![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সূর্য্যদয় মানে একটি নতুন দিন, একটি নতুন সম্ভাবনা..
ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি, 3R এ সেট করার কৌশল সম্পর্কে একজন ব্লগারের একটা পোষ্ট পড়েছিলাম, কিন্তু কৌশলটা মনে নাই, কেউ সাহায্য করবেন কি?
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৯
মাহমুদ... বলেছেন: ধন্যবাদ নীল সমুদ্র
২| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৩
তানভীরসজিব বলেছেন: প্রথমে ছবিটা সিলেক্ট করুন, তারপর কপি ctrl+C তারপর নতুন পেজ এর জন্য ctrl+ N দিন, সেখানে পাসপোর্ট সাইজের ছবির হাইট, ওয়াইড দিন ১.৫৩, ১.৯৬ রেজুলেশন ৩০০ ওকে করে নতুন পেজে পেষ্ট করেন ctrl+ V....তারপর শিফ্ট চেপে ছবিটা মাপমত ছোট অথবা বড় করে নিন । তারপর সাইজ করা ছবিটাকে সিলেক্ট করে ctrl+C তারপর নতুন পেজ ctrl+ N দিন সেখানে 3R সাইজ করে নিন, ৩.৫, ৫ রেজুলেশন ৩০০ দিয়ে ওকে করুন, তারপর 3R পেজে পেস্ট করেন ctrl+ V, সেখানে একটা একটা করে বসিয়ে দিন পাসপোর্ট সাইজ ছবি গুলো....সুবিধা মতো করতে চাইলে রুলার নিয়ে নিন ctrl + R, তারপর সেভ করে ফেলুন , দ্যাটস ইট......খুশি ?
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৯
মাহমুদ... বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৫১
প্রািন্ত বলেছেন: ফটোসপে অনেক ভাবেই কাজ করা যায়। আমি সাধারণত যেভাবে কাজ করি সেটাই জানাচ্ছি। 3R ছবির মাপের একটা সাদা পেজ নিতে হবে। সাদা পেজটির মাপ ৫ইঞ্চি বাই ৩ দশমিক ৫ ইঞ্চি হওয়া আবশ্যক। এবার পাসপোর্ট ছবিকে ৯০ ডিগ্রী সিডব্লিউতে রোটেড করি এবং তা কপি করে ঐ 3R মাপের সাদা পেজে পেষ্ট করি। এভাবে ৪টি পাসপোর্ট এবং ৩টি ষ্ট্যাম্প ছবি একটি 3R ছবিতে সাজানো যায়।
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭১৩৭১০২৭২
৪| ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৬
অািরফুররহমান বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪০
নীলসমুদ্র বলেছেন: cntrl+N চাপুন। এরপর hight 5 inch, width 3.5 inch দিয়ে ok করুন। এরপর যে ছবি সেট করতে চান সেটাকে এখানে টেনে আনুন। পাসপোর্ট সাইজের ছবি এখানে ৪ টি বসাতে পারবেন। এরপর সেভ করুন।