নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারো খুব ইচ্ছে মরার আগে স্বর্গের আগের ষ্টেশনের দেখা পাওয়া, আর তাই নিয়ে লেখা। কথাটা শ্যামলের।আমারো।

মাহমুদ রহমান (মাহমুদ)

কেন লিখি জানি না।

মাহমুদ রহমান (মাহমুদ) › বিস্তারিত পোস্টঃ

অণু আলোচনা - বইঃ অবিশ্বাস্য এক হীরক কোহিনূর

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯



বই - অবিশ্বাস্য এক হীরক কোহিনূর
লেখক-ইরাদজ আমিনি।
অনুবাদ - আনোয়ার হোসেইন মঞ্জু
প্রকাশক- ঐতিহ্য.
দাম- ১৬৫
পাওয়া যাবে - আন্দরকিল্লা র বই বিপণীতে ( চট্টগ্রাম), ঢাকা নিউমার্কেট।
কোহিনুরের কাহিনী যে কোন রোমাঞ্চকর উপন্যাসের চেয়ে কম নয়।কোহিনুর - পৃথিবীর সবচেয়ে বড়, রোমাঞ্চকর আর দামি হীরে, বহু ঘাট ঘুরে যার বর্তমান আবাসস্থল এখন ইংল্যান্ডে।কোহিনূরের নাম প্রথম পাওয়া যায় বাবুরনামায়।তিনি বলেছেন,পুরো পৃথিবীর আড়াই দিনের খাওয়ার খরচ মেটানো যাবে এই হীরে দিয়ে। গোয়ালিয়রের শাসক হতে প্রথম বাবুরের কাছে এই হীরে আসে। তারপর বাবুরের হাত ধরে হুমায়ূন।তারপর পারস্যের শাহ।ওখান থেকে উপহারসুত্রে কোহিনূর আসে আহমেদনগরের শাসক বুরহান নিজাম শাহ এর কাছে।আবার ওখান হতে মিরজুমলার হাত ধরে মুগলরাজ আওরঙ্গজেব এর কাছে আসে।এরপর আবার পারস্য।
নাদির শাহ একে তার তালুবন্ধি করেন এবং মুগ্ধ হয়ে বলেছিলেন কো -হি -নুর !মানে আলোর পাহাড়।না , তিনি বেশিদিন ধরে রাখতে পারেননি। তার খুন হওয়ার পর হীরে যায় আহমেদ শাহ আবদালির কাছে।আবদালির মৃত্যুর পর হীরা আসে তাঁর সন্তান তিমুর শাহর কাছে।তিমুরের কাছ হতে জামান শাহ আর জামান শাহ হতে সুজা উল মূলকের কাছে।সবশেষে আসে পাঞ্জাবের রঞ্জিত সিং এর কাছে । উনি মারা যাওয়ার পর তার ছেলে দীলিপের কাছ হতে চলে যায় একদম রাণী ভিক্টোরিয়ার কাছে। সেই যে ইংল্যান্ডে গেল আর ফিরে এলো না !!
সংক্ষেপে কোহিনুর হীরার ভ্রমণ ত বলে দিলাম।কিন্তু এর ভেতরে যে রোমাঞ্চকর আর রক্তাক্ত গাথা রয়ে গেছে তা কিন্তু বলিনি! বিশেষ করে
বাবুরপুত্র হুমায়ূন,মীর জুমলা আর নাদির শাহ এর কাহিনীতে আছে থ্রিলারের টানটান উত্তেজনা আর চমক।সবটুকু জানতে চাইলে বইটি পড়া ছাড়া গতি নেই।
বইটি উপন্যাসের মতই আনন্দদায়ক হবে। হয়ত হীরেটার জন্য একটু আফসোস ও লাগতে পারে !

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


বইতে দাবী করেছে যে, মোগলদের প্রজা হিসেবে বাংগালীরা কোহিনুর দাবী করতে পারে?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: না দাবী দেয়া পেশ করেনাই । বাংলাদেশের পক্ষ থেকে আপনি কি আরেকবার চেষ্টা করে দেখবেন ? B-)

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


দেখি, সময় পেলে লন্ডন গিয়ে রাণীর বিপক্ষে একটা মামলা করে দেবো।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


স্যরি, সুযোগ হলে( সময় পেলে কথাটা সঠিক নয়!), রাণীর বিপক্ষে একটা মামলা করে দেবো।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: B-) আমরা আপনার সুযোগ পাবার অপেক্ষায় রইলাম ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

শাহিন-৯৯ বলেছেন: নয়া দিগন্তের এক ম্যাগাজিনে পড়েছিলাম "কোহিনুর নিয়ে সাতকাহন" এখানে কোহিনুর বিবারণের পাশাপাশি নানান হীরার ঐতিহাসিক ঘঠনা ছিল, যেমন - অভিশপ্ত হীরা, যার দখলে যায় সেই ফ্যামিলির একজন মারা যায়, ইত্যাদি, বইটা কি এই টাইপের।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আছে ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বইটা পামু কই? কেনার মতো পয়সা তো নাই।
ভারত নাকি বহুদিন ধরে দাবি পেশ করে আসছে কোহিনূর ফেরত পাওয়ার; অগ্রগতি কদ্দুর কে জানে। নাকি দাবি-দাওয়া বৃটিশরা উড়িয়ে দিয়েছে?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: হ্যা অনেক আগেই উড়িয়ে দিয়েছে ।

৬| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন:


রিভিউ সুন্দর হয়েছে। বইটি পাঠ করে দেখার প্রয়াস নিব ।
এই সামু ব্লগে
বাংলাদেশ প্রসঙ্গসহ দেশ বিদেশের রত্ন - পাথর ( gemstone ) বানিজ্য নিয়ে একটি মুক্ত আলোচনা শীর্ষক আমার একটি পোষ্টে হিরাটি নিয়ে কিছু কথা বলেছি। সেখানে রাণীর মাথার মুকুটে হিরাটির একটি ছবি দেখানো হয়েছে ।


২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: ধন্যবাদ প্রিয় কে আলী ভাই পোষ্ট পড়ার জন্য।
আপনাকে আমার ব্লগবাড়িতে স্বাগত জানাচ্ছি।
আপনার পোষ্টটি পড়ে নেব।
আমাদের কোহিনুর এখন ব্রিটিশ রাজমুকুটে। :(
ভাল থাকবেন আলী ভাই।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.