![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
তুমি যদি রক্তপলাশ, আমি রুদ্র মিছিলের মুখ...
রেখে গিয়েছে যে দিন, পোড়া বারুদের গন্ধ
বেপরোয়া সাপের ফোসফাস। আঙুলের নোখে রক্ত
জমে আছে বিন্দুবিন্দু বিদ্রোহ-সন্যাস
জ্বলে ওঠো হে অদ্ভুত, বিচ্ছুরিত রোমে ও শিরায়
পোড়ে না জীবন তার কিসের অভিপ্রায়? তবে শোনো-
কালি ও কাদায়, মুখ ঢাকা উজ্জ্বল চোখ
সমস্ত গাছে পাতায়, শেকড়ে শেকড়ে- মুঠো ভর্তি শোক।
নেমে এসো, এসো বলছি, শীর্ণ আঙুল করে ভাঁজ
চোখের গলুই জুড়ে বসে আছে রক্তিম চাঁদ
তার কাঁধে হাত রেখে উন্মাতাল হাওয়ায় ফিসফাস
শুনতে পাও- ধ্যানমগ্ন পাঁজরের প্রেমশব্দ, বাজ?
বলছি আগুন চোখ, রক্তঠোঁট, হিরন্ময় অসুখ
তুমি যদি রক্তপলাশ, আমি রুদ্র মিছিলের মুখ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা