নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিল অমিল নিয়েই আমাদের পথ চলা

Mahmood Khan

আবু শরীফ মাহমুদ খান

আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।

আবু শরীফ মাহমুদ খান › বিস্তারিত পোস্টঃ

৭ টি অ্যালার্জি প্রতিরোধ ব্যবস্থা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

বেশির ভাগ ক্ষেত্রে মানুষ জানে কোন খাবারটিতে তার অ্যালার্জি আছে। যেমন বহু মানুষের গরুর মাংস খেলে অ্যালার্জি হয়, চিংড়ি খেলেও হয়। অ্যালার্জির কোনো স্থায়ী নিরাময় নেই। প্রতিরোধ ও নিয়ন্ত্রণই একমাত্র উপায়। প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি হচ্ছে নিজের রোগ, অ্যালার্জেন ও ঋতু পরিবর্তন সম্পর্কে সচেতনতা। যেসব বিষয় অ্যালার্জি সৃষ্টি করে, তা থেকে যথাসম্ভব দূরে থাকাই চিকিৎসার প্রথম ও সর্বোত্তম পন্থা। এ ক্ষেত্রে এই সময়ে কিছু সাধারণ নিয়ম মেনে চলতে পারেন। যেমন—



১. খুব ধুলোবালির সময় জানালা বন্ধ রাখতে পারেন।



২. বিশেষ ঋতুতে জনবহুল ও খোলা স্থানে যেখানে অ্যালার্জেনের প্রকোপ বেশি, সেসব স্থান এড়িয়ে চলতে পারেন, যেমন মেলা, মার্কেট, পিকনিক, পার্ক ইত্যাদি।



৩. যদি বাইরে বেশি বেরোতেই হয়, তবে নাকে মাস্ক ব্যবহার করেও সুফল পাওয়া যায়।



৪. ঘরদোর, বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখবেন, নিজেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। তবে ঘর ঝাড়ু দেওয়ার সময় কাছে না থাকাটাই ভালো।



৫. পরিবেশ ও বায়ুদূষণ এসব রোগের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। তাই এ বিষয়ে সবারই সচেতন হওয়া উচিত।



৬. স্বল্পমাত্রায় অ্যালার্জি হলে মুখে খাবার অ্যান্টিহিস্টামিনই যথেষ্ট। কয়েক দিন ওষুধটি খেতে হয়। তবে বেশির ভাগ অ্যান্টিহিস্টামিন ওষুধ খানিকটা ঘুম ভাব উদ্রেক করে। তাই সারা দিন ঘুম ঘুম পায়।



৭. ত্বকে র‌্যাশ বের হলে অ্যান্টিহিস্টামিনের সঙ্গে অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড ক্রিম যেমন হাইড্রোকর্টিসন আক্রান্ত স্থানে লাগাতে হবে। আক্রান্ত স্থানে বরফের সেঁক দিলেও উপকার পাওয়া যায়।



দেহ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

মাক্স বলেছেন: এলার্জি থাকলেতো দেখি ভয়াবহ অবস্থা!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: নিরাপদ থাকা আরও জরুরী

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

বিচছু বলেছেন: ভাই লেখা বন্ধ কইরেন না :-/ চালায়া যান !:#P !:#P

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: শাহবাগ নিয়া দুইটা পাদ দিলেও অনেক জন দৌড়াইয়া আসে। অন্য লেখার বেল নাই।

৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

দুর্বার বলেছেন: ভাল লিখেছেন।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: চেষ্টা করি ভাল কিছু শেয়ার করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.