![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
পত্রলেখা □ মা হ মু দ টো ক ন
.................................................................................
একটি নতুন বই- কেনা হলো, চেনা হলো শব্দের ঘ্রাণ
তোমাকে পত্রলেখা, তোমাকে আমার অভিমান...
তোমায় কতো পত্র লিখি এবং ছিঁড়ি। হাতের লেখা-
কী বিচ্ছিরি। আবার লিখি...
দেই মিশিয়ে ফুলপাঁপড়ি, চুম্বনদাগ আবার ছিঁড়ি
জলে ভাসাই, জলফোঁটা দেই আবার লিখি।
ঘাসের কাছে পাতার কাছে নতুন কত্তো শব্দ শিখি
তোমার জন্য সবই লিখি...
যত্নে আবার খাতা খুলেই, শুকনো ফুলের ধুপ মেখে যেই
লিখতে বসি- বৃষ্টি নামে, মেঘ ডাকে খুউব
পথ ডুবে যায়, দিক ভুলে যায় ছোট্ট সারস
তার কথাটি তোমায় লিখি। চোখের তারায় খানিকটা মেঘ
মেঘ উড়ে যায় দূর পরবাস, তোমায় ডাকি...
মায়ের অসুখ, বোনের ছোট্ট আবির মাখা কপোল জুড়ে আশির্বাণী;
হঠাৎ দেখা- সড়ক জুড়ে এক বনফুল ধুলোয় হাসে আর ভাসমান
এক তরুণীর কান্নার দাগ মুছিয়ে দিচ্ছে আরেকটি হাত
বৃক্ষ যেমন রোদের ছায়া সে মূর্তিমান। তোমায় লিখি...
কান্না লিখি, ঘেন্না লিখি, বনপলাশের স্বপ্ন লিখি
রাত্র লিখি। জানলা জুড়ে তৃষ্ণারেখা শব্দ সবই
তোমায় কত্তো জীবন লিখি এবং ছিঁড়ি। হাতের লেখা-
কী বিচ্ছিরি...
-------------------------------------------------------------
কবিতাটি আমারও খুব প্রিয়। এটি আমার তৃতীয় কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
সুমন কর বলেছেন: ভালোই লাগল।