![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
স্মৃতিগ্রাম
.............................................................
এখানে এলেই ঠিক মনে পড়ে
থলে আর আধুলি দ্বন্দ্বে জনকের বিষণ্ন আকাশ।
এই গ্রাম, পাতাছন্দ মাটি আর বুনো গাবগাছ
ধুলো উড়ে ফিরছে খুরেরা। নৃত্যরত যেন রাস্তাটি-
আধভাঙা সাঁকো। বিষণ্ন হয়ে ওঠা গোধুলির হিজল কোটরে
ও তক্ষক, ঈশ্বরের মতো কাকে ডাকো?
পোড়া-শুটি, কালিমুখ দাঁড়িয়ে সন্ধ্যায়; দূরে লালবাতি
ট্রিং ট্রিং কিনতে পারিনি, দু’চাকার বাই-সাইকেল।
সন্ধ্যা জুড়ে মা’র হাহাকার-
শেয়াল নিয়েছে তার ডিমপাড়া হাঁস।
এখানে দাঁড়ালে, এই রাস্তা, বরুন শাখায়
বুনোঘাস, শূন্যলতা আর
নিস্তরঙ্গ জল... শীত শীত লাগে।
হাওয়ায় হাওয়ায় অগুণতি হাঁসের হাহাকার...
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
মাকড়সাঁ বলেছেন:
হাওয়ায় হাওয়ায় অগুণতি হাঁসের হাহাকার...