়ারী বলেছেন: অসাধারণ লেখার গাঁথুনি আপনার।
  ১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:২৪
১২ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:২৪
বরুণা বলেছেন: ঠিক তো!!! 
কিন্তু ঐ যে উপরে মিররমনি বললো আমি আরও ভালো লিখি!!!
তুমি আমার আরও ভালো ভালোগুলো পড়ো আগে ভাইয়ু!!! 
১০|  ১৫ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৪:৩৯
১৫ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৪:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মাশাআল্লাহ
  ১৫ ই জানুয়ারি, ২০২৫  রাত ৯:১১
১৫ ই জানুয়ারি, ২০২৫  রাত ৯:১১
বরুণা বলেছেন: 
থ্যাংক ইউ থ্যাংক ইউ!
১১|  ১৫ ই জানুয়ারি, ২০২৫  রাত ১১:৫৪
১৫ ই জানুয়ারি, ২০২৫  রাত ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: দুটো কবিতাই খুব সুন্দর, হৃদয়স্পর্শী। + +
আপনার এ কবিতাটা কেমন করে যেন আমি মিস করে গিয়েছিলাম। 
কবিতায় নবম 'লাইক'। +
  ১৫ ই জানুয়ারি, ২০২৫  রাত ১১:৫৮
১৫ ই জানুয়ারি, ২০২৫  রাত ১১:৫৮
বরুণা বলেছেন: তুমি তো আজকাল একেবারেই আসা কমিয়ে দিয়েছো ভাইয়া। তাই মিস করে গেছিলে। 
১২|  ১৬ ই জানুয়ারি, ২০২৫  রাত ২:০২
১৬ ই জানুয়ারি, ২০২৫  রাত ২:০২
ক্লোন রাফা বলেছেন: অসাধার! বিরহের কবিতায় বিষাদের প্রকাশ ‼️
চমৎকার, কবিতা পড়া হয়না, কারন অধিকাংশ কবিতা রিদয় স্পর্শ করে না।
ভালো লাগার কবিতার জন্য,ধন্যবাদ বরুনা ॥
১৩|  ১৬ ই জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৪৮
১৬ ই জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৪৮
খায়রুল আহসান বলেছেন: "তুমি তো আজকাল একেবারেই আসা কমিয়ে দিয়েছো ভাইয়া। তাই মিস করে গেছিলে।" - হুঁ।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:১৩
১১ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। বেদনাঘন একটা আবহ।