![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
...................................................
কখনও কখনও- কী ভীষণ, কী বিষাদ
কী নির্জন পলায়নপর। শেকড় জাগিয়ে রাখে
বাকলের স্মৃতি পূর্বাপর...
লিখতে ইচ্ছে করে না, কোনও কোনও দিন
মৃত ইচ্ছেরা, মনে হয়- গান যেন গাত্রদাহকাল
বিস্মৃত- আকাশ দেখার কৌতুহল।
ভাল্লাগেনা এক্সপ্রেসো কফি কিংবা স্বাদু-ব্যঞ্জন
রিকসার টুংটাং বিদায়ী বিউগল। প্রাণের গভীর থেকে উঠে আসে
কী ভীষণ জল, ক্রন্দন।
ডাকে আর্ত নিশিমায়া, আয় আয়, প্রাণ বিসর্জন...
কখনও এমন হয়, কখনও এমন অকস্মাৎ-
ভীষণ অন্ধকারে কাতরায় দীপাবলি রাত!
..................................
মাহমুদ টোকন :: ১১/১১/২০১৫
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো।