![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে ভুদাইয়ের দল ফেলিছে নিশ্বাস, কোন ভুদাইকে করিনা বিশ্বাস।
হলুদ সাংবাদিকতার অনলাইন পথিকৃত বাংলানিউজে এখন একটা লেখা দেখলাম সামহোয়্যারইন ব্লগ নিয়ে। যেখানে অমি রহমান পিয়াল বাংলানিউজকে বলেন, ‘‘সামহোয়্যার ইন ব্লগে মুক্তিযুদ্ধবিরোধী এবং যুদ্ধাপরাধীদের পক্ষে কৌশলে কিছু পোস্ট ও মন্তব্য প্রমোট করা হয়। মুক্তিযুদ্ধবিরোধী এসব পোস্ট এখনও ব্লগটিতে সার্চ দিলে পাওয়া যায়।’’
তিনি বলেন, ‘‘তারা মাঝেমধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে লোকদেখানো কিছু পোস্ট স্টিকি (প্রথম পেজে স্থির রাখে) করে, যেমন শাহবাগ আন্দোলনের একটি পোস্ট তাদের হোমপেজে রয়েছে- যাতে তারা বুঝাতে পারে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের পোস্ট স্টিকি করছি। কিন্তু এ সাইট নিয়মিত পর্যবেক্ষণ করলে এর বিপরীত চিত্র বেরিয়ে আসবে।’’
ঐ রিপোর্টে আরো বলা হয় সামহোয়্যার ইন ব্লগে প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত-শিবিরচক্র। কর্তৃপক্ষের সুযোগ ও প্রশ্রয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে।
শুরু থেকে দেশবিরোধী, অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পরিবেশনের কারণে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছে ব্লগ সাইটটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনেরও ‘কৌশলে’ বিরোধিতা চলছে বাংলাদেশের সবচেয়ে বড় এই ব্লগসাইটে।
সব মত-পথের লোক এ সাইটে লেখালেখি করলেও জামায়াত-শিবিরপন্থি ব্লগারদের তোষণের অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে। দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।
আমার ব্লগের পেইড এজেন্ট অমি পিয়াল-জেবতিকদের গাত্রদাহ নতুন কিছু। এটা আবারো প্রকাশ হলো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
ভুদাই বলেছেন: একজন ভাল রিভার্স শিল্পি হিসেবে আপনার সুখ্যাতি এখন বিশ্বজুড়ে
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: ছাগুদের ব্লক করা উচিত হবে না। তাদের ম্যাৎকার না শুনলে ঘুম আসে না্।
পিয়াল ভাই পিয়াল ভাইয়েল কথা বলছে, সামু সামুর কাজ করছে। এত কিছু ভাবার সময় নাই।
সময় এখন গর্জনের
ছাগুর উপর মুত্র বিসর্জনের।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: সংকির্ণমনা
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
একজন ঘূণপোকা বলেছেন:
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
হাঁসি মুখ বলেছেন:
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: পিয়াল যে এইটা লিখছে তার কোন নির্ভরযোগ্য সুত্র থাকলে দেন । ওঁরেও গদাম দেই । লীগের বড় বড় নেতারা ভাত পায় না আর পিয়াল ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
ভুদাই বলেছেন: লিংক দিলাম না
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: পিয়াল যে এইটা লিখছে তার কোন নির্ভরযোগ্য সুত্র থাকলে দেন । ওরেও গদাম দেই । লীগের বড় বড় নেতারা ভাত পায় না আর পিয়াল ।
আগের মন্তব্য টা মুছে দেন ভাই । ওরে '' এর উপরে চন্দ্রবিন্দু হয়ে গেছে
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
কান্টি টুটুল বলেছেন:
বিশ্বের সর্ববৃহৎ বাংলা ব্লগে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে-এমনটাই তো হওয়া উচিত।
একটি নীতির দিক দিয়ে "আমার ব্লগ" আর "সোনা ব্লগ" একই সূত্রে গাঁথা-এরা নিজস্ব মতবাদ প্রচার করে,
কিন্তু......
সামহ্য়্যারইন ই শ্রেষ্ঠ কারণ তারা সকল মত প্রকাশ করে।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
বিপদেআছি বলেছেন: সামহ্য়্যারইন ই শ্রেষ্ঠ কারণ তারা সকল মত প্রকাশ করে।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
মিত্রাক্ষর বলেছেন: এই মাথামোটা বান্দরদের পাবলিক লাই দিয়ে মাথায় তুলসে। এখন মজা দেখুক।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
ক্যাচাল বাজ বলেছেন: ৪ ঘন্টা আগের ফেবুতে স্ট্যাটাস ঃ
Omi Rahman Pial
বেশী না, আপনে গোটাপাচেক ছাগুপেইজে একবার চোখ বোলান। তমসম বেগম, বাশের কেল্লা এইটাইপের। এরপর পোস্টগুলা দেখেন। একই পোস্ট রিসাইকেলড। একদম ফিক্সড কিছু প্রপোগান্ডা। এবং সেইগুলা তাদের ছোট ছোট শাখা পেইজগুলাতেও প্রচারিত হয়। ফেসবুকের আগে ব্লগেও এইসব প্রচারণা ছিলো। আমরা লাইন বাই লাইন ওদের মিথ্যা প্রমাণ করে দিছি। এবং ফেসবুকেও লড়াইটা জারি রাখছি। ওকে মানলাম তরুণ প্রজন্ম ইতিহাস জানে না, তারা বিভ্রান্ত ছিলো, তাদের সত্য জানানো হয় নাই, এমনকি অনেকে বাবা-মা, চাচা, মামার কাছেও একই টাইপের গীবত শুনছে। দলিল প্রমাণ তাদের চোখ খুলে দিছে, তারা নিজেদের বিচার বিবেচনাবোধ খাটায়া সিদ্ধান্তে আসছে তারা ভুল জানতো।
কিন্তু এতো গেলো ইতিহাসের কথা। বর্তমান নিয়াও কি তারা বিভ্রান্ত? এই যে শাহবাগে প্রজন্ম চত্বরে এতবড় আন্দোলন, এটাও সরাসরি সম্প্রচার হচ্ছে, অনেকে সেখানে উপস্থিতও। তারপরও ছাগু পেইজগুলায় এটা নিয়ে কি লেখা হচ্ছে? কি লেখা হচ্ছে সোনার বাংলা ব্লগ, সামহোয়ার ইন ব্লগ, আমার দেশ নয়া দিগন্তে? নিজের চোখেই কি তোমরা দেখতেছো না তাদের স্বরূপ। যুগ যুগ ধরে তারা যে মিথ্যাচার চালায়া আসতেছে তার হাতেনাতে প্রমাণ কি পাইতেছো না?
এইসব পেইজের বিরুদ্ধে রিপোর্ট করে লাভ নাই। একেকটা প্রপোগান্ডা হাইলি ভিজিটেড বানায়া দিতেছো তোমরা। তাদের উৎসাহ দিতেছো এইগুলা পইড়া, পক্ষে বা বিপক্ষে কমেন্ট কইরা, এমনকি গালি দিয়াও। তারা বলতেছে নাস্তিকরা-কমিউনিস্টরা গালি দিতেছে, ভারতের দালালরা গালি দিতেছে, আওয়ামী লীগের দালালরা গালি দিতেছে, অতএব আমরা সত্য বলতেছি। আর কতো তাগো পেইজের হিট বাড়াইবা। সমগ্র বাংলাদেশে যখন আমরা তাদের বর্জনের ডাক দিছি, কেনো ফেসবুকে তাগো আয়রোজগার বাড়াইবা, তাগো ভোক্তা হইবা? থামো। বর্জন করো। বাংলা অনলাইনে আমরা ওদের অস্তিত্বই স্বীকার করবো না আর। প্রতিবাদের দরকার নাই, উপেক্ষা করো। তুমি তাদের না চিনলেই তারা বিপন্ন হয়ে পড়বে। তাদের অস্তিত্ব নির্ভর করে তোমার স্বীকৃতিতে। তুমি ছাগু বইলা একটা গালি দিলেও সে জীবন পায়। জাস্ট ফাক দেম অল। সিটিএন।
পিয়ালের ফেবু আইডি
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
গোধূলির রঙ বলেছেন: এই পোলাপান গুলারে কে বুঝাবে যে, ১৯৭১ সালে পাক বাহিনী আমাদের বুকে গুলি করেছে, জনতা বুকে নিয়েছে বুলেট দেশকে স্বাধীন করার জন্য। শাহবাগের মত নাচ, গান, আনন্দ , ফূর্তি করার টাইম তাদের ছিলোনা। খিচুড়ি আর সরকারী পানি খাওয়ারও টাইম তাদের ছিলনা বা তাদের দেয়নি তখনকার সরকার। বুলেট এসেছিলো চার দিক থেকে। শাহবাগকে ৭১ এর মত করে দেখাতে গিয়ে আমাদের স্বাধীনতাকে খাটো করবেননা।
জাস্ট, আরো একটু ভাবুন। শাহবাগে আন্দোলনের নামে বামরা কি চায়। এদের আসল দাবি ফাঁসি না। এদের টার্গেট ইসলাম। মুসলমানের ছেলে হলে ভাবুন। আর পরিমলের দলের লোক হলে ভাবার দরকার নাই। ওখানে গিয়া উলালে নাচুন।
শাহবাগে যে সব পোলা চিল্লাইতাছে এগুলার আতলামি দেখে আমি একেবারে মার্মাহত। আরে বোকাচোদা আবালের দল। ওখানে গিয়ে এদের ভাব এমন যে এরা মুক্তিযুদ্ধ কইরালাইতাছে। এতো রাষ্ট্র ও পুলিশি প্রোটেকশন, খিচুড়ী, পুলিশ কর্তৃক চার দিকের রাস্ত বন্ধ কইরা সারা শহর থেকে লোক আইনা কি জনতার বিপ্লব হয়? এরা কি বিপ্লবের মানে বুঝে? আরে, বিপ্লব হয় বন্ধুকের মুখে। পুলিশ গেরাও করে নিরাপত্তা দিয়ে নয়।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বন্ধুকের মুখে, ভাষা শহীদরাও এমনকি ৯০ এর গণঅভ্যূথানের সময়ও। রাষ্ট্রের পাহারায় বইসা বইসা খিচুড়ী আর ওয়াসার পানি খাইয়া বিপ্লব হয়না। বিপ্লবের মানে বুইঝা শাহবাগ যা, নইলে ঘরে বইসা শাহবাগের চিত্র দেখ আর প্রাণ খুলে হাস। কামে লাগবো। এতো প্রটেকশনে নাটক দেইখা লজ্জায় মরতাছি। ভাবতেছি, এই সব শাহবাগের খিচুড়ি বাহিনী যদি ৭১ এ থাকতো তবে আমাদের জন্য ক্ষতিই হতো। আমার বাপজান আমারে এখনো কয় মৃত্যুর মুখে যদ্ধ করেছে, শাহবাগের মত সরকারের পুলিশি নিরাপত্তায় খিচুড়ি খেয়ে নয়।
কথাগুলা বুঝলে বুঝ, না বুঝলে শাহবাগের রাস্তা মাফ।
শাহবাগে যারা গেছে বা যারা অন্যমতকে যুক্তিদিয়ে না রিফিউট করে গালি দিয়ে করে এদের সবার মাঝে আমি পাক হানাদার বাহিনীর মেজাজ দেখি। পাক বাহিনী আর এইসব বাম আর ধর্মনিরপেক্ষদের মেজাজ একই রকম। আমার তাই সন্দেহ হয়, এরা কার ঔরশজাত।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
মাইকেল স্কোফিল্ড বলেছেন: কািন্ট টুটুল বলেছেন: বিশ্বের সর্ববৃহৎ
বাংলা ব্লগে সকলের মত প্রকাশের
স্বাধীনতা থাকবে-এমনটাই
তো হওয়া উচিত। একটি নীতির দিক
দিয়ে "আমার ব্লগ" আর "সোনা ব্লগ"
একই সূত্রে গাঁথা-এরা নিজস্ব মতবাদ
প্রচার করে, কিন্তু...... সামহ্য়্যারইন ই
শ্রেষ্ঠ কারণ তারা সকল মত প্রকাশ
করে।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
মোমের মানুষ বলেছেন: এই পিয়াল টা ক্যাডা? আমাদের প্রিয় সামু নিয়া প্রোপাগান্ডা চালাইতাছে? সে কোন ব্লগের?
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
rakibmbstu বলেছেন: পিয়াল ব্যাটা বোধ হয় কুত্তালীগের হোমরা-চোমরা হইবেক
এই দুনিয়ায় তিনডা জিনিষরে দৌড়ের উপর রাখতে হইবো.....
১. কুত্তালীগ
২. ছাত্রলীগ
৩. শিবির
তাইলে সব ঠান্ডা হইবেক! হু!!!
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
বিডি আইডল বলেছেন: কোন বালে কি বলছে আর বাল পত্রিকা এটা প্র্রকাশ করছে
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
আল ইফরান বলেছেন: বিডি আইডল বলেছেন: কোন বালে কি বলছে আর বাল পত্রিকা এটা প্র্রকাশ করছে ।
ভালো বলছেন।
সামু চলবে সামুর গতিতে, অমি কি কইলো বা না কইলো তাতে আমাদের প্রিয় এই ব্লগের কিচ্ছু আসে যায় না।
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেইরকম চালু পাবলিক, খালি অন্যকয়েকটার সাথে সামুর নাম ও চালায় দিছে, পড়ে ওইটা নিয়ে নিউজ যাতে বের হয় সেটা নিশ্চিত করছে। কিন্তু বেইল আছে নি? Click This Link
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
স্বাধীকার বলেছেন: বাংলানিউজ২৪।কম, এই নিউজটি করেছে। তাদের নিউজের ধরন এবং গোপন ইচ্ছা আন্দাজ করলে এটা বুঝতে কষ্ট হয়না যে, তাদেরও ব্লগ আছে এবং সেটাকে জাতে তোলার চেষ্টা করছে সামহোয়্যারকে ছোট করে। অমি ভাইয়ের মতো ব্লগারও সামহোয়্যারকে প্রকারন্তরে ছাগুবান্ধব হিসাবে, ছাগুতোষক হিসাবে দেখানোর চেষ্টা করলেন, পরোক্ষভাবে থ্রেটও করলেন-যা বাকশালী কায়দার অংশ, ভিন্নমতকে পদদলিত করা। অথচ এখানে তার পদচারণা ছিলো, এখান থেকে তার বহু অর্জন আছে। মূলত বহু ব্লগ সামহোয়্যারকে হিংসা করে থাকে এবং সুযোগ পেলে সরকারকে ছয়-নয় বুঝিয়ে ব্লগটি বন্ধ করতে পারলে নিজেদের ব্লগার বাড়ানোর স্বপ্ন দেখতে পারে, সরকারকে ফেরেশতা হিসাবে আলোকিত করতে পারে। আজকে সামহোয়্যারকে ছাগুতোষক হিসাবে প্রতিভাত করার পেছনে বাংলানিউজ পরিকল্পিতভাবে প্রচারণায় নামলো। এর সাথে যোগ দিলো শিবিরের ন্যায় আওয়ামী মৌলবাদী ব্লগার-এটাও আগামীর ইতিহাসে জায়গা পাবে। অথচ আমরা সামহোয়্যারে আছি, আমাদের চোখে পড়লোনা সামুর ছাগুতোষণ, চোখে পড়লো বাংলানিউজের এবং সাক্ষী দিলো পিয়াল ভাই-যিনি আমার ব্লগের পেইড হিসাবে স্বীকৃত। সময়ে সবার চরিত্রই উন্মোচিত হয়, জাস্ট আমাদের বুঝতে হচ্ছে-সরকার কি চায়, সে অনুযায়ী দল কি চায়, দলকে ব্যবহার করে অন্য ব্লগ গুলো কি অর্জন করতে চায়।
জাশিদের পরাজিত করতে আমাদের সাধারণ ব্লগাররাই যথেষ্ঠ। সামুকে র্নিয়ে পিয়াল ভাইদের এই খাউজানীমার্কা বিষোদগারকে ঘৃণা জানানো উচিত সকল সামু ব্লগারের। একজন সাধারণ ব্লগার হিসেবে অপমানিত বোধ করছি।
২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
চেয়ারম্যান০০৭ বলেছেন: সামুর উপ্রে বিলা হৈয়া কতোজনে কতো কিছু কর্ছে আর কর্তাছে তার ইতিহাস কৈতে গেলে এক লিপ ইয়ার থাইকা আরেক লিপ ইয়ার আয়া পড়বো।যাগো চুলকানি আছে তাগোরে চুলকাইতে দেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
ভুদাই বলেছেন:
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
আল-রোমান বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। পিয়াল জিনিয়াস বাট তার পোষ্ট কমেন্টের ভাষা ভদ্র সমাজে গ্রহনযোগ্য না। আইজুর অবস্থাও সেইম। আপনি আপনার পরিবারের লোকজন নিয়ে অমি পিয়াল বা আইজুর পোষ্ট কমেন্ট দেখতে চাইবেন না। যাদের কীবোর্ড দিয়ে এত্ত নোংরামী বের হয়, তারা যত জিনিয়াসই হোক তাদের মানসিকতা কোনভাবেই ভালো বলা যায়না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তাদের কথার নিন্দা জানাই ।
এই গণমানুষের ব্লগ, এখানে জামাতী -শিবির থাকবেই , তাদের দেওয়া পোস্ট থাকবেই , তাতে সমালোচনার কি হলো।