নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো উপকার করতে না পারি কারো ক্ষতি করি না।

মাহমুদ নবী

মাহমুদ নবী › বিস্তারিত পোস্টঃ

রাসূল স. এর সুন্নাহ ই হলো সর্বোত্তম স্টাইল

০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৩

প্রত্যেকটা টিভি চ্যানেল আজকে মুসলিম তরুণদের গায়ক নায়ক বানানোর কজে ব্যস্ত। প্রত্যেকটা কর্পোরেট মিডিয়া আজকে যুবক যুবতীদের অশ্লীলতা আর বেহায়াপনার দিকে ডাকছে। আজকে মুসলিম তরুণদের চেহারার দিকে তাকালে বোঝা যায় না তারা কি মুসলমানের সন্তান না কাফিরদের সন্তান!! তারা কি ইসলামের অনুসারী নাকি হলিউড বলিউডের অনুসারী!! তারা কি মুহাম্মদ স. এর উম্মত নাকি আব্রাহাম লিংকনের উম্মত!! আজকের মুসলিম তরুণেরা হেয়ার স্টাইল থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সর্বক্ষেত্রে কাফিরদের স্ট্যাইলের অনুকরণ করছে। হলিউড বলিউডের কুলাঙ্গারদেরকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে।

ওহে মুসলিম তরুণেরা! তোমরা কি তোমাদের নবী মুহাম্মদ স. কে ভালবাসো না? তোমরা কি তোমাদের নবী মুহাম্মদ স. এর আদর্শকে ভালবাসো না? আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফের মধ্যে বলছেন, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের জিবনের মাঝেই রয়েছে উত্তম আদর্শ’।

ও যুবকেরা! মুহাম্মদ স. এর আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কার হতে পারে? মুহাম্মদ স. এর আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কি হতে পারে? রাসূল স. এর সুন্নাহ এর চেয়ে আর উত্তম স্টাইল কি হতে পারে? আসোনা আমরা রাসূলে আদর্শ কে গ্রহণ করি। কাফেরদের আদর্শকে বর্জন করি।


-কনভার্ট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৩

অগ্নিবেশ বলেছেন: অন্যদের হিংসে করে বড় হওয়া যায় না রে পাগলা।
সব কাফেরই খারাপ না রে পাগলা।
মানুষ দেখা শেখ রে পাগলা।
তার সৃষ্টিকে ভালোবাস, তবেই তার করুণা পাবি রে পাগলা।
এই যে চারিদিকে এত নাচাগানা, এ যে তোর পরীক্ষা রে, বিচারের দায়িত্ব শুধুই তার।
তুই শুধু ইমান ঠিক রেখে কাজ করে যা, ফল পাবি।
যারা নাচা গানা করে, তাদের শাস্তি তিনি দেবেন,
তোর মাথা ঘামানোর দরকার কি?
সাবধান, তার সৃষ্টিকে সাজা দেওয়ার মালিক তিনি, তুই না।




০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৯

মাহমুদ নবী বলেছেন: পবিত্র কুরআন শরিফে আল্লাহ তায়ালা বলেছেন, রাসুল স) যা নিয়া এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এছাড়া রাসুল স) বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমার সুন্নতকে পরিত্যাগ করলো সে যেন আমাকেই পরিত্যাগ করলো। এ ছাড়া হাদিসে আরো উল্লেখ আছে, যার সাথে যার মহব্বত তার সাথ তার কিয়ামত। এখন বলুন কাকে অনুসরণ করা দরকার?

২| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৭

অমানুষ ১ বলেছেন: ভালো লাগলো

৩| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫১

অগ্নিবেশ বলেছেন: বইয়ের এক এক জায়গায়, এক এক রকম লেখা,
মাইনষে পড়ে, হে বোঝে এক, অন্যেরা বোঝে আরেক।
হেরা আবার এক এক জন, এক এক জনরে এক এক রকম বোঝায়।
হেঁয়ালিতে ভরা একটা বই, যে যেম্বায়ে পায় বোঝে বা বুঝায়।
একই বই পড়ে কেউ গায় মানব প্রেমের গান, আবার কেউ মাইষেরে ঘেন্নায় কোপায়।
সবে শুরু হইছে, দেহি কত দলে ভাগ হয়ে কোপাকুপি করে।
একটাই পথ এখনো আছে, সবাই মিল্লা বইটারে সংস্কার কইরা রুপক, হেঁয়ালি
বাদ দিয়ে সিদা কথায় লেখা যাতে সবাই এক রে একই বোঝে।
আর ১০ বছর পর পর একবার বইটার নতুন সংস্করণ করে।
ইহা ছাড়া আল্লাহও কাউরে রক্ষা করতে পারবে না, কারন
আল্লাহ তাদেরই সাহায্য করে যারা তাদের নিজেদের সাহায্য করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.