![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
আজ অফিসে এলেন কবি কামরুল হাসান। নিয়ে এলেন তার প্রবন্ধের বই- 'প্রহরের প্রস্তাবনা'। আমি কৃতজ্ঞ। সুযোগ পেয়ে আমার 'বিমূর্ত' ইস্তেহার' কাব্যগ্রন্থটি তাকে দেই। মাঝখানে বিশ্ববিদ্যালয় থেকে কামরুল ভাইকে বিলেত এবং উজবেকিস্তান পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। ফলে অনেকদিন পরে দেখা। আগের মতোই স্নিগ্ধ এবং অনুচ্চস্বর কবি। তার মুঠোফোনেই ছবি তোলা।
নিজে এসে বই দেয়ার জন্য কৃতজ্ঞ প্রিয় কামরুল ভাই!
©somewhere in net ltd.