নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিল অমিল নিয়েই আমাদের পথ চলা

Mahmood Khan

আবু শরীফ মাহমুদ খান

আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।

আবু শরীফ মাহমুদ খান › বিস্তারিত পোস্টঃ

ফোমাইট থেকে মুক্ত থাকুন!

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮





১· আপনি কি কলম চাবান?



২. বইয়ের পাতা ওল্টানোর সময় বা টাকা গুনতে জিভে আঙ্গুল স্পর্শ করেন?



৩. আপনি কি হোটেলে খাওয়ার আগে নিজ হাতে পাত্র পরিষ্কার করতে ভুলে যান?





ওপরের উদাহরণগুলোর কলম, বই, টাকা, গামছা ও পাত্র বই হচ্ছে ফোমাইট। ফোমাইট শব্দটির সঙ্গে আমরা তেমন পরিচিত নই। নাম শুনে মনে হতে পারে, ফোমাইট কোনো রাসায়নিক পদার্থ।



আসলে তা নয়। ফোমাইট হলো এমন সব জড় পদার্থ (পানি ও খাবার ছাড়া) যেগুলোয় রোগজীবাণু সাময়িকভাবে লেগে থাকতে পারে এবং সময়সুযোগমতো সেখান থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে।



আমাদের চারপাশে অসংখ্য ফোমাইট রয়েছে। বই, খাতা, কলম, পেনসিল, থালা-বাসন, গ্লাস, কাপ-প্লেট, চামচ, টাকা, কাপড়চোপড়, পানির ট্যাপ, দরজার ছিটকিনি, ঘটি-বাটি, পানের বাটা, চুনের কৌটা, টিভির রিমোট-কত কী-ই না আছে। এসব ফোমাইটে রোগজীবাণু কয়েক মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।



যেসব রোগ হাঁচি-কাশি, মল বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, সেসব রোগ ফোমাইটের মাধ্যমেও ছড়াতে পারে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, চোখ ওঠা, ডায়রিয়া, সুতাকৃমি, আমাশয়, হেপাটাইটিস-এ, ডিপথেরিয়া, টাইফয়েড প্রভৃতি রোগ এসব ফোমাইটের মাধ্যমে ছড়াতে পারে। আমাদের চারপাশে অসংখ্য ফোমাইটের ব্যাপক উপস্থিতি দেখে আমরা ফোমাইট-বাহিত রোগের সমস্যার পরিধিটা আন্দাজ করতে পারি।



এসব রোগ প্রতিরোধযোগ্য। যেসব ফোমাইট ধুয়েমুছে পরিষ্কার রাখা যায়, সেগুলো ধুয়েমুছে পরিষ্কার রাখা এবং ফোমাইটগুলো স্পর্শ করার পর হাত ধুয়ে পরিষ্কার করা-এ দুটি উপায়ে আমরা তা করতে পারি। সচরাচর হয়ে থাকে, এমন সব সংক্রামক রোগ প্রতিরোধের জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া খুব সহজ ও সবচেয়ে কার্যকর পদ্ধতি।



দেহ

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: এটা আমার শততম পোষ্ট। পড়ার পর কিছু এটা লিখলে একটু উৎসাহ পাই।

২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

রিমন রনবীর বলেছেন: ভাল লাগল। আর শততম পোস্টের জন্য অভিনন্দন :)

৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

মোস্তাফিক বলেছেন: +++++++

৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭

দুর্বার বলেছেন: হুমমম জানলাম ধন্যবাদ। শততম পোস্টের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.