নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারিদিকে শুধু ভুদাই আর ভুদাই

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।

ভুদাই

চারিদিকে ভুদাইয়ের দল ফেলিছে নিশ্বাস, কোন ভুদাইকে করিনা বিশ্বাস।

ভুদাই › বিস্তারিত পোস্টঃ

এ কোন দেশে আছি? বিএনপি নেতাকে বোমা মেরে ছিন্নভিন্ন করে দেয়া হল!!X((X((X((

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬





যশোরের অভয়নগরে বোমা হামলায় আলমগীর ফকির (৪৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নওয়াপাড়া শংকরপাশা ফেরিঘাটে এ বোমা হামলার ঘটনা ঘটে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক বোমা হামলায় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে আলমগীর শংকরপাশা ফেরিঘাটে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করেন। এ বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শরীর ছিন্নভিন হয়ে যায়।



তার পরিবারে এখন শোকের মাতম চলছে।



ঢাকায় ব্লগারের গলাকাটা লাশ আর যশোরে বিএনপি কর্মীর ছিন্নভিন্ন দেহ দেখে মনে হচ্ছে দেশে আইনশৃংক্ষলা বলেতে কিছুই নেই!!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: দেশ পরাধিন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

ভুদাই বলেছেন: সব পুলিশ শাহবাগ আর শিবিরের পিছে দৌরাচ্ছে। এদিকে সাধারন জনগন পুরা বিপদে আছে।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

Admiral General আলাদীন বলেছেন: ঢাকায় ব্লগারের গলাকাটা লাশ আর যশোরে বিএনপি কর্মীর ছিন্নভিন্ন দেহ দেখে মনে হচ্ছে দেশে আইনশৃংক্ষলা বলেতে কিছুই নেই!!

আসলেই তো দেশে আইনশৃংক্ষলা বলেতে কিছুই নেই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

ভুদাই বলেছেন: ওদিকে সারাদেশে ধর্ষনের হিড়িক পড়েছে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

গরিব বলেছেন: ঢাকায় ব্লগারের গলাকাটা লাশ আর যশোরে বিএনপি কর্মীর ছিন্নভিন্ন দেহ দেখে মনে হচ্ছে দেশে আইনশৃংক্ষলা বলেতে কিছুই নেই!!

আসলেই তো দেশে আইনশৃংক্ষলা বলেতে কিছুই নেই

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

মেহেদী হাসান '' বলেছেন: সহিংসতা বন্ধ করা প্রয়োজন।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: চান্দার টাকা ভাগে পায় নাই দেইখা উড়াইছে এইখানে থাবা বাবার জবাই এর কি সম্পর্ক?

তা আজ রাতে কয়জন শিবিরের সাথে স হবাস হবে আপনাদের গোলাপীর?

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

আমি বীরবল বলেছেন: দেশ জুড়ে যেকোনো ভাবে বিএনপি মারা যায়েজ-এটাই হলো গণতন্ত্র।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

সাদা রং- বলেছেন: দেশে কারোই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: সরকারের এইসব বিষয়ে মাথা ঘামানোর সময় কৈ ? তারা তো বিভিন্ন সেমিনার সবায় বক্তৃতা আর শেরাটন , রূপসী বাংলা নিয়াই ব্যাস্ত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.