![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।
পরকীয়ার ব্যাপারটি নতুন কিছু নয় এবং এটি মানুষের সহজাত প্রবৃত্তিরই ধারাবাহিক রূপ। আগে এটি অসম্ভব গোপন ব্যাপার ছিল, এখন এটি অনেকটাই সামনে চলে এসেছে নাটক-সিনেমা এবং সামাজিক যোগাযোগ সাইটগুলোর কল্যানে। এখন স্বামী বা স্ত্রী একে অন্যের অগোচরে তৃতীয় কারও সঙ্গে সম্পর্কে জড়ালেও কেউই তা টের পান না। ঘরের বাইরে তাঁরা অন্য সম্পর্কে জড়ালেও তাঁদের দাম্পত্য জীবন সুখেই রাখার চেষ্টা করেন।
তারা সবাই নিজ নিজ সাংসারিক দায়িত্ব পালন করা সত্ত্বেও আইনত সঙ্গীর সঙ্গে এ ধরনের বিশ্বাস ভঙ্গ করে চলছেন। এঁরা সবাই তাঁর সঙ্গীকে ঘরে খুশি রাখেন। নিজেদের দায়িত্ব আগ্রহ সহকারে পালন করেন, কিন্তু ঘরের বাইরে পরকীয়ায় লিপ্ত হন।
ভারতীয় মনোবিজ্ঞানী হিমাংশু সাক্সেনা বলেন, ‘পুরুষেরা প্রকৃতিগতভাবেই বহুগামী।’ বিবাহিত জীবন সুখের না হলে কিংবা কোনো কারণে সঙ্গীর সঙ্গে মন-মানসিকতা না মিললে মানুষ পরকীয়ার পথে হাঁটে। তার মতে, বর্তমান সময়ে কর্মক্ষেত্রে পুরুষ ও নারী অনেক ঘনিষ্ঠভাবে মেশে। এই কারণে, বহু ক্ষেত্রে তারা একে অন্যের সঙ্গে মানসিকভাবে অনেক কাছাকাছি চলে আসে। বিবাহিত হওয়ার পরেও নতুন কারও প্রতি এখন তাই সহজেই মানুষ আকৃষ্ট হয়ে পড়ে।
পরকীয়া সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গী কি?
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: যার যে ভাবে তার প্রকাশ কোন না কোন ভাবে বেরিয়ে যাবে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
িশশু দর্পন বলেছেন: সবচেয়ে নিকৃষ্ট কাজ । ধর্ষন / পরকীয়া এসব না করলে কি জীবন চলে না ?
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: সবার নিজ নিজ চিন্তা ধারা এক নয়। সবাইত আপনার মত চিন্তা করবে এমনটা নয় বলেই আমরা ভিন্ন।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
সঞ্জয় ঢাকা বলেছেন: আমি স্বাধীনতায় বিশ্বাসী ।
যার যেভাবে ভালো লাগবে করবে সমস্যা টা কি তাতে ?
নিজে যদি নিজের মনের কাছে সুখে থাকে তাহলেই ভালো ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: এর পরও সমাজ ও সামাজিকতা বলে কিছু কথা থাকে।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক জন বলেছিল"মোবাইলের সেরা নকিযা/প্রেমের সেরা পরকীয়া"।
তবে আমার মনে হয় পরকীয়া না থাকাই ভাল।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: থাকা ভাল নাথাকা ভাল যে যেমন তার জন্য তেমন।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
ডরোথী সুমী বলেছেন: আপনার মন যা চায় তা করতে পারেন.. যদি সন্তানদের ভালবেসে না থাকেন
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ধরেন যারা দুইজন পরকিয়া করছেন তারা আবার একে অন্যের সন্তানদেরও পছন্দ করেন তাদের ভাল ভাল উপহার হাতে রাখে। পরকিয়া অনেক সময়ই খুব পছন্দের মানুষের মাঝে হয় যা ধরা খুব মুসকিল।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
আবহমান বাংলা বলেছেন: পরকীয়াতে দোষের কিছু নেই। কিন্তু এক স্ত্রী বর্তমান থাকতে অন্য কাউকে বিয়ে করতে যাবেন না। তাহলে স্বামী স্ত্রীকে শ্রীঘরে বাসর করতে হবে।
পরকীয়া পুরুষের জন্য পৌরুষের প্রকাশ। আর নারীর জন্য লুইচ্চামির প্রকাশ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: কোন নারীর শারীরিক আকাংখা বেশী থাকে আর তার চাহিদা ঘরে না মিটলে তখনই পরকীয়া দিকে যাওয়া হয়। আবার পছন্দমত বর না পেলেও রাগের বশে এই পথে পা বাড়ান অসাভবিক না।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
নির্জন শিশির বলেছেন: মানুষের নিকৃষ্টতম প্রবৃত্তি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: যারটা যেমন কর্ম তেমন।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
সারথী মন বলেছেন: দৃষ্টি ভংগী খুবই খারাপ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ভাল বা খারাপ কিভাবে বিচার করব?
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
তিক্তভাষী বলেছেন: পরখ না করে ভালো-মন্দ কিছু বলতে পারছি না। :#>
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: সবকিছু পরখ করা ভাল কি? নেশা হয়ে গেলে কি হবে রে............
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
ঝটিকা বলেছেন: যদি এমন হয় স্বামী-স্ত্রী কোন ভাবেই মানিয়ে চলতে পারছে না তখন ডিভোর্স দিয়ে সবাইকে জানিয়ে অন্যকারো সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করা উচিৎ। তবে কখনোই পরকিয়া নয়। কারন পরকিয়ার শেষ পরিনতি কখনোই ভালো হয়না।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: তাহলেত পরকীয়া হলনা।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
মেটাল বলেছেন: তিক্তভাষী বলেছেন: পরখ না করে ভালো-মন্দ কিছু বলতে পারছি না।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আবু শরীফ মাহমুদ খান বলেছেন:
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
চারু হক বলেছেন: বর্তমানে "পরকীয়া" নারী-পুরুষ উভয়ের কাছে আধুনিকতার এক ধরনের প্রকাশ বলে মনে হচ্ছে। যদি কারো একটির বেশি যৌন-সম্পর্ক না থাকে, তাহলে তাকে গেঁয়ো/ সেকেলে ইত্যাদি অপবাদ সইতে হচ্ছে। আগে সুযোগের অভাবে নারীদের চেয়ে পুরুষের মধ্যে এ ধরনের প্রবণতা বেশি দেখা যেতো। কিন্তু এখন উভয় পক্ষের সুযোগ সৃষ্টি হওয়াতে এক্ষেত্রে পুরোপুরি নারী-পুরুষ সমতা বাস্তবায়িত হয়েছে মনে হয়। আমরা ক্রমশ আধুনিকতার দিতক এগিয়ে যাচ্ছি আর কি (!!!)
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: পরকীয়া বিষয়টি নতুন নয়। আদিকাল থেকে চলে আসছে। একজনকে পছন্দ করার পরে এবং চাহিদা পুরন না হলে অন্যজন, পরকীয়া এভাবেই হয়েছে। আমাদের জানা-অজানায়। মানুষ নিজেকে লুকানর ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করছে মাত্র।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
পঞ্চপাণ্ডব বলেছেন: পরকীয়া অন্তব্য ভাল জিনিশ। কিন্তু ধরা খাইলে জুতার বারি খাওনের সম্ভাবনা আছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: পরকীয়া কবে কখন ভাল জিনিশ ছিল?
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: এই পোষ্টাতে এখন পযর্ন্ত সুস্থ আলোচনা হচ্ছে নির্বাচিত এলাকায় স্থান দেওয়া যায় কি?
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শফীক রহমান বলেছেন: ডরোথী সুমী বলেছেন: আপনার মন যা চায় তা করতে পারেন .. যদি সন্তানদের ভালবেসে না থাকেন
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: মন যা চায় তা করতে পারা ভাল কি?
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
ইভা_110 বলেছেন: লেখকের মস্তিক্য মনে হয় বিগড়ে গেছে তাই এভাবে প্রশ্নটি উপস্থাপন করেছেন! কেননা লেখার মধ্যে নিজেই অভিমত ব্যক্ত করেছেন তাই কখনোই নিরপেক্ষ জরিপের নীতি নয়।
আর তাছাড়াও লেখক নিশ্চিত ভাবে একজন হিদু ম্যান , মুসলিম নিক নিয়ে খেলা করছেন বেকুপের মত।
প্রতিটি নারীর কাছেই পরকীয়া পৃথিবীর সবচেয়ে অমানবিক ও নোংড়া অপরাধ। পরকীয়াতে তিনপক্ষই ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।
মানুষের মধ্যে পাশবিক গুণগুলো অবস্থানের পাশাপাশি তার মধ্যে রয়েছে মানবিক উপাদান । সুতরাং শুধু লাগামহীন ভাবে পাশবিক ঝোকগুলোকে চরিতার্থর করার পিছে ছুটে চল্লেই মানুষ হওয়া যাবে না। মানুষ হিসেবে পরিচয় দিতে হলে মানবিকগুলোর বিকাশ ঘটাতে হবে । হিদু ধর্ম + ভারতীয় সংস্কৃতিতে পরকীয়ার ছড়াছড়ি যার নাগিনী ছোবল থেকে আমাদের দেশও আজ রক্ষা পাচ্ছে না। একটি সুন্দর সংসার গড়ে তুলতে হলে অবশ্যই পরকীয়ার চিন্তা নিজকে পরিচ্ছন্ন করতে হবে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: লিখতে হয় তাই লিখেন । আপনি আমার আগের লেখাগুলো পড়ে দেখেছেন কি? আমি কখনই ছদ্দনামে লিখিনা আর লিখতে চাইও না। পরকীয়া হিন্দু ধর্মের আর ভারতিয়দের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন? পৃথিবীর অতিত এবং বতর্মান দেখে মন্তব্য করলেন নাকি চোখ বুজে থাকেন। এত অনাচার এইডস নামের মরন ব্যাধি সহ বিভিধ সমস্যাগুলো আপনার নজরে আসেনা? আমার লেখাটাও আপনি ভাল করে পড়েননি। আমি লেখা ও সওয়াল জবাবের লেখগুলো আবার একটু মনজোগ দিয়ে পড়েন দয়া করে।
আপনার লেখার শেষ লাইনটার জন্য ধন্যবাদ।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
কেতকী বলেছেন: পরকীয়া হলো দীর্ঘদিনের সম্পর্কে বিশ্বাস ভেঙ্গে অবিশ্বাসের এক জলন্ত উদাহরণ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: মনের কথাটা বল্লেন। ধন্যবাদ এবং ধন্যবাদ......
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
স্বপ্ন চারিণী বলেছেন: পরকিয়া সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গীঃ
অন্যে করলে দুনিয়ার সবচেয়ে জঘন্য খারাপ কাজ;
আর আমি করলে সর্বকালের শ্রেষ্ঠ প্রেম !