![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
‘অনলাইনে ইনকাম(online income)’, ‘ঘরে বসে আয় করুন (income at your home)’ কিংবা ফ্রিল্যান্সিং শব্দগুলো এখন খুবই পরিচিত। সারাবিশ্বে আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং (outsourcing/freelancing) এখন অনলাইনের বিরাট কাজের ক্ষেত্র। অনেকেই(বিশেষকরে তরুণ) অনলাইনে কাজ করেন কিংবা কাজ করতে ভীষন আগ্রহী। আউটসোর্সিং এখন অনলাইনের বিরাট কাজের ক্ষেত্র। অনলাইনে কেউ কাজ করছেন স্টাফ হিসেবে, কেউ ফ্রিল্যান্সার হিসেবে। কেউবা কাজ নিয়ে আউটসোর্স করছেন। কথা হচ্ছে অনলাইনে কোথায় আপনি কাজ পাবেন? আউটসোর্স করে এমন মার্কেটপ্লেস কি আপনার জানা আছে?
আউসোর্সের অন্যতম জনপ্রিয় একটি মার্কেট হচ্ছে আপওয়ার্ক (UPWORK) যেখানে আপনি আপনার দক্ষতা অনুয়ায়ি কাজ পেতে পারেন। তবে আগে আপনাকে রেজিস্ট্রেশন করে যথাযথভাবে নিজের প্রোফাইলটি তৈরি করতে হবে। মনে রাখবেন, এখানে দক্ষতা দিয়েই কাজ পাওয়া সম্ভব। আর সে জন্যই ভালো প্রশিক্ষণ নিয়ে নিজেকইরপ্রস্তুত করতে হবে।
আপওয়ার্ক Upwork হলো একটি অনলাইন মার্কেটপ্লেস। যেখানে আপনি কম্পিউটার রিলেটেড যে কোন কাজ করে টাকা ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে প্রথমেই যে কাজটি শিখতে পারেন তা হলো এসইও (SEO- Search Engine Optimization)। যে SEO ভালোভাবে জানে সে Upwork এর অনেকগুলো কাজের সেক্টরে সহজেই কাজ করতে পারে। SEO দিয়ে আপনি শুরু করতে পারেন। এর পর কম্পিউটারের যে কাজে আপনার আগ্রহ বেশী সে কাজে ট্রেনিং নিয়ে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলুন।
মনে রাখবেন, কিছু অর্জন করতে চাইলে অব্শ্যই আপনাকে শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রম ও একাগ্রতা ছাড়া ভালো কোনকিছু অর্জন করা সম্ভব নয়! এটাই আসল কথা। আর দক্ষতা না থাকলে কেউ আপনাকে কাজ দেবে না। সঙ্গে সততা এবং দূরদর্শীতা আগ্রহীদের অনেক দূরে এগিয়ে নেবে।
WHAT JOBS YOU CAN DO IN ONLINE MARKETPLACE?
অনলাইন মার্কেটপ্লেসে কী কী কাজ করা যায়?
..................................................
• এসইও SEO(Search Engine Optimization) শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলেই আপনি কাজটি শিখতে পারেন। যিনি SEO জানেন তিনি নিম্নলিখিত সেক্টরগুলিতে সহজেই কাজ করতে পারেন। SEO, ডাটা এন্ট্রি data entry, ওয়েব রিসার্চ web research, এসইএম(SEM), ই-কমার্স মার্কেটিং e-commerce marketing ইত্যাদি. এছাড়া উচ্চ ও স্বল্প পারিশ্রমিকের আরও অনেক কাজ রয়েছে যেমন -
• graphic design গ্রাফিক্স ডিজাইন
• web design, development & web maintenance ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ওয়েব মেনটেন্যান্স
• web apps development ওয়েব আপ ডেভেলপমেন্ট
• software development সফটওয়্যার ডেভেলপমেন্ট
• Wordpress Theme Development (Joomla, Magento etc.) ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
• translation অনুবাদ
• customer service গ্রাহক সেবা
• sales & distribution/marketing বিক্রয় ও বিপনন সেবা
• office assistantship অফিস সহকারির কাজ
• email marketing ই-মেইল মার্কেটিং / social media marketing সোস্যাল মিডিয়া মার্কেটিং
• content/literature development। লেখার কাজ
• অটোক্যাড AutoCAD ইত্যাদি।
এছাড়া ডেটা এন্ট্রি, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, স্থাপত্য ডিজাইন, কনটেন্ট লেখা, মেডিক্যাল ট্রান্সক্রিপশন, গবেষণাসহ অন্যান্য প্রচুর কাজ রয়েছে! মনে রাখা প্রয়োজন যে সকল কাজেই দক্ষতা এবং মৌলিকত্ব থাকতে হবে!
.....................................
WHAT TRAINING AND EXPERTISE ENHANCE YOU A HUGE
যে সকল ট্রেনিং এবং দক্ষতা আপনার লক্ষ্য অর্জনে বিশেষভাবে এগিয়ে নেবে
.....................................
> OUTSOURCING/FREELANCING (outsourcing and outsourcing training)
> Webdesign & Web Development (DEN provides best web design tutorials, best website designers, designer websites and web developer company. It’s a DEN of web designer established a best web design school).
> Web Application Development (PhP, ASP.Net C#)
> Search Engine Optimization/SEO( seo training is most potential in online income and promotions. DEN is a SEO Company which work, on search engine promotion, seo for website, seo service, seo internet marketing for website ranking (on page seo/off page seo) with a group of seo expert.
> Wordpress, Joomla, Drupal, Magento(CMS)
> Graphic Design (graphics is our good component in graphics training as we offer good graphic design courses for learning graphic design)
> Advanced Computer Networking
> E-Commerce Development Training( professional training)
> AutoCAD Training
> CCNA Certification Support Training
..................................................
আপওয়ার্কের এর মতো আরো কয়েকটি জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস
Few more popular online market place like upwork
......................................................
www.upwork.com
www.99designs.com
www.agentsolo.com
www.allfreelancework.com
www.contractedwork.com
www.coroflot.com
www.craigslist.org
www.designquote.net
www.elance.com
www.getacoder.com
www.GetAFreelancer.com
www.Freelancer.com
www.guru.com
www.freelancers.net
www.freelancewriting.com
www.freelanceswitch.com
www.freelance.com
www.fiverr.com
www.Hiretheworld.com
www.ifreelance.com
www.jobbi.com
www.krop.com
www.upwork.com
www.peopleperhour.com
www.proz.com
www.scriptlance.com
www.sologig.com
www.translatorscafe.com
www.rentacoder.com
....................................
আমার ব্লগে আমি কর্মসংস্থান সহায়ক এরকম কিছু বাংলায বাংলা-ইংরেজি আর্টিকেল লিখব। আপনারাও ইচ্ছে করলে আমার সাথে যোগ আলোচনায় অংশ নিতে পারেন দেশ সেবায়, বেকারত্ব বিমোচনে। বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে এসব লেখা এবং পরামর্শ প্রয়োজনীয় ও দিক নির্দেশনামূলক কাজ করবে।
.............................
মাহমুদ টোকন
Mahmud Tokon
www.denbd.com
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭
বিদেশ পাগলা বলেছেন: আউটসোর্সিং ও অনলাইনে ইনকামের নামে যে ধরনের প্রতারনা প্রতিনিয়ত হচ্ছে তাতে কাউকে বিশ্বাস করার মত পরিস্থিতি এখন আর নেই । প্রয়োজন মনে করলে “বিদেশ পাগলা” লিখিত প্রতারণা হতে সাবধান লেখাটি দেখার সবিনয় অনুরোধ রইলো । ধন্যবাদ
৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৯
মাহমুদ টোকন বলেছেন: thanks I will add খোলা মনের কথা!
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭
মাহমুদ টোকন বলেছেন: বিদেশ পাগলা,
তারাই প্রতারিত হচ্ছেন যারা অযৌক্তিক লোভের ফাঁদে পা দিচ্ছেন।
পরিশ্রম আর প্রশিক্ষণ ছাড়া অনলাইনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সৎভাবে আয়ের কোন রাস্তা নেই।
যিনি প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবেন তার জন্য বহু কাজ রয়েছে অনলাইনে কারন পৃথিবীব্যাপি তার ক্ষেত্র। আর তথ্যপ্রযুক্তি সেক্টরে দক্ষব্যক্তি পরিশ্রম করলে সৎভাবেই তার প্রচুর আয় করা সম্ভব।
সৎভাবে কোন কিছু অর্জন করতে চাইলে অব্শ্যই শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে।
সুতরাং আপনি কেউ এমনিতেই অনলাইনে সীমাহীন অর্থ উপার্জন করবেন এটি হাস্যকর এবং বোকার কাজ।
ধন্যবাদ।
৫| ২৮ শে মে, ২০১৬ রাত ১২:১৫
ইনলাম নিশাত বলেছেন: তারাই প্রতারিত হচ্ছেন যারা অযৌক্তিক লোভের ফাঁদে পা দিচ্ছেন।
পরিশ্রম আর প্রশিক্ষণ ছাড়া অনলাইনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সৎভাবে আয়ের কোন রাস্তা নেই।
যিনি প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবেন তার জন্য বহু কাজ রয়েছে অনলাইনে কারন পৃথিবীব্যাপি তার ক্ষেত্র। আর তথ্যপ্রযুক্তি সেক্টরে দক্ষব্যক্তি পরিশ্রম করলে সৎভাবেই তার প্রচুর আয় করা সম্ভব।
সৎভাবে কোন কিছু অর্জন করতে চাইলে অব্শ্যই শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে।
সুতরাং আপনি কেউ এমনিতেই অনলাইনে সীমাহীন অর্থ উপার্জন করবেন এটি হাস্যকর এবং বোকার কাজ।
ধন্যবাদ।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫
মাহমুদ টোকন বলেছেন: কিছু অর্জন করতে চাইলে অব্শ্যই শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে। এটাই আসল কথা।
সঙ্গে সততা এবং দূরদর্শীতা আগ্রহীদের অনেক দূরে এগিয়ে নেবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
খোলা মনের কথা বলেছেন: ভাল তথ্যমুলক লেখাটির জন্য অনেক ধন্যবাদ। তবে odesk.com টি এখন upwork.com হয়ে গেছে এ ব্যাপারটা লেখার ভেতর জানানো উচিৎ ছিল