![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
'ঐ বীজ জেগেই রয়েছে। জেগে জেগে ঘুমিয়ে রয়েছে।'
কাল রাতেই পড়ছিলাম 'সুখ-দুঃখের সাথী'। উৎপলদার কবিতার বই। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি...
আর আজই যশোধরাদি'র থেকে জানতে পারলাম উৎপলকুমার বসু নেই। কী বিষাদময় ! কেমন করে মানি?
কালই কবিদের একটি লিস্ট করেছিলাম তাতে অন্যতম কবি তিনি! কিন্তু......... ।
আশ্চর্য বিষাদে ভরে গেল চারপাশ, সকল আকাশ।
বাংলাভাষার এই অসামান্য কবি, উৎপলদা' তাঁর কবিতার ন্যায়- জেগে জেগে ঘুমিয়ে রয়েছে। বীজের মতো!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪
আরণ্যক রাখাল বলেছেন: আমার খুব প্রিয় একজন কবি| কবি চলে যাবেন কিন্তু কবিতা, অন্তত কয়েকটা কবিতা তো থেকেই যাবে| তাকেই কবির থাকা বলে, বেঁচে থাকা তো তাই